কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পূর্ব ও দক্ষিণ এশিয়ায় সম্প্রতি একের পর এক ভূমিকম্পের ঘটনায় গোটা অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। বিশেষ করে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর দক্ষিণ এশিয়ার ভূকম্পনপ্রবণ দেশগুলোতে যে ধারাবাহিকভাবে ভূমিকম্প হচ্ছে, তাতে অনেকেই বড় কোনো বিপর্যয়ের আশঙ্কা করছেন। ঠিক এমন এক সময়েই আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান।

স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) সকালে পাকিস্তানের উত্তরাঞ্চলে ৫.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি বেলা ১১টা ৪৮ মিনিটে অনুভূত হয়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) ভূকম্পনের ঘটনাটি প্রকাশিত এক প্রতিবেদনে নিশ্চিত করেছে।

প্রতিবেদনে, ভূমিকম্পটি রাজধানী ইসলামাবাদসহ রাওয়ালপিন্ডি, লাহোর, শেখুপুরা, অ্যাবোটাবাদ, অ্যাটক, হরিপুর, মানসেহরা, পেশোয়ার, নওশেরা, মারদান, সোয়াত, চিত্রাল, শাংলা, মালাকান্দ, মুজাফফরাবাদসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়।

জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল। ভূগর্ভে এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার, যা তুলনামূলকভাবে গভীর বলে বিবেচিত হয়।

কম্পন অনুভব করার পর আতঙ্কিত হয়ে বহু মানুষ ভবন থেকে বেরিয়ে আসে। অনেকে রাস্তায় দাঁড়িয়ে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করেন। তবে এ পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবুও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এটি দক্ষিণ এশিয়ার ভূকম্পনপ্রবণ অঞ্চলে সাম্প্রতিক সময়ে হওয়া একাধিক ভূমিকম্পের মধ্যে অন্যতম। ১২ এপ্রিল ৫.৫ মাত্রার এক ভূমিকম্প ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পাঞ্জাব ও খাইবার-পাখতুনখোয়া অঞ্চলে আঘাত হানে। এর পরদিন, ১৪ এপ্রিল হিন্দুকুশ অঞ্চল থেকে উৎপত্তি হওয়া ৪.১ মাত্রার আরেকটি ভূমিকম্পে উত্তর পাকিস্তানে কম্পন অনুভূত হয়। এছাড়া একই সপ্তাহে মঙ্গল ও বুধবার মধ্যরাতে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প দেশটির বহু শহরে আতঙ্ক ছড়ায়।

পাকিস্তানের ভূমিকম্পের ইতিহাস ভয়াবহতার সাক্ষ্য বহন করে। ২০০৫ সালে কাশ্মীর অঞ্চলে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্পে ৮৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। এছাড়া ২০১৩ সালে বেলুচিস্তানে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্পে ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং বহু গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

সাম্প্রতিক এই ভূমিকম্পগুলো দক্ষিণ এশিয়ায় একটি ভূ-প্রাকৃতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যদিও আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের খবর নেই, তবুও সতর্কতা ও প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে জনসচেতনতা এবং অবকাঠামোগত প্রস্তুতি এখন সময়ের দাবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১০

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১১

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১২

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৩

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৪

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৫

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৬

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৭

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৮

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৯

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

২০
X