কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন

স্ত্রী বুশরা বিবির সঙ্গে ইমরান খান। ছবি : সংগৃহীত
স্ত্রী বুশরা বিবির সঙ্গে ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন এক মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত এই আদালতের বিচারক শাহরুখ আরজুমান্দ এ অভিযোগ গঠন করেন।

জিও-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নতুন তোশাখানা বা রাষ্ট্রীয় উপহার আত্মসাতের মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে করা মামলার সত্যতা পেয়েছেন আদালত। এ জন্য বিচারক আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। এর মাধ্যমে আরও একটি মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো।

জানা গেছে, গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর আগে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) মামলাটি করে।

অভিযোগ পত্রে বলা হয়, আসামিরা রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ এবং বিক্রি করেছেন। এর ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে। গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কাজ অগ্রহণযোগ্য।

নতুন তোশাখানা মামলাটি অলংকার সেট মামলা নামেও পরিচিত। এ মামলায় দুজনই জামিনে রয়েছেন। তবে ইমরান খান অন্য মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন। আশঙ্কা হচ্ছে, আদালত বুশরা বিবির জামিন বাতিল করতে পারেন। এতে তাকে আবারও কারাগারে যেতে হবে।

প্রসঙ্গত, পাকিস্তানে চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে থেকে গত ২৪ নভেম্বর এ বিক্ষোভের ডাক দেন তিনি। তবে পুলিশি বাধায় সে সমাবেশ সফল করতে পারেনি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নেতাকর্মীদের ব্যাপক গ্রেপ্তারের মুখে কর্মসূচি বাতিল করে পিটিআই। বিক্ষোভের পর দলের ভেতরে-বাইরে নতুন চাপে পড়েছেন ইমরান খান ও বুশরা বিবি।

কারণ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বহুল আলোচিত প্রতিবাদের এক দিন পর দলের প্রতিষ্ঠাতা ইমরান খানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এ মামলা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের পর পুলিশ এ মামলা করেছে। এসব মামলায় দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ফার্মগেটে বিক্ষোভ

সকালে খালিপেটে গরম নাকি ঠান্ডা পানি পান করবেন

দুম্বার সংকর প্রজাতি উদ্ভাবন করলেন মেহেরপুরের খামারি

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

১০

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

১১

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

১২

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১৩

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১৪

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১৫

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৬

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৭

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৮

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

১৯

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

২০
X