কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানজুড়ে পিটিআইয়ের বিক্ষোভ আজ

রাজপথে পিটিআইয়ের কর্মীরা। ছবি : সংগৃহীত
রাজপথে পিটিআইয়ের কর্মীরা। ছবি : সংগৃহীত

নির্বাচনে নানা নাটকীয়তার পর পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কাল। এরপরই দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। রোববার (১০ মার্চ) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জনগণের ম্যান্ডেট চুরি যাওয়ায় পিটিআই আজ দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে। দলের প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খান এ বিক্ষোভের ডাক দিয়েছেন।

পিটিআইয়ের মুখপাত্র জানান, জাতি প্রমাণিত সবচেয়ে দুর্নীতিবাজ কোনো ব্যক্তিকে তাদের ইচ্ছার বিরুদ্ধে দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে কখনও গ্রহণ করবে না।

তিনি বলেন, তার দল (পিটিআই) রোববার দেশজুড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করবে। চুরি হয়ে যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার করতে ইমরান খানের ডাকে এ বিক্ষোভ পালিত হবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ডনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে নির্বাচনের ফলাফল প্রকাশের পর কর্মসূচি দিয়েছে ইমরান খানের দল পিটিআই। দলটি আগামীকাল বিক্ষোভ করবে। ওই সময়ে নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় এ বিক্ষোভের ডাক দেয় দলটি।

সামাজিক যোগযোগমাধ্যম এক্সের এক পোস্টে পিটিআই নেতা গওহর আলি খান দলীয় কর্মী ও সমর্থকদের আগামীকাল বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইমরান খানের নির্দেশনা অনুসারে, যেসব এলাকায় আমাদের ফলাফল ঘোষণায় দেরি করা হয়েছে অথবা আটকে রাখা হয়েছে সেগুলোর তালিকা আমরা প্রদান করব। এ ছাড়া যেসব আসনে আমাদের সংখ্যাগরিষ্ঠতাকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করা হয়েছে সেগুলোও।

পিটিআইয়ের এ নেতা বলেন, কালকের এ বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। আমি দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আইন মেনে এ বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এটি আমাদের সাংবিধানিক অধিকার।

এর আগে গতকাল দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আলি জারদারি। দেশটির দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উভয় কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। জাতীয় পরিষদ ও সিনেটের সদস্যরা প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করেন। এ নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

আসিফ আলি জারদারি পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিক হয়েছেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাই। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নির্বাচনে আসিফ আলি জারদারি পেয়েছেন ৪১১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৮১ ভোট।

এর আগে জিও নিউজ জানায়, ভোটের আগমুহূর্তে নির্বাচন স্থগিত করতে কমিশনের কাছে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আচাকজাই।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে লেখা এক চিঠিতে মাহমুদ খান বলেছেন, দেশের সংবিধান ও আইনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজের কথা বলা হয়েছে। তবে ইলেকটোরাল কলেজ এখানো সম্পূর্ণ হয়নি। কারণ জাতীয় পরিষদ ও সব প্রাদেশিক পরিষদে কিছু সংরক্ষিত আসন এখনো খালি রয়েছে। এসব সংরক্ষিত আসনে কেউ নির্বাচিত হননি। যদি ঘোষিত তপশিল অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন হয় তাহলে তাদের ভোটাধিকারকে অস্বীকার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

‘আইনশৃঙ্খলা উন্নয়নে মব নিয়ন্ত্রণ জরুরি’

আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানালেন ট্রাম্প

সিলেটকে কাঁদিয়ে ফাইনালে রাজশাহী

তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক

‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ / সিলেটি দামানের আগমনে উৎসবের আমেজ

নবম স্কেলে সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তানের জন্য যে সুবিধা

ডিআরইউ নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

১০

সহকারী শিক্ষক নিয়োগ : ৬ শর্তে উত্তীর্ণ ৬৯২৬৫ প্রার্থী

১১

‘বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিচলিত নয় জমিয়ত’

১২

নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল 

১৩

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ : জামায়াত আমির

১৪

স্বামীর নির্বাচনী প্রচারে মাঠে নামলেন নাসরিন আউয়াল মিন্টু

১৫

শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

১৬

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? এখনই যে কাজ না করলে বিপদ

১৭

বিস্কুটে ছোট ছোট ছিদ্র থাকে কেন? অবাক করা কারণ জেনে নিন

১৮

সারা দেশে বহিষ্কার করা নেতাকর্মীদের তথ্য জানাল বিএনপি

১৯

ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষোভ বাড়ছে ভারতে

২০
X