যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার জর্জিয়ায় মামলা হয়েছে। ২০২০ সালের নির্বাচনে রাজ্যের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে এ মামলা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যে নিজের পরাজয় ঠেকাতে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগের এ মামলায় তাকেসহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি বোর্ড ৪১টি অভিযোগপত্র ইস্যু করেছে। এটি চলতি বছরে ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামালা। তবে সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প।
ফুল্টন কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নি ফানি উইলিস ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশনা দেন। এরপর সোমবার (১৪ আগস্ট) রাতে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
মামলায় অভিযুক্তদের মধ্যে ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি, হোয়াইট হাইজের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডোস, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান ও সাবেক বিচার বিভাগের কর্মকর্তা জেফরি ক্লার্ক রয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সম্মিলিতভাবে জেনে শুনে ও ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার বেআইনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।
মামলায় তাদের অপরাধী দল হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। এগুলোর মধ্যে মিথ্যা বিবৃতি ও লেখা, এক পাবলিক অফিসারকে জিম্মি, জালিয়াতি, জাল তথ্য নথিবদ্ধ, সাক্ষীদের প্রভাবিত করা, কম্পিউটারে অবৈধ হস্তক্ষেপ, রাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র ইত্যাদি অভিযোগ করা হয়েছে।
অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুতর হলো কারসাজি ও দুর্নীতি সংস্থা আইনের লঙ্ঘন। এ মামলায় দোষী হলে ট্রাম্পের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
ফুল্টন কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নি ফানি উইলিস জানান, এ মামলায় ট্রাম্পসহ বাকিদের আগামী ১৫ আগস্টের মধ্যে আত্মসমার্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগের পরবর্তী কার্যক্রমের অংশ হচ্ছে বিচারকরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি তাদের আগামী ২৫ আগস্টের পর্যন্ত আত্মসামর্পনের সুযোগ দিচ্ছি।
এর আগে, গত ১ আগস্ট ট্রাম্পকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় অভিযুক্ত করা হয়। এরপর এই মামলায় ৩ আগস্ট বিকেলে রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প।
এ ছাড়া ট্রাম্পের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। এ মামলার ফলে তার বিরুদ্ধে চলতি বছরে চারটি মামলা হয়েছে।
মন্তব্য করুন