কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। ছবি : রয়টার্স
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। ছবি : রয়টার্স

এবার কারাগারে ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাকিস্তানের একটি বিশেষ আদালত তাকে ফোন ব্যবহারের অনুমতি দেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন ইমরান খান। দেশটির একটি বিশেষ আদালত অ্যাটক কারাগারে এই সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় গোপন নথির মামলায় শুনানি চলাকালে বিশেষ আদালত এ নির্দেশ দেন। এর আগে বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইনের কাছে ছেলের সাথে ফোনে কথা বলার অনুমতি চেয়ে আবেদন করেন ইমরান খান।

ডনের প্রতিবেদনে বলা হয়, আবেদনে ইমরান খানের আইনজীবী ব্যরিস্টার উমর খান নিয়াজি উল্লেখ করেন যে ইমরান খান তার ছেলে সুলেমান খান ও কাসিম খানের সাথে টেলিফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুমতি চেয়েছেন।

শুনানিতে আইনজীবী বলেন, ছেলের সাথে যোগাযোগ করার ব্যাপারে ইমরান খানের আইনি অধিকার রয়েছে। এজন্য এ দাবি অনুমোদনের গ্রহণযোগ্যতা রাখে। এজন্য ছেলে কাসিম ও সুলেমানের সঙ্গে যোগাযোগ করতে অনুমতি দিতে অ্যাটক কারাগারের সুপারেন্টেন্ডেটকে নির্দেশ দিতে নির্দেশনা চাওয়া হয়।

শুনানিশেষে বিচারক জুলকারনাইন এ আবেদন গ্রহণ করেন এবং ছেলেদের সাথে কথার বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

এর আগে কারাগারে ইমরান খানের অবস্থার অবনতি হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী বুশরা বিবি। তিনি বলেন, বর্তমানে কারাগারে তার শারীরিক অবস্থা মারাত্মক হুমকির মুখে রয়েছে। তার এ দাবি আমলে নিয়ে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মানসুর আওয়ান কারা কর্তৃপক্ষকে তার শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

উল্লেখ্য, তোশাখানা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে অ্যাটক কারাগারে বন্দি আছেন ইমরান খান। তোশাখানা দুর্নীতি মামলায় তার সাজা স্থগিত হলেও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের (গোপন নথি) মামলার শুনানির জন্য প্রতিষ্ঠিত বিশেষ আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

সাইফার বা তারবার্তায় একটি কূটনৈতিক নথি ছিল। ইমরান খানের দাবি, তিনি এই তারবার্তাটি হারিয়ে ফেলেছেন। পিটিআইয়ের অভিযোগ, ওই তারবার্তায় রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি সম্মিলিত বার্তা ছিল। এই একই মামলায় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধেও বিচারকাজ চলছে।

সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। এমনকি বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১০

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১১

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১২

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৩

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৪

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৫

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৬

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৭

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৯

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

২০
X