কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১২:৪১ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইলন মাস্ককে নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর টেসলার শেয়ারে ধস

ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের মাখামাখি বেশিদিন টিকল না। কয়েক মাসের ব্যবধানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রূপ নিয়েছে তিক্ততায়। আর এখন তারই খেসারত দিচ্ছেন মাস্ক।

প্রথমে ছাড়তে হয় ট্রাম্প প্রশাসন। এবার ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়ানোয় ক্ষতি হলো কোটি কোটি টাকারও। মাস্কের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে ট্রাম্প মুখ খুলতেই এত বড় বিপদে পড়েছেন মার্কিন ধনকুবের।

যুক্তরাষ্ট্রের নির্বাচন মানেই কাঁড়ি কাঁড়ি টাকার খেলা। আর সেই টাকা জোগাতে এবার বেশ হিমশিম খাচ্ছিলেন ট্রাম্প। তখনই এগিয়ে আসেন মাস্ক। তার কোটি কোটি টাকাই ট্রাম্পকে নির্বাচনী তরী পার হতে সাহায্য করে। ওই সময় এই দুজনের জোটের কারণে রাজনীতির ময়দানে বাজি ধরেও লাভবান হয়েছিলেন মাস্ক। হু হু করে বেড়েছিল তার প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও।

কিন্তু কয়েক মাসের ব্যবধানে বদলে যায় ট্রাম্প-মাস্কের সম্পর্ক। যার এক ঝলক দেখা মিলল বৃহস্পতিবার। মাত্র কয়েক ঘণ্টায় রীতিমতো ধস নামে টেসলার শেয়ারে। মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ১৪ শতাংশ শেয়ারের দরপতন ঘটে এ দিন। যার পরিমাণ একদিনেই ১৫০ বিলিয়ন ডলারের বেশি। এটি টেসলার ইতিহাসে একদিনে বাজারমূল্যের সবচেয়ে বড় পতন। এমনকি একদিনে আর কোনো কোম্পানি শেয়ারবাজারে এত বড় ক্ষতির মুখে পড়েনি।

ওভাল অফিসে বসে টেসলার সিইও মাস্কের প্রকাশ্যে সমালোচনা করেন ট্রাম্প। এর কয়েক ঘণ্টার মধ্যেই সম্পর্কের অবনতি ঘটে দুজনের মধ্যে। এ ক্ষেত্রে ট্রাম্প বেছে নেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল। আর মাস্ক লিখেন এক্সে।

ট্রাম্প মাস্কের সঙ্গে তার সম্পর্কের অবনতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রযুক্তি উদ্যোক্তা মাস্কের প্রতি খুবই হতাশ তিনি। ট্রাম্প বলেন, ‘ইলন এবং আমার মধ্যে দারুণ সম্পর্ক ছিল। আমি জানি না এটি আর থাকবে কি না।’

মূলত ট্রাম্পের প্রস্তাবিত করছাড় ও ব্যয় বিলের বিরোধ ঘিরেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ট্রাম্প-মাস্ক।

মাস্ক দাবি করেন, বিলটি যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণকে ৩৬ দশমিক ২ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াবে। এ নিয়ে ট্রাম্প শুরুতে নীরব থাকলেও বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, আমি ইলনের আচরণে খুবই হতাশ। আমাদের সম্পর্কটা একসময় ভালো ছিল, এখন আর হবে কি না জানি না। মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত সরকারি চুক্তি বাতিলেরও হুমকি দিয়েছেন ট্রাম্প। আর মাস্ক পাল্টা জবাবে ট্রাম্পকে অভিশংসনের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফেনীতে ৬ দিনেও মেলেনি সূর্যের দেখা

তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা কত

বিপিএল ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি

আই ওয়াজ রিয়েলি শকড, হঠাৎ কেন এই কথা মাহমুদউল্লাহর

প্রতিদিন গোসল করা কি সত্যিই জরুরি

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৬-৪ ডিগ্রিতে

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল

১২

এনসিপির যে ১০ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১৩

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

১৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

১৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

১৬

পাহাড়ে শৈত্যপ্রবাহ, জনজীবন স্থবির

১৭

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি সহযোগিতার আহ্বান 

১৮

ভেনেজুয়েলায় মার্কিন কৌশল ইরাক যুদ্ধের ব্যর্থতার মতো হতে পারে

১৯

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী

২০
X