কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক বোমা এবার গাজায় ফেলার আহ্বান

ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা এবং প্রতীকী পারমাণবিক বোমার বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা এবং প্রতীকী পারমাণবিক বোমার বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিধ্বংসী পারমাণবিক বোমা হামলা চালানোর আহ্বান জানানো হলো। দাবি করা হলো, এতে ব্যাপক প্রাণহানী ঘটলেও যুদ্ধ থেমে যাবে।

এর পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু হামলার পর থেমে গেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গাজায় বিধ্বংসী পরমাণু হামলা চালানোর এই আহ্বান জানিয়েছেন আমেরিকার একজন হাই প্রোফাইল রাজনীতিবিদ। যিনি দেশটির পার্লামেন্ট কংগ্রেসের সদস্য এবং রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ একজন নেতা। জানা গেছে তার নাম টিম ওয়েলবার্গ।

প্রতিবেদনে বলা হয়, গত ২৫ মার্চ একটি টাউন হলে অন্য আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলার সময় গাজায় পারমাণবিক বোমা হামলার পরামর্শ দেন তিনি। ওই সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ পারমাণবিক হামলার কথা উল্লেখ করেন এই প্রবীণ রাজনীতিবিদ। বলেন, জাপানে যেমন পারমাণবিক হামলার পর যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল। তেমনই গাজায় এ ধরনের হামলা হলে দ্রুত যুদ্ধ শেষ হয়ে যাবে।

এই কংগ্রেসম্যানের এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগামাধ্যমে প্রকাশ হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, টিম ওয়েলবার্গকে একজন জিজ্ঞেস করছেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যুক্তরাষ্ট্র কেন মার্কিন নাগরিকদের অর্থ খরচ করে অস্থায়ী জেটি তৈরি করছে?

এই প্রশ্নের জবাবে টিম ওয়েলবার্গ বলেন, সেখানে জেটি বানানো উচিত হয়নি। সেখানে মানবিক সহায়তার জন্য একটি পয়সাও খরচ করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। উল্টো বলেন, গাজার অবস্থা নাগাসাকি ও হিরোশিমার মতো অবস্থা হওয়া উচিত। দ্রুত সবকিছু করা হোক।

তবে এই আইনপ্রণেতা গাজায় সত্যিকারের পারমাণবিক হামলার কথা বলেননি বলে দাবি করেছেন। এর বদলে সেখানে রূপক অর্থ ব্যবহার করেছেন বলেও দাবি করেছেন তিনি।

এই আইনপ্রণেতা আরও বলেছেন, তিনি চান রাশিয়া ও ইউক্রেনেও একই পদ্ধতি ব্যবহার করা হোক। এতে দ্রুত যুদ্ধ শেষ হয়ে যাবে এবং সাধারণ মানুষ পরিত্রাণ পাবেন।

গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাব দিতে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ ৬ মাসের এই হামলায় উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৩ হাজারে। এমন পরিস্থিতিতেও যুদ্ধবিরতিতে না গিয়ে, নতুন করে রাফাহ সীমান্তে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়লেন বাংলাদেশের মিথিলা

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

কেয়ামত কি শুক্রবারেই সংঘটিত হবে, যা বলা হয়েছে হাদিসে

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তাইজুল, ছুঁয়ে ফেললেন সাকিবকে

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত

ভূমিকম্প আতঙ্কে কর্মচারী ভবনে আশ্রয় নিলেন ঢাবি শিক্ষার্থীরা

সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া

২৬৫ রানে অলআউট আয়ারল্যান্ড, ফলোঅনে না ফেলে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভূমিকম্প / ঘোড়াশালসহ যেসব বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ

১০

কিছু মানুষ ভূমিকম্প টের পায় না কেন?

১১

নতুন রানিকে স্বাগত জানাল মিস ইউনিভার্স

১২

ভূমিকম্পে পদদলিত হয়ে শতাধিক মানুষ টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন

১৩

ভূমিকম্পে তারকাদের উদ্বেগ

১৪

সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বকর গ্রেপ্তার

১৫

আফটারশক হতে পারে কি না জানালেন আবহাওয়াবিদ

১৬

ভূমিকম্পের পর যে বার্তা দিলেন তাসকিন-জামাল ভূঁইয়া

১৭

সাগরে লঘুচাপের আভাস, ১২০ ঘণ্টার পূর্বাভাসে নতুন তথ্য

১৮

ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

১৯

‘ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি’

২০
X