কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আফগান নেতাদের ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের তালেবানের অন্যতম নেতা সিরাজুদ্দিন হাক্কানিসহ তিনজনের বিরুদ্ধে ঘোষিত অর্থ পুরস্কার প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এই তিনজনই তালেবানের শক্তিশালী হাক্কানি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ নেতা।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।

তালেবান সরকার শনিবার বিষয়টি প্রকাশ্যে আনলেও মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ওয়েবসাইটে এখনো সিরাজুদ্দিন হাক্কানির জন্য ঘোষিত পুরস্কারের তথ্য রয়েছে। প্রসঙ্গত, সিরাজুদ্দিন হাক্কানিকে ধরিয়ে দেওয়ার তথ্য দিলে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তিনি বর্তমানে আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন।

এর আাগে বৃহস্পতিবার তালেবানের হাতে বন্দি থাকা মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যানকে মুক্তি দেওয়া হয়। তিনি ২০২২ সালের ডিসেম্বরে পর্যটক হিসেবে আফগানিস্তানে গিয়ে আটক হয়েছিলেন। তার মুক্তির পরপরই সিরাজুদ্দিন হাক্কানি ও হাক্কানি নেটওয়ার্কের আরও দুই নেতার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার প্রত্যাহারের খবর সামনে আসে।

এদিকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, জর্জ গ্লেজম্যানের মুক্তি একটি ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ। তার মুক্তিতে সহায়তা করার জন্য আমরা কাতারকে ধন্যবাদ জানাই। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন বন্দিদের মুক্তি দেওয়া তাদের জন্য বৈশ্বিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ।

হাক্কানি নেটওয়ার্ককে আফগানিস্তানের সবচেয়ে ভয়ংকর সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এটি ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরুর পর থেকে দেশটিতে আত্মঘাতী হামলা, অপহরণ এবং পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে।

২০০৮ সালের জানুয়ারিতে কাবুলের সেরেনা হোটেলে এক হামলায় ছয়জন নিহত হন, যার মধ্যে একজন মার্কিন নাগরিকও ছিলেন। সিরাজুদ্দিন হাক্কানি এই হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছিলেন। তবে তার নাম বর্তমানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘ন্যায়বিচারের জন্য পুরস্কার’ তালিকায় নেই বলে আল অ্যারাবিয়া নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, রোববারও এফবিআইয়ের ওয়েবসাইটে সিরাজুদ্দিন হাক্কানির নামে একটি ফেরারি পোস্টার দেখা গেছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, যুক্তরাষ্ট্র সিরাজুদ্দিন হাক্কানি, আব্দুল আজিজ হাক্কানি ও ইয়াহিয়া হাক্কানির ওপর জারি করা অর্থ পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করেছে। তিনি আরও বলেন, এই তিনজনের মধ্যে দুজন আপন ভাই এবং অপরজন তাদের চাচাতো ভাই।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে মার্কিন নীতি পরিবর্তনের ইঙ্গিত হিসেবে এই সিদ্ধান্ত দেখা যেতে পারে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি বলেছেন, তালেবান মার্কিন বন্দি জর্জ গ্লেজম্যানকে মুক্তি দিয়েছে, আর পুরস্কার প্রত্যাহারের ঘোষণা উভয়পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে একটি গঠনমূলক পদক্ষেপ।

এই সিদ্ধান্ত আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে কূটনৈতিক আলোচনার নতুন দিক উন্মোচিত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১০

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১১

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১২

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৩

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৪

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৫

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৬

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

১৭

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিবুর রহমান

১৯

তসবিহ হাতে খুনিদের ফাঁসি চাইলেন ইমরানের মা

২০
X