রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে ইমরান খানকে বিষ প্রয়োগের আশঙ্কা স্ত্রীর

স্ত্রী বুশরা বিবির সাথে ইমরান খান। ছবি : এএফপি
স্ত্রী বুশরা বিবির সাথে ইমরান খান। ছবি : এএফপি

তোশাখানা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি তাকে আদালতের নির্দেশে অ্যাটক কারাগার থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়েছে। তবে এবার তাকে বিষপ্রয়োগ করা হতে পারে বলে আশঙ্কা করেছেন স্ত্রী বুশরা বিবি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে বিষ প্রয়োগের আশঙ্কায় আদালতে নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছেন বুশরা বিবি। সোমবার (২ অক্টোবর) পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টে আইনজীবী লতিফ খোসার মাধ্যমে পিটিশন জমা দিয়েছেন।

পিটিশনে কারাগারে ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান বুশরা বিবি। যেখানে বিশেষভাবে কারাগারে তাকে খাবারের সাথে বিষপ্রয়োগ করা হতে পারে বলে নিজের আশঙ্কার কথা উল্লেখ করেন। এ ছাড়া কারাগারে তিনি নির্দেশনা অনুসারে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না বলেও অভিযোগ করা হয়েছে।

বুশরা বিবি উল্লেখ করেন, এর আগে কারাগারে ইমরান খান বিভিন্ন সুবিধা পেয়েছিলেন। তাকে বাসার খাবারও দেওয়া হতো। কিন্তু বর্তমানে এসবের কোনো সুবিধা পাচ্ছেন না। এ ধরনের আচরণ সংবিধানের ৯ এবং ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন এবং এটি অমানবিক। এ সময় তিনি ইমরান খানকে কারাগারের তৃতীয় শ্রেণির একটি ছোট কক্ষে রাখা হয়েছে এবং হাঁটার জন্যও ওই কক্ষ থেকে বের হতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ইসলামাবাদের জেলা বিচারিক আদালত তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে প্রথমে অ্যাটক কারাগার এবং পরে আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান। ইসলামাবাদ হাইকোর্ট (এএইচসি) এই সাজা স্থগিত করলেও সাইফার মামলায় রিমান্ডে থাকায় তিনি কারাগার থেকে বের হতে পারছেন না।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) যে অভিযোগ দায়ের করেছে, তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপনীয় বার্তার বিষয়বস্তু তিনি জনসমক্ষে ফাঁস করে দিয়েছেন। এ ছাড়া এটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছেন।

সাইফার মামলা একটি কূটনৈতিক বার্তা সম্পর্কিত, যা ইমরানের কাছ থেকে হারিয়ে গেছে বলে জানা যায়। পিটিআই অভিযোগ করে বলেছে, হারিয়ে যাওয়া এই বার্তাটিতে যুক্তরাষ্ট্র ইমরানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এই মামলায় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। এমনকি বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১০

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১১

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১২

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৩

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৪

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৫

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

১৬

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে : মিঠু

১৭

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

১৮

আ.লীগকে প্রশ্রয়দাতাদের প্রতিরোধ করতে হবে : মির্জা আব্বাস

১৯

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

২০
X