কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে ইমরান খানকে বিষ প্রয়োগের আশঙ্কা স্ত্রীর

স্ত্রী বুশরা বিবির সাথে ইমরান খান। ছবি : এএফপি
স্ত্রী বুশরা বিবির সাথে ইমরান খান। ছবি : এএফপি

তোশাখানা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি তাকে আদালতের নির্দেশে অ্যাটক কারাগার থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়েছে। তবে এবার তাকে বিষপ্রয়োগ করা হতে পারে বলে আশঙ্কা করেছেন স্ত্রী বুশরা বিবি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে বিষ প্রয়োগের আশঙ্কায় আদালতে নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছেন বুশরা বিবি। সোমবার (২ অক্টোবর) পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টে আইনজীবী লতিফ খোসার মাধ্যমে পিটিশন জমা দিয়েছেন।

পিটিশনে কারাগারে ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান বুশরা বিবি। যেখানে বিশেষভাবে কারাগারে তাকে খাবারের সাথে বিষপ্রয়োগ করা হতে পারে বলে নিজের আশঙ্কার কথা উল্লেখ করেন। এ ছাড়া কারাগারে তিনি নির্দেশনা অনুসারে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না বলেও অভিযোগ করা হয়েছে।

বুশরা বিবি উল্লেখ করেন, এর আগে কারাগারে ইমরান খান বিভিন্ন সুবিধা পেয়েছিলেন। তাকে বাসার খাবারও দেওয়া হতো। কিন্তু বর্তমানে এসবের কোনো সুবিধা পাচ্ছেন না। এ ধরনের আচরণ সংবিধানের ৯ এবং ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন এবং এটি অমানবিক। এ সময় তিনি ইমরান খানকে কারাগারের তৃতীয় শ্রেণির একটি ছোট কক্ষে রাখা হয়েছে এবং হাঁটার জন্যও ওই কক্ষ থেকে বের হতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ইসলামাবাদের জেলা বিচারিক আদালত তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে প্রথমে অ্যাটক কারাগার এবং পরে আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান। ইসলামাবাদ হাইকোর্ট (এএইচসি) এই সাজা স্থগিত করলেও সাইফার মামলায় রিমান্ডে থাকায় তিনি কারাগার থেকে বের হতে পারছেন না।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) যে অভিযোগ দায়ের করেছে, তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপনীয় বার্তার বিষয়বস্তু তিনি জনসমক্ষে ফাঁস করে দিয়েছেন। এ ছাড়া এটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছেন।

সাইফার মামলা একটি কূটনৈতিক বার্তা সম্পর্কিত, যা ইমরানের কাছ থেকে হারিয়ে গেছে বলে জানা যায়। পিটিআই অভিযোগ করে বলেছে, হারিয়ে যাওয়া এই বার্তাটিতে যুক্তরাষ্ট্র ইমরানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এই মামলায় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। এমনকি বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশর বেশি

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম 

ঢাকায় ভূমিকম্পে নিহত রাফির দাফন হবে বগুড়ায় 

শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

১০

ট্রেনে অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী গ্রেপ্তার

১১

শরীয়তপুরকে হিংসা-সন্ত্রাসমুক্ত করতে পাঠিয়েছেন তারেক রহমান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

পুরান ঢাকায় নিহত ৩ জনের পরিচয় জানা গেল

১৩

ভূমিকম্পে রাবির হলে ফাটল, শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত

১৪

ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : ডা. জাহিদ

১৫

২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

১৬

পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৭

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ল প্রাইভেটকার, মামলা হয়নি এখনো

১৮

গারোদের ওয়ানগালা উৎসব শুরু

১৯

শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

২০
X