কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন

স্ত্রী বুশরা বিবির সঙ্গে ইমরান খান। ছবি : সংগৃহীত
স্ত্রী বুশরা বিবির সঙ্গে ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন এক মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত এই আদালতের বিচারক শাহরুখ আরজুমান্দ এ অভিযোগ গঠন করেন।

জিও-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নতুন তোশাখানা বা রাষ্ট্রীয় উপহার আত্মসাতের মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে করা মামলার সত্যতা পেয়েছেন আদালত। এ জন্য বিচারক আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। এর মাধ্যমে আরও একটি মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো।

জানা গেছে, গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর আগে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) মামলাটি করে।

অভিযোগ পত্রে বলা হয়, আসামিরা রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ এবং বিক্রি করেছেন। এর ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে। গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কাজ অগ্রহণযোগ্য।

নতুন তোশাখানা মামলাটি অলংকার সেট মামলা নামেও পরিচিত। এ মামলায় দুজনই জামিনে রয়েছেন। তবে ইমরান খান অন্য মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন। আশঙ্কা হচ্ছে, আদালত বুশরা বিবির জামিন বাতিল করতে পারেন। এতে তাকে আবারও কারাগারে যেতে হবে।

প্রসঙ্গত, পাকিস্তানে চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে থেকে গত ২৪ নভেম্বর এ বিক্ষোভের ডাক দেন তিনি। তবে পুলিশি বাধায় সে সমাবেশ সফল করতে পারেনি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নেতাকর্মীদের ব্যাপক গ্রেপ্তারের মুখে কর্মসূচি বাতিল করে পিটিআই। বিক্ষোভের পর দলের ভেতরে-বাইরে নতুন চাপে পড়েছেন ইমরান খান ও বুশরা বিবি।

কারণ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বহুল আলোচিত প্রতিবাদের এক দিন পর দলের প্রতিষ্ঠাতা ইমরান খানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এ মামলা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের পর পুলিশ এ মামলা করেছে। এসব মামলায় দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে তাসনিম জারার বক্তব্য

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি 

হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

পাগলা মসজিদে এবার পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

বিশ্বসেরা কোচের মঞ্চে পর্তুগালের কোচের পিছনে স্কালোনি

এনসিপির ৩ শীর্ষ নেত্রীর পোস্ট, জানালেন নতুন তথ্য

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

কারিগরি শিক্ষার বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা

ঢাকার মঞ্চে বেগম রোকেয়া

১০

সংকটকালে দেশ রক্ষায় বিএনপির বিকল্প নেই : রবিউল আলম 

১১

রাহিতুল ইসলামের নতুন উপন্যাস : এক বাবার দীর্ঘশ্বাস ও নির্মম সত্যের খোঁজ

১২

জাকির প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটাঙ্গন, আবেগঘন বার্তায় সাকিব-তামিম-মাশরাফি-শান্ত

১৩

ভোটাধিকার নিশ্চিত হলেই রাষ্ট্রের মালিক হবে জনগণ : হাবিব

১৪

তুহিনকে ধানের শীষের মনোনয়নের দাবিতে বিক্ষোভ

১৫

গবেষণাধর্মী শিক্ষায় বিনিয়োগ জিপিএইচ ইস্পাতের

১৬

আর্জেন্টিনায় ভূপৃষ্ঠের ব্যাপক গভীরে আঘাত হানল ভূমিকম্প

১৭

সৌদি আরব, আমিরাতে শ্রমিক ভিসায় যাওয়া নিয়ে সুখবর

১৮

যেসব আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি

১৯

এনসিপি ছাড়লেন তাসনিম জারা, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

২০
X