কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারতের বিশাল আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বহু দেশের বড় ধরনের অর্থ সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনতে নানা পদক্ষেপ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এই মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সরকারের দক্ষতা বিভাগ (ডিওজিই)।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই অর্থায়ন বাতিলের কথা জানায় ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)। সেখানে একটি তালিকা দিয়ে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের করদাতাদের দেওয়া অর্থ নিম্নোক্ত ক্ষেত্রগুলোয় (প্রকল্প) খরচ হতে যাচ্ছিল, যেগুলোর সব কটি বাতিল করা হয়েছে।’

মার্কিন এই ডিপার্টমেন্ট বলেছে, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’-এ ২ কোটি ৯০ লাখ ডলারের অর্থায়ন বাতিল করা হয়েছে। এছাড়া ভারতের ২ কোটি ১০ লাখ ডলারের অর্থায়ন বাতিল করা হয়েছে। আর নেপালের একাধিক প্রকল্পে বাতিল করা হয়েছে ৩ কোটি ৯০ লাখ ডলার।

অন্যান্য দেশগুলোর মধ্যে- মোজাম্বিকের জন্য ১০ মিলিয়ন ডলার, কম্বোডিয়ার জন্য ২.৩ মিলিয়ন ডলার, সার্বিয়ার জন্য ১৪ মিলিয়ন ডলার, মলদোভায় ২২ মিলিয়ন ডলার, নেপালে দুটি উদ্যোগে ৩৯ মিলিয়ন ডলার এবং মালিতে ১৪ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ (এসপিএল) প্রকল্পে অর্থায়ন করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)। এই প্রকল্পের আওতায় বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক দলগুলো ও ভোটারদের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং রাজনৈতিক সহিংসতা কমানোর লক্ষ্যে কাজ করা হয়।

ভারতেও একই ধরণের প্রকল্পে অর্থায়ন করছিল ইউএসএআইডি। সেখানে প্রকল্পের লক্ষ্য ছিল নির্বাচনকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য কাজ করা। তবে নতুন এই ঘোষণায় এখন থেকে এসব প্রকল্পে আর অর্থ দেবে না যুক্তরাষ্ট্র।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর দেশটিতে সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিই নামের বিভাগটি প্রতিষ্ঠা করেন ডোনাল্ড ট্রাম্প। এই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ককে। ডিওজিইর মাধ্যমে সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে কাজ করছেন তিনি।

২৫ জানুয়ারি বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। প্রাথমিকভাবে আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ঔষধশিল্প সমিতির সভাপতি মুক্তাদির, সম্পাদক জাকির

‘দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতিক্ষায় রয়েছে’

‘ইসলামি দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন শহীদ জিয়া’

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ নিয়ে সরকারের ব্যাখ্যা

৬ মাসেও কোনো সংস্কার দৃশ্যমান হয়নি : আমিনুল হক 

কুমিল্লায় ৫ অবৈধ ইটভাটা বন্ধ

নিজ দেশের নাগরিকদের ওপর বিমান হামলা, মিয়ানমারে নিহত ১২

চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৪৯ হাজার পরীক্ষার্থী

নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মানবে না : নজরুল ইসলাম 

দুর্নীতি মামলায় মীর নাছির ও মীর হেলালের সাজার রায় স্থগিত

১০

ইফতার মাহফিলে তারেক রহমান / বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৬ বছরের গুম-হত্যা ও নির্যাতনের বিচার হবে 

১১

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামো প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের

১২

ইবিতে ১৬ বছরের অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি

১৩

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

১৪

শাকিব ভাই লিজেন্ড, সামনে থেকে দেখতে বেশি সুন্দর : তাসকিন

১৫

ভোট অধিকার ফেরাতে যুদ্ধ চালিয়ে যেতে হবে : শামা ওবায়েদ

১৬

চট্টগ্রামে ১০ দফা দাবিতে আন্দোলনে শিক্ষকরা 

১৭

নারায়ণগঞ্জে শ্রমিক হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

১৮

প্রকৌশলীদের দক্ষ এবং সৎ হিসেবে গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান

১৯

বরগুনার সেই পরিবারকে তারেক রহমান বললেন- ভয় নেই, পাশে আছি

২০
X