কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ এএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

রহস্যজনক নিখোঁজদের মধ্যে ৩ মার্কিন সেনার সন্ধান

মার্কিন সেনা। ভিন্ন ঘটনার ছবি : সংগৃহীত
মার্কিন সেনা। ভিন্ন ঘটনার ছবি : সংগৃহীত

লিথুয়ানিয়ায় নিখোঁজ হন চার মার্কিন সেনা। ঘটনার সপ্তাহ পর তাদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অপরজন। তার ভাগ্যে কী ঘটেছে এবং কেনই-বা এমন রহস্যজনক দুর্ঘটনা তা জানতে মরিয়া বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর সেনাদল।

এর আগে জলাভূমি থেকে সেনাদের বহনকারী সাঁজোয়া যান উদ্ধার করা হয়। সোমবার (৩১ মার্চ) মার্কিন সেনাবাহিনীর ইউরোপ ও আফ্রিকা কমান্ড নিশ্চিত করেছে, জলাশয়ে নিমজ্জিত অবস্থায় পাওয়া যানের সূত্র ধরে তিন মার্কিন সেনার মৃতদেহ পাওয়া গেছে। নিখোঁজ চতুর্থ সেনার সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

গত ২৫ মার্চ বেলারুশ সীমান্তের কাছে পূর্ব লিথুয়ানিয়ার পাব্রেডের কাছে সৈন্যরা প্রশিক্ষণ নিচ্ছিলেন। ঘটনার সময় তৃতীয় পদাতিক ডিভিশনের প্রথম ব্রিগেডের ওই সৈন্যরা কৌশলগত উদ্ধার প্রশিক্ষণের একটি ধাপ অতিক্রমের চেষ্টায় ছিলেন। হঠাৎ চার সেনাকে বহন করা একটি সাঁজোয়া যান হাওয়া হয়ে যায়।

প্রশিক্ষণ মহড়ার সময় নিখোঁজ চার মার্কিন সৈন্য যে হারকিউলিস সাঁজোয়া উদ্ধার যানটি পরিচালনা করছিলেন, সেটি লিথুয়ানিয়ার একটি জলাভূমিতে পাওয়া যায়।

লিথুয়ানিয়ান কর্তৃপক্ষ এবং মার্কিন বাহিনীর নেতৃত্বে এলাকায় একটি বহুজাতিক অনুসন্ধান অভিযান চলছে। মার্কিন সেনা ও নৌবাহিনীর ডুবুরিরা, লিথুয়ানিয়ান, পোলিশ বাহিনীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের উদ্ধার দল ঘটনাস্থলে নিয়োজিত।

তৃতীয় পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ক্রিস্টোফার নরি বলেন, নিখোঁজ সবাই বাড়িতে না আসা পর্যন্ত অনুসন্ধান শেষ হবে না। এই অকল্পনীয় সময়ে সৈনিকদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমরা শোক প্রকাশ করছি।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, লিথুয়ানিয়ান কর্মীদের সাথে যৌথ অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে এবং ন্যাটোও এই প্রচেষ্টায় অবদান রেখেছে। একই সঙ্গে মার্কিন সেনাবাহিনী এবং লিথুয়ানিয়ান কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা সৈন্য, পরিবার, বন্ধুবান্ধব এবং প্রথম সাঁজোয়া ডিভিশনের প্রতি গভীর সমবেদনা জানাই। দুঃখজনক সংবাদ সম্পর্কে দুঃখ প্রকাশ করছি। গত ছয় দিনে মার্কিন সেনাবাহিনী, লিথুয়ানিয়ান সশস্ত্র বাহিনী এবং বেসামরিক সংস্থাগুলোর অসাধারণ উদ্ধার প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩৯ সালে বিরল যে ঘটনার সাক্ষী হতে পারে মুসলিম বিশ্ব

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় হামলা

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

১০

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

১১

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

১২

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১৩

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১৪

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১৫

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৬

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৭

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৮

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৯

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

২০
X