কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। ছবি : রয়টার্স
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। ছবি : রয়টার্স

এবার কারাগারে ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাকিস্তানের একটি বিশেষ আদালত তাকে ফোন ব্যবহারের অনুমতি দেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারবেন ইমরান খান। দেশটির একটি বিশেষ আদালত অ্যাটক কারাগারে এই সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় গোপন নথির মামলায় শুনানি চলাকালে বিশেষ আদালত এ নির্দেশ দেন। এর আগে বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইনের কাছে ছেলের সাথে ফোনে কথা বলার অনুমতি চেয়ে আবেদন করেন ইমরান খান।

ডনের প্রতিবেদনে বলা হয়, আবেদনে ইমরান খানের আইনজীবী ব্যরিস্টার উমর খান নিয়াজি উল্লেখ করেন যে ইমরান খান তার ছেলে সুলেমান খান ও কাসিম খানের সাথে টেলিফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অনুমতি চেয়েছেন।

শুনানিতে আইনজীবী বলেন, ছেলের সাথে যোগাযোগ করার ব্যাপারে ইমরান খানের আইনি অধিকার রয়েছে। এজন্য এ দাবি অনুমোদনের গ্রহণযোগ্যতা রাখে। এজন্য ছেলে কাসিম ও সুলেমানের সঙ্গে যোগাযোগ করতে অনুমতি দিতে অ্যাটক কারাগারের সুপারেন্টেন্ডেটকে নির্দেশ দিতে নির্দেশনা চাওয়া হয়।

শুনানিশেষে বিচারক জুলকারনাইন এ আবেদন গ্রহণ করেন এবং ছেলেদের সাথে কথার বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

এর আগে কারাগারে ইমরান খানের অবস্থার অবনতি হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী বুশরা বিবি। তিনি বলেন, বর্তমানে কারাগারে তার শারীরিক অবস্থা মারাত্মক হুমকির মুখে রয়েছে। তার এ দাবি আমলে নিয়ে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মানসুর আওয়ান কারা কর্তৃপক্ষকে তার শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

উল্লেখ্য, তোশাখানা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে অ্যাটক কারাগারে বন্দি আছেন ইমরান খান। তোশাখানা দুর্নীতি মামলায় তার সাজা স্থগিত হলেও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের (গোপন নথি) মামলার শুনানির জন্য প্রতিষ্ঠিত বিশেষ আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

সাইফার বা তারবার্তায় একটি কূটনৈতিক নথি ছিল। ইমরান খানের দাবি, তিনি এই তারবার্তাটি হারিয়ে ফেলেছেন। পিটিআইয়ের অভিযোগ, ওই তারবার্তায় রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি সম্মিলিত বার্তা ছিল। এই একই মামলায় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধেও বিচারকাজ চলছে।

সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। এমনকি বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৫ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

অবসর নিলেন বাংলাদেশের অধিনায়ক

বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির দুই নেতার

ভূমিকম্প: প্রশাসনের জরুরি পদক্ষেপ, ভাঙা হবে ২৪ ভবন

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

‘এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে কেবল নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে’

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

১০

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

১১

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

১২

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

১৩

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

১৪

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

১৬

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

১৭

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১৮

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১৯

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

২০
X