কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০২:২৩ এএম
অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

চেয়ারে বসা ঈদ উল ফিতরের নামাজ আদায় করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ছবি : সংগৃহীত
চেয়ারে বসা ঈদ উল ফিতরের নামাজ আদায় করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্য পরীক্ষার পর তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে নবাবশাহে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর করাচিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ডা. আসিম হুসাইন নিশ্চিত করেন যে একাধিক পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়েছে।

ডা. হুসাইন বলেন, প্রেসিডেন্ট জারদারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থতার পথে রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার যত্ন নিচ্ছেন।

সিন্ধুর সিনিয়র মন্ত্রী শরজিল ইনাম মেমন প্রেসিডেন্টের চিকিৎসার জন্য দুবাই নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি এক টুইটে বলেন, প্রেসিডেন্ট জারদারিকে দুবাই নেওয়ার খবরটি ভিত্তিহীন। ইনশাআল্লাহ, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্টের দ্রুত সুস্থতা কামনা করে তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকও প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

প্রসঙ্গত, এর আগেও ভুগেছেন স্বাস্থ্য জটিলতায় ৬৯ বছর বয়সী প্রেসিডেন্ট জারদারি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২০২২ সালের জুলাইয়ে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন, তবে তখন তার লক্ষণ ছিল মৃদু। ২০২৪ সালের অক্টোবরে বিমান থেকে নামার সময় তার পায়ে গুরুতর আঘাত লাগে, ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়াও ২০২৩ সালের মার্চে সংযুক্ত আরব আমিরাতে তিনি চোখের অস্ত্রোপচার করান। ২০২২ সালে বুকের সংক্রমণের কারণে এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়। অতিরিক্ত ভ্রমণের ফলে ২০২১ সালে তিনি চরম ক্লান্তি ও অবসাদে ভুগে হাসপাতালে ভর্তি হন।

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রেসিডেন্টের দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে 

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

হাজিদের সুবিধা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মক্কা পুলিশ

পলিথিনে মোড়ানো অ্যাম্বুলেন্স রিকশাভ্যানই রোগীদের ভরসা

দোকানের বারান্দায় পড়ে ছিল যুবকের মরদেহ

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

১০

আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

১১

ছুটির ৩ দিনে ঢাকায় টানা সমাবেশ

১২

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

১৪

কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

১৫

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

১৬

মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড

১৭

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

১৮

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

২০
X