কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাইসির মৃত্যুতে শঙ্কা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের

ইরানের নিহত প্রেসিডেন্ট রাইসি ও যুদ্ধাস্ত্র। ছবি : সংগৃহীত
ইরানের নিহত প্রেসিডেন্ট রাইসি ও যুদ্ধাস্ত্র। ছবি : সংগৃহীত

জীবিত ইব্রাহিম রাইসির চেয়ে মৃত ইব্রাহিম রাইসি অনেক বেশি ভয়ংকর। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর তা হাড়ে হাড়ে উপলব্ধি করেছিল যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যের নিজেদের সবচেয়ে বড় শত্রু দেশের শীর্ষ নেতার মৃত্যুতে জো বাইডেনের মনে ভয় ধরে গিয়েছিল। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা, এতটাই ভয় পেয়েছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কি না, সেই আশঙ্কা পেয়ে বসেছিল তাদের।

আজারবাইজানের সঙ্গে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার।

প্রকাশ না করলেও রোববার উদ্বেগের মধ্যে কাটিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হেলিকপ্টার খুঁজতে যখন উদ্ধার অভিযান চলছিল, তখন ‘আপডেটের’ অপেক্ষায় ছিলেন তারা। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এই ঘটনা মধ্যপ্রাচ্যের গতিপথ বদলে দিতে পারে।

পলিটিকো জানিয়েছে, ১২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধারকারীরা কোনো তথ্য দিতে না পারায়, মার্কিন কর্মকর্তারা পর্যবেক্ষণ করছিলেন কে কী বলে।

নাম প্রকাশ না করার শর্তে তিনজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, এ ঘটনার জন্য ইরান তাদের দায়ী করে কি না, তা জানার জন্য মুখিয়ে দিলেন তারা। প্রাথমিক ধারণা অনুযায়ী, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

যদিও মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করতে পারে ইরান। একজন কর্মকর্তা এমনও আশঙ্কা প্রকাশ করেন, কিছু সময়ের এমন মনে হয়েছিল, এ ঘটনাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হবে?

যুক্তরাষ্ট্র কতটা ভয় পেয়েছিল সোমবার তার একটা নমুনা পাওয়া যায়। এদিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাফ জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই।

জানা গেছে, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছিল ইরান। কিন্তু তেহরানকে হতাশ করে যুক্তরাষ্ট্র।

এ নিয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলবেন না। তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল বলে নিশ্চিত করেন।

কয়েক সপ্তাহ আগে সিরিয়ায় ইরানি মিশনের ওপর হামলার ঘটনায় ইসরায়েলে ৩০০-র বেশি মিসাইল ছুঁড়েছিল তেহরান। তাই রাইসির মৃত্যুর ঘটনার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরান হামলা চালিয়ে বসে কি না, তা নিয়ে আশঙ্কায় ছিলেন মার্কিন কর্মকর্তারা। সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া কেবলমাত্র সময়ের ব্যাপার ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের অফিসে হামলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নিন্দা

খুবিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো দুদিনব্যাপী ভর্তি পরীক্ষা

হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সম্পাদক মুজাহিদ শুভ

আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারাতে চাই না : মান্নান

সবজির দামে ভাটা, পেঁয়াজে পতন

ছোট ফেনী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আবদুল আউয়াল মিন্টু

দুই যুবক নিহতের ঘটনায় পুলিশ বক্স ভাঙচুর-অগ্নিসংযোগ

হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে : ইশরাক হোসেন

গোপালগঞ্জে জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে ‘শহীদ হাদি চত্বর’

‘নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হেনস্তা মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত’

১০

ওসমান হাদির মৃত্যু / আজ যা যা ঘটল

১১

হাদিকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট যুবকের, যা করল ছাত্র-জনতা

১২

ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার তদন্ত চায় জামায়াত

১৩

জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

১৪

আলজাজিরার বিশ্লেষণ / হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত

১৫

ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত

১৬

সিদ্ধান্ত পাল্টালেন সেই বিএনপি প্রার্থী

১৭

হাদির হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের উদ্বেগ, যে আহ্বান জানালেন ভলকার টুর্ক

১৮

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা

১৯

হাদির বিক্ষোভ মিছিল শেষে বাসের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত

২০
X