

হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কারা কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি পশ্চিম ভার্জিনিয়ার ইউএসপি হেজেলটন কারাগার থেকে গত সোমবার মুক্তি পান।
হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির ষড়যন্ত্র ও মেশিনগান রাখার অভিযোগে গত মার্চে দোষী সাব্যস্ত হয়ে ৪৫ বছরের কারাদণ্ড পেয়েছিলেন। দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ৮০ লাখ ডলার জরিমানাও করা হয়েছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করায় তার মুক্তি নিশ্চিত হয়। হার্নান্দেজের মুক্তি এমন এক সময় এলো, যখন হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা চলছে।
ট্রাম্প গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, হার্নান্দেজের সঙ্গে ‘রূঢ় ও অন্যায় আচরণ’ করা হয়েছিল এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন তার বিরুদ্ধে ‘সাজানো তদন্ত’ চালিয়েছে। পরে হার্নান্দেজের স্ত্রী আনা গার্সিয়া দে হার্নান্দেজ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার স্বামী এখন একজন মুক্ত মানুষ।
২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট থাকা হার্নান্দেজকে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। প্রসিকিউটররা আদালতে জানান, তিনি দেশটিকে ‘মাদক কার্টেলনিয়ন্ত্রিত রাষ্ট্রের মতো’ পরিচালনা করেছেন এবং পাচারচক্রকে সুরক্ষা দেওয়ার বিনিময়ে লাখ লাখ ডলার ঘুষ নিয়েছেন।
মন্তব্য করুন