কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০২:২৩ এএম
অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

চেয়ারে বসা ঈদ উল ফিতরের নামাজ আদায় করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ছবি : সংগৃহীত
চেয়ারে বসা ঈদ উল ফিতরের নামাজ আদায় করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্য পরীক্ষার পর তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে নবাবশাহে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর করাচিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ডা. আসিম হুসাইন নিশ্চিত করেন যে একাধিক পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়েছে।

ডা. হুসাইন বলেন, প্রেসিডেন্ট জারদারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থতার পথে রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার যত্ন নিচ্ছেন।

সিন্ধুর সিনিয়র মন্ত্রী শরজিল ইনাম মেমন প্রেসিডেন্টের চিকিৎসার জন্য দুবাই নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি এক টুইটে বলেন, প্রেসিডেন্ট জারদারিকে দুবাই নেওয়ার খবরটি ভিত্তিহীন। ইনশাআল্লাহ, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্টের দ্রুত সুস্থতা কামনা করে তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকও প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

প্রসঙ্গত, এর আগেও ভুগেছেন স্বাস্থ্য জটিলতায় ৬৯ বছর বয়সী প্রেসিডেন্ট জারদারি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২০২২ সালের জুলাইয়ে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন, তবে তখন তার লক্ষণ ছিল মৃদু। ২০২৪ সালের অক্টোবরে বিমান থেকে নামার সময় তার পায়ে গুরুতর আঘাত লাগে, ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়াও ২০২৩ সালের মার্চে সংযুক্ত আরব আমিরাতে তিনি চোখের অস্ত্রোপচার করান। ২০২২ সালে বুকের সংক্রমণের কারণে এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়। অতিরিক্ত ভ্রমণের ফলে ২০২১ সালে তিনি চরম ক্লান্তি ও অবসাদে ভুগে হাসপাতালে ভর্তি হন।

বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রেসিডেন্টের দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আবু সাঈদের নামে দিবস দিতে সমস্যা কোথায়?’ 

শহীদের চেতনায় দেশকে উপলব্ধি করার আহ্বান তারেক রহমানের

‘রাতের ভোটের’ দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

সাতক্ষীরার বৈষম্যবিরোধী নেতা সুহাইলের পদত্যাগ 

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৯১ জন 

ক্ষমতাকেন্দ্রিক নয়, সংস্কারের পক্ষে জোট চায় এবি পার্টি

ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

বাসযাত্রীর ব্যাগে মিলল বিপুল ইয়াবা, অতঃপর...

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

১০

ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর, কনটেইনার পরিবহনে রেকর্ড

১১

৭০০ টাকার ব্রডব্যান্ড ৫০০ টাকায় দেওয়ার নির্দেশনা আইএসপিএবির

১২

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজা অবরোধ 

১৩

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

১৪

ক্ষোভের মুখে সরানো হলো বিএনপির অনুষ্ঠানের উপস্থাপক এহসানকে

১৫

নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করবে ডিএনসিসি

১৬

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদ, থানায় মামলা

১৭

কুষ্টিয়ায় কাফনের কাপড় জড়িয়ে বিএনপির কার্যালয় ঘেরাও

১৮

সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে জুলকারনাইনের প্রতিক্রিয়া

১৯

দুই দশক পর কারামুক্তি, সঙ্গে লাখ টাকা সঞ্চয় দুই নারীর

২০
X