শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিক্ষা না করার শর্তে হজে যেতে পারবেন পাকিস্তানিরা

সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি ঠেকাতে পাকিস্তান কঠোর পদক্ষেপ নিয়েছে। ছবি : সংগৃহীত
সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি ঠেকাতে পাকিস্তান কঠোর পদক্ষেপ নিয়েছে। ছবি : সংগৃহীত

সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি ঠেকাতে পাকিস্তান সরকার তার নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এখন থেকে পাকিস্তানি নাগরিকদের ওমরাহ এবং হজে যাওয়ার আগে একটি হলফনামায় স্বাক্ষর করতে হবে, যাতে তারা প্রতিশ্রুতি দেয় যে, সৌদি আরবের মক্কা-মদিনায় ভিক্ষা করবে না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় সম্প্রতি একটি নতুন নিয়ম জারি করেছে, যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে, ওমরাহ বা হজ পালন করতে গিয়ে পাকিস্তানি নাগরিকরা ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়বে না।

সৌদি আরব পাকিস্তান সরকারকে জানিয়েছে, তারা আর কোনো পাকিস্তানি নাগরিককে হজ বা ওমরাহ ভিসা প্রদান করবে না, যদি সে ভিক্ষা করার উদ্দেশ্যে সৌদি আরবে আসার পরিকল্পনা করে। এদিকে কঠোর পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান সরকার প্রতিরোধ করতে চায় যে, ধর্মীয় উদ্দেশ্যে পবিত্র মক্কা-মদিনা সফরের সময় কেউ ভিক্ষাবৃত্তির মতো সামাজিক অঙ্গীকারহীন কাজে জড়িয়ে না পড়ে।

পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, তারা ইতিমধ্যে ৪ হাজার ৩০০ ভিক্ষুককে ‘এক্সিট কন্ট্রোল’ লিস্টে পাঠিয়েছে এবং এই বিষয়ে তারা একটি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এর মানে, যারা ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে সৌদি আরব যেতে চায়, তাদের যেতে দেওয়া হবে না।

নতুন নিয়মের আওতায়, যারা দলবেঁধে ওমরাহ বা হজে যেতে ইচ্ছুক, তাদের অনুমতি দেওয়া হবে। এ ছাড়া হজযাত্রীদের পাঠানো ট্রাভেল এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি যাত্রীর কাছ থেকে ‘ভিক্ষা করব না’ মুচলেকা সংগ্রহ করতে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি সৌদি আরবে পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ভিক্ষাবৃত্তি একটি জাতির মর্যাদা ও সম্মানের জন্য ক্ষতিকর। আমাদের নাগরিকদের পবিত্র হজ ও ওমরাহ সফরে গিয়ে ভিক্ষাবৃত্তি করা উদ্বেগের বিষয়।’

ধর্মীয় অনুষ্ঠানগুলোর উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং ভিক্ষাবৃত্তি এদের মধ্যে পড়ে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান সরকার এই বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে এবং সৌদি আরবের সঙ্গে একযোগে ভিক্ষাবৃত্তি প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

এরইমধ্যে পাকিস্তান সরকার সৌদি আরবকে অবহিত করেছে যে, তারা ভিক্ষাবৃত্তির জন্য সৌদি আরব পাঠানোর সঙ্গে জড়িত চারটি ট্রাভেল এজেন্টকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি, সৌদি আরবও ‘টুগেদার উই কমব্যাট বেগিং’ স্লোগানে ভিক্ষাবৃত্তিবিরোধী অভিযান জোরদার করেছে এবং দেশটির কর্তৃপক্ষ জনসাধারণকে আইনি চ্যানেলের মাধ্যমে দান করার আহ্বান জানিয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে সৌদি আরব এবং পাকিস্তান একসাথে ভিক্ষাবৃত্তি বন্ধ করার চেষ্টা করছে, যাতে ধর্মীয় উদ্দেশ্যে গিয়ে কেউ দেশের সম্মানহানির কাজ না করে। এর পাশাপাশি, পাকিস্তান সরকারের উদ্দেশ্য হলো তাদের নাগরিকদের ধর্মীয় সফরকে একটি সম্মানজনক ও পবিত্র অভিজ্ঞতা হিসেবে রক্ষা করা এবং বিদেশে গিয়ে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাদা পাথর লুটের ঘটনায় ১৫০০ জনের নামে মামলা

‘জামায়াত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না’

মহাসড়ক যেন মৃত্যুকূপ, পিছু ছাড়ে না দুর্ঘটনা

সাড়ে ৪ হাজার মানুষ পানিবন্দি, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

চট্টগ্রাম-ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু শনিবার

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : মোস্তাফিজুর রহমান

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে

ডাকসুতে ছাত্রদলের যারা প্রার্থী হতে পারেন

১০

মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবি

১১

‘স্থায়ী ক্যাম্পাস নির্মাণে বাধায় রবীন্দ্রবিরোধী চক্র জড়িত’

১২

দেশ অস্থিতিশীল করে তৃতীয় শক্তিকে আনতে চায় একটি চক্র : খায়রুল কবির খোকন

১৩

জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে : ডা. তাহের

১৪

৫০ হাজার টাকার জালনোটসহ চক্রের দুই সদস্য আটক

১৫

‘শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম’

১৬

হাওরে নিখোঁজ শিশুর মরদেহ ৩ ঘণ্টা পর উদ্ধার 

১৭

বরিশালে মহিউদ্দিন রনিসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা

১৮

সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় জায়গা পেল বাংলাদেশের দুই লড়াই

১৯

ঘাসভর্তি বস্তায় মিলল ৫১ হাজার মার্কিন ডলার

২০
X