পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে গভীর রাতে হামলা হয়েছে। এতে সাত পুলিশ সদস্য এবং ছয় জঙ্গি নিহত হয়েছে।
শনিবার পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি তৎপরতা বৃদ্ধির মধ্যে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলার খবর পাওয়ার একদিন পর এই হামলা চালানো হয়। পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধান নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
টিটিপি প্রথমে ডিআই খানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলার দাবি করে বলেছিল, অন্যরা প্রবেশের আগে একজন আত্মঘাতী বোমা হামলাকারী গেটে বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। কিন্তু পরে বিবৃতি প্রত্যাহার করে নেয় তারা।
ডিআই খান পুলিশের মুখপাত্র ইয়াকুব খান আরব নিউজকে বলেন, বিস্ফোরণের কারণে কেন্দ্রের দেয়াল ধসে পড়ে এবং দুই পুলিশ সদস্য নিহত হয়, এরপর উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। মোট সাত পুলিশ সদস্য নিহত এবং ১৩ জন আহত হয়।
খান বলেন, ছয় জঙ্গি নিহত হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রের ২০০ জন প্রশিক্ষণার্থী এবং কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। সেনাবাহিনী সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসে অভিযান শুরু করেছে।
মন্তব্য করুন