অবরুদ্ধ গাজা দখল করা হলে তা ‘বড় ধরনের ভুল’ হবে বলে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, হামাস সব ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি না। তবে হামাসের সম্পূর্ণরূপে নির্মূল করতে চান বলেও জোর দিয়েছেন তিনি।
গত শনিবার (৭ অক্টোবর) অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৩০০ জন নিহত হয়েছে। এ হামলার পরপর হামাসকে নির্মূলের অঙ্গীকার করে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এমনকি অবরোধের অংশ হিসেবে সেখানে খাবার, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। এর ফলে চরম সংকটে পড়েছে গাজার হাসপাতালগুলো।
টানা আট দিনের ইসরায়েলি বিমান হামলায় গাজায় এখন পর্যন্ত ২ হাজার ৬৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১০ হাজার মানুষ।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গাজায় মানবিক করিডর খোলার বিষয়টি তিনি সমর্থন করেন। একই সঙ্গে সেখানে খাবার, পানিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহকেও তিনি সমর্থন করেন। বাইডেন বলেন, আমি আশাবাদী, ইসরায়েল যুদ্ধের নিয়ম মেনেই কাজ করবে।
মন্তব্য করুন