ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তির সম্ভাবনা হুমকির মুখে ফেলা একটি সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
শুক্রবার দেওয়া ওই নিষেধাজ্ঞার ঘোষণায় ওয়াশিংটন বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে দিনাতিপাত করা বেসামরিক নাগরিকদের জন্য যে মানবিক সহায়তা পাঠানো হয়েছিল, সেসব গাড়িবহরে হামলার ঘটনায় ওই সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্যদের সঙ্গে সংশ্লিষ্ট ওই সংগঠনটির নাম টিসাভ-৯।
ওয়াশিংটন জানিয়েছে, গাজা উপত্যকায় টিসাভ-৯ এর সদস্যরা মানবিক ত্রাণ সহায়তাবাহী গাড়ি আটক, হয়রানি এবং ত্রাণ ধ্বংস করায় সংগঠনটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ১৩ মে টিসাভ-৯ এর সদস্যরা পশ্চিম তীরের হেবরন শহরের কাছে ত্রাণ সহায়তা বহনকারী দুটি ট্রাকে লুটপাট চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। পরে ইসরায়েলি বাহিনী এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায়।
টিসাভ-৯ ছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট উগ্রপন্থি ইহুদিরা গাজায় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার ত্রাণ সরবরাহ কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।
এর আগে ফেব্রুয়ারিতে পশ্চিম তীরের সহিংসতায় ঘটনায় জড়িত ইসরায়েলিদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই আদেশের অধীনে টিসাভ-৯ এর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দেয় ওয়াশিংটন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিসের ওয়েবসাইটে টিসাভ-৯ সংগঠনটিকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে।
গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ৮ মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এই হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় উপত্যকায় তৈরি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা করে হামাসের শত শত যোদ্ধা। একই সঙ্গে আরও ২০০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা। পরে ওই দিনই গাজায় পুরোমাত্রার যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
মন্তব্য করুন