কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন

স্ত্রী বুশরা বিবির সঙ্গে ইমরান খান। ছবি : সংগৃহীত
স্ত্রী বুশরা বিবির সঙ্গে ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন এক মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত এই আদালতের বিচারক শাহরুখ আরজুমান্দ এ অভিযোগ গঠন করেন।

জিও-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নতুন তোশাখানা বা রাষ্ট্রীয় উপহার আত্মসাতের মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে করা মামলার সত্যতা পেয়েছেন আদালত। এ জন্য বিচারক আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। এর মাধ্যমে আরও একটি মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো।

জানা গেছে, গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর আগে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) মামলাটি করে।

অভিযোগ পত্রে বলা হয়, আসামিরা রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ এবং বিক্রি করেছেন। এর ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে। গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কাজ অগ্রহণযোগ্য।

নতুন তোশাখানা মামলাটি অলংকার সেট মামলা নামেও পরিচিত। এ মামলায় দুজনই জামিনে রয়েছেন। তবে ইমরান খান অন্য মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন। আশঙ্কা হচ্ছে, আদালত বুশরা বিবির জামিন বাতিল করতে পারেন। এতে তাকে আবারও কারাগারে যেতে হবে।

প্রসঙ্গত, পাকিস্তানে চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে থেকে গত ২৪ নভেম্বর এ বিক্ষোভের ডাক দেন তিনি। তবে পুলিশি বাধায় সে সমাবেশ সফল করতে পারেনি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নেতাকর্মীদের ব্যাপক গ্রেপ্তারের মুখে কর্মসূচি বাতিল করে পিটিআই। বিক্ষোভের পর দলের ভেতরে-বাইরে নতুন চাপে পড়েছেন ইমরান খান ও বুশরা বিবি।

কারণ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বহুল আলোচিত প্রতিবাদের এক দিন পর দলের প্রতিষ্ঠাতা ইমরান খানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এ মামলা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের পর পুলিশ এ মামলা করেছে। এসব মামলায় দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত

পল্লবীতে শহীদ মিরাজ ও শুভর পরিবারের পাশে আমিনুল হক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ, শতাধিক কর্মকর্তাকে হত্যা

‘হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো’

গোল্ডেন গ্লোবসের মনোনয়ন ঘোষণা

গণভোটের ব্যাপক প্রচারণা চালাতে নানা পদক্ষেপ ইসির

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালাবে সরকার : প্রেস সচিব

৫৭ জনকে নিয়োগে দেবে বিমান বাংলাদেশ

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে লাজ ফার্মা

মনোনয়ন বৈধ হওয়ার খবরে যা বলেলন মান্না

১০

মিনিস্টার গ্রুপের কর্মকর্তার মৃত্যুতে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্টের রুল

১১

জোহরান মামদানির ওপর চড়াও ভারত সরকার

১২

বহিষ্কৃত ৮ নেতাকে ফেরাল বিএনপি

১৩

ফসলি জমি কেটে খাল খনন

১৪

ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখার জন্য যেসব খাবার খাবেন

১৫

বিএনপির এক নেতা বহিষ্কার

১৬

শান্ত-ওয়াসিমের ব্যাটে রাজশাহীর কাছে পাত্তাই পেল না রংপুর

১৭

পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা

১৮

সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না : প্রেস সচিব

১৯

বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি

২০
X