কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক বোমা এবার গাজায় ফেলার আহ্বান

ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা এবং প্রতীকী পারমাণবিক বোমার বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা এবং প্রতীকী পারমাণবিক বোমার বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিধ্বংসী পারমাণবিক বোমা হামলা চালানোর আহ্বান জানানো হলো। দাবি করা হলো, এতে ব্যাপক প্রাণহানী ঘটলেও যুদ্ধ থেমে যাবে।

এর পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু হামলার পর থেমে গেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গাজায় বিধ্বংসী পরমাণু হামলা চালানোর এই আহ্বান জানিয়েছেন আমেরিকার একজন হাই প্রোফাইল রাজনীতিবিদ। যিনি দেশটির পার্লামেন্ট কংগ্রেসের সদস্য এবং রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ একজন নেতা। জানা গেছে তার নাম টিম ওয়েলবার্গ।

প্রতিবেদনে বলা হয়, গত ২৫ মার্চ একটি টাউন হলে অন্য আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলার সময় গাজায় পারমাণবিক বোমা হামলার পরামর্শ দেন তিনি। ওই সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ পারমাণবিক হামলার কথা উল্লেখ করেন এই প্রবীণ রাজনীতিবিদ। বলেন, জাপানে যেমন পারমাণবিক হামলার পর যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল। তেমনই গাজায় এ ধরনের হামলা হলে দ্রুত যুদ্ধ শেষ হয়ে যাবে।

এই কংগ্রেসম্যানের এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগামাধ্যমে প্রকাশ হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, টিম ওয়েলবার্গকে একজন জিজ্ঞেস করছেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যুক্তরাষ্ট্র কেন মার্কিন নাগরিকদের অর্থ খরচ করে অস্থায়ী জেটি তৈরি করছে?

এই প্রশ্নের জবাবে টিম ওয়েলবার্গ বলেন, সেখানে জেটি বানানো উচিত হয়নি। সেখানে মানবিক সহায়তার জন্য একটি পয়সাও খরচ করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। উল্টো বলেন, গাজার অবস্থা নাগাসাকি ও হিরোশিমার মতো অবস্থা হওয়া উচিত। দ্রুত সবকিছু করা হোক।

তবে এই আইনপ্রণেতা গাজায় সত্যিকারের পারমাণবিক হামলার কথা বলেননি বলে দাবি করেছেন। এর বদলে সেখানে রূপক অর্থ ব্যবহার করেছেন বলেও দাবি করেছেন তিনি।

এই আইনপ্রণেতা আরও বলেছেন, তিনি চান রাশিয়া ও ইউক্রেনেও একই পদ্ধতি ব্যবহার করা হোক। এতে দ্রুত যুদ্ধ শেষ হয়ে যাবে এবং সাধারণ মানুষ পরিত্রাণ পাবেন।

গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাব দিতে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ ৬ মাসের এই হামলায় উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৩ হাজারে। এমন পরিস্থিতিতেও যুদ্ধবিরতিতে না গিয়ে, নতুন করে রাফাহ সীমান্তে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ 

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা : ভারতের সেনাপ্রধান

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

১০

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

১১

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

১২

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

১৩

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

১৪

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

১৫

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

১৬

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

১৭

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

১৮

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

১৯

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

২০
X