কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন

স্ত্রী বুশরা বিবির সঙ্গে ইমরান খান। ছবি : সংগৃহীত
স্ত্রী বুশরা বিবির সঙ্গে ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন এক মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত এই আদালতের বিচারক শাহরুখ আরজুমান্দ এ অভিযোগ গঠন করেন।

জিও-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নতুন তোশাখানা বা রাষ্ট্রীয় উপহার আত্মসাতের মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে করা মামলার সত্যতা পেয়েছেন আদালত। এ জন্য বিচারক আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। এর মাধ্যমে আরও একটি মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো।

জানা গেছে, গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর আগে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) মামলাটি করে।

অভিযোগ পত্রে বলা হয়, আসামিরা রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ এবং বিক্রি করেছেন। এর ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে। গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কাজ অগ্রহণযোগ্য।

নতুন তোশাখানা মামলাটি অলংকার সেট মামলা নামেও পরিচিত। এ মামলায় দুজনই জামিনে রয়েছেন। তবে ইমরান খান অন্য মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন। আশঙ্কা হচ্ছে, আদালত বুশরা বিবির জামিন বাতিল করতে পারেন। এতে তাকে আবারও কারাগারে যেতে হবে।

প্রসঙ্গত, পাকিস্তানে চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে থেকে গত ২৪ নভেম্বর এ বিক্ষোভের ডাক দেন তিনি। তবে পুলিশি বাধায় সে সমাবেশ সফল করতে পারেনি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নেতাকর্মীদের ব্যাপক গ্রেপ্তারের মুখে কর্মসূচি বাতিল করে পিটিআই। বিক্ষোভের পর দলের ভেতরে-বাইরে নতুন চাপে পড়েছেন ইমরান খান ও বুশরা বিবি।

কারণ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বহুল আলোচিত প্রতিবাদের এক দিন পর দলের প্রতিষ্ঠাতা ইমরান খানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এ মামলা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের পর পুলিশ এ মামলা করেছে। এসব মামলায় দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন পদক্ষেপ

জলবায়ু পরিবর্তন নিয়ে কঠোর হুঁশিয়ারি গুতেরেসের

জুমার নামাজের পর হবে মারামারি, মাইকিং করলেন বড় ভাই

শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাই

ভারতের দুই সাবেক তারকা ক্রিকেটারের সম্পত্তি জব্দ

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ

জাহানারার অভিযোগের প্রেক্ষিতে বিসিবির তদন্ত কমিটি গঠন

ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের দাপুটে জয়

এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন তাসকিন

নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হওয়া জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি

১০

জাহানারার বিস্ফোরক অভিযোগে তদন্তে নামছে বিসিবি

১১

ঐকমত্য কমিশনের ব্যয় সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ

১২

মির্জা ফখরুলকে ফোন করে আলোচনার আহ্বান জামায়াতে ইসলামীর

১৩

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৪

মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

১৫

চার দশক পর মার্কিন কংগ্রেস থেকে অবসর নিলেন ন্যান্সি পেলোসি

১৬

মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. কাইয়ুমের

১৭

গাজায় আরও ফিলিস্তিনি নিহত, লেবাননেও ইসরায়েলি হামলা

১৮

ক্রান্তিকালীন একমাত্র বিএনপিই দেশের হাল ধরেছে : মোস্তফা জামান

১৯

জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে : জামায়াত আমির

২০
X