গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। টানা তিন দিন বিলম্বের পর আজ রোববার দুপুর নাগাদ সব আসনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপরও নির্বাচনে ভোট কারচুপি নিয়ে বড় ধরনের অভিযোগ তুলেছে পিটিআই। দলটি বলছে, অন্তত ১৮টি আসনে ফল পরিবর্তন করে তাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে।
এক এক্সবার্তায় পিটিআইয়ের মহাসচিব ওমর আইয়ুব লিখেছেন, এসব আসনে পিটিআই জিতেছে। করাচির জনগণ পিটিআইকে ম্যান্ডেট দিলেও দুর্নীতিবাজ, মেরুদণ্ডহীন আমলারা তা চুরি করে নিয়েছেন।
পাকিস্তানে গত বৃহস্পতিবার বিকেলে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে এই নির্বাচনের ফল ঘোষণা করতে তিন দিন সময় নেয় দেশটির নির্বাচন কমিশন। ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। একটি আসনে ভোট স্থগিত করা হয়। আর অন্য একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ফলে ২৬৪ আসনে ফল ঘোষণা করা হয়েছে।
এ নিয়ে দেশ-বিদেশে বিতর্কের মুখে পড়ে দেশটির তত্ত্বাবধায়ক সরকার। বেশ কয়েকজন প্রার্থী ভোটে কারচুপির অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন। এমনকি এবারের নির্বাচনে দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর আস্থাভাজন হিসেবে পরিচিত নওয়াজ শরিফের দল পিএমএল-এন পর্যন্ত ভোট কারচুপির অভিযোগ নিয়ে আইনি দল গঠন করেছে।
মন্তব্য করুন