কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ১১:২৯ এএম
আপডেট : ০১ মে ২০২৪, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের নিয়ন্ত্রণে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, কয়েক ডজন গ্রেপ্তার

হ্যামিল্টন হল দখলমুক্ত করতে পুলিশের অভিযান। ছবি : বিবিসি
হ্যামিল্টন হল দখলমুক্ত করতে পুলিশের অভিযান। ছবি : বিবিসি

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দখলে নেওয়া ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। এ সময় কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

রয়টার্স জানায়, বর্তমানে ক্যাম্পাস থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে বিপুল পুলিশ অবস্থান নিয়েছে। নতুন করে কাউকে জড়ো হতে দেওয়া হচ্ছে না।

গত মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে পুলিশের বিশাল বহর একাডেমিক ভবন হ্যামিল্টন হলে প্রবেশ করে। ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিক্ষোভকারীরা এ একাডেমিক ভবনটি দখলে নিয়েছিল।

বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, দুই ঘণ্টারও কম সময়ের অভিযানে হ্যামিল্টন হল থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় কেউ আহত হয়নি বলেও জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ১৭ মে পর্যন্ত নিউ ইয়র্ক পুলিশ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে। তারা নতুন করে বিক্ষোভ বা ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অবস্থান প্রতিহত করবে। ক্যাম্পাসকে আর অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না।

এর আগে দাঙ্গার ব্যাপক প্রস্তুতি নিয়ে পুলিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। তারা উত্তেজিত জনতার ভিড় ছত্রভঙ্গ করার আধুনিক অস্ত্র, লাঠি, বিশেষ গাড়ি, এপিসি, যন্ত্রচালিত মই নিয়ে সেখানে অবস্থান নেয়। হেলমেট পরা সব সদস্যই ছিলেন মারমুখী।

ক্যাম্পাসে বিপুল পুলিশ পৌঁছানোর পর রাতে ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিক্ষোভকারীদের দখলে নেওয়া একাডেমিক ভবন হ্যামিল্টন হলে ক্রেনের মতো গাড়ি থেকে মই লাগিয়ে জানালা দিয়ে একে একে তারা প্রবেশ করে।

এর প্রায় ২৪ ঘণ্টা আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভবনটিতে প্রবেশ করেন। এরপর তারা ভবনের প্রবেশপথ অবরুদ্ধ করে ভেতরে অবস্থান নেন।

গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়টিতে বিক্ষোভ শুরু হয়। গত সপ্তাহে কয়েক দফা অভিযান চালিয়ে সেখান থেকে গণগ্রেপ্তার করে পুলিশ। তবু ক্যাম্পাস ছাড়তে অস্বীকৃতি জানিয়ে তাঁবু গেড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে উত্তেজনা বাড়তে থাকে।

যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ চলছে। শিক্ষার্থীরা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

এদিকে হ্যামিল্টন হল দখলকে কেন্দ্র করে কর্তৃপক্ষের হুঁশিয়ারির পর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা যেকোনো মূল্যে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে পুলিশের এ সাঁড়াশি অভিযানের পর তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সে ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

দুবাই এয়ারশোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

টানা ৩০ দিন প্রতি রাতে জিরা ভেজানো পানি পান করলে কী হয়?

যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার তুলনায় ‘ইনজুরড’ বেশি : স্বাস্থ্য উপদেষ্টা

মোটরসাইকেল না দেয়ায় বাড়িতে পেট্রোল ও ককটেল বিস্ফোরণ যুবকের

পাকিস্তানে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক নিহত

অ্যাশেজ সিরিজ : ১০০ বছরে এমন ঘটনা এবারই প্রথম ঘটল

আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৩ হাজারেরও বেশি

১০

ভূমিকম্পে ৪ জেলায় নিহত ৭, আহত দুই শতাধিক

১১

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া

১২

৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

১৩

আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৪

ভূমিকম্প শেষে নারায়ণগঞ্জ বন্দরে তুলার গুদামে আগুন

১৫

নাকে আইফোনের তার ঢুকিয়ে ভয়াবহ প্রতারণা

১৬

কিবরিয়া হত্যায় আটক ব্যক্তির মৃত্যু, ব্যাখ্যা দিল ডিএমপি

১৭

যে ভূমিকম্পে পরিবর্তন হয়ে যায় পৃথিবীর ঘূর্ণনগতি

১৮

ভূমিকম্পে দুর্ঘটনা সম্পর্কিত যোগাযোগের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

১৯

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

২০
X