বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

ল্যুভর থেকে চুরি হওয়া গহনার মূল্য ১০২ মিলিয়ন ডলার

উদ্ধার হওয়া নিয়ে শঙ্কা
ল্যুভর থেকে চুরি হওয়া গহনার মূল্য ১০২ মিলিয়ন ডলার

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে গত রোববার দিনদুপুরে অবিশ্বাস্য কায়দায় চুরি হওয়া অলংকারের বাজারমূল্য প্রায় ৮ কোটি ৮০ লাখ ইউরো বা ১০২ মিলিয়ন ডলার। এটি প্রায় ১ হাজার ২৪৭ কোটি টাকার সমান (১ ইউরো সমান ১৪১ টাকা হিসাবে)।

জাদুঘরের কিউরেটরের বরাত দিয়ে ফ্রান্সের একজন সরকারি কৌঁসুলি এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।

সরকারি কৌঁসুলি লোর বেকো আরটিএল রেডিওকে বলেন, অলংকারগুলোর দামের অঙ্ক ‘অনেক বড়’। তবে অর্থমূল্যের চেয়ে এ ঘটনায় ফ্রান্সের ইতিহাস-ঐতিহ্যের ক্ষতি অনেক বেশি।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে আছে রাজকীয় অলংকার ও মূল্যবান উপহার। দুই নেপোলিয়ন সম্রাট তাদের স্ত্রীদের অলংকারগুলো উপহার দিয়েছিলেন। সারা বিশ্বে জাদুঘরের মধ্যে ল্যুভরেই সবচেয়ে বেশি দর্শনার্থীর ভিড় হয়। স্থানীয় সময় গত রোববার সকালে জাদুঘর খোলার কিছুক্ষণের মধ্যে চোরেরা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে ৮ মিনিটের কম সময়ে জানালা কেটে জাদুঘরে ঢুকে কাচের বাক্সে রাখা অলংকার হাতিয়ে মোটরবাইকে করে পালিয়ে যায়।

বিশেষজ্ঞদের আশঙ্কা, চুরি যাওয়া অলংকার হয়তো এরই মধ্যে অনেক দূরে চলে গেছে। তবে কৌঁসুলি লোর বেকো আশা প্রকাশ করে বলেছেন, চুরি যাওয়া অলংকারের মূল্য ঘোষণার পর হয়তো চোরেরা দ্বিতীয়বার ভাববে এবং অলংকারগুলো হয়তো নষ্ট করবে না। তিনি আরও বলেন, চোরেরা যদি ওই অলংকারগুলো গলিয়ে ফেলার কথা ভাবে, তবে সেটা খুবই খারাপ পরিকল্পনা হবে। কারণ, অলংকারগুলো গলিয়ে ফেললে তারা তেমন দাম পাবে না, লাভও হবে না।

চোরেরা যে অলংকারগুলো চুরি করে নিয়ে গেছে, তার মধ্যে আছে হিরা ও পান্না দিয়ে তৈরি একটি কণ্ঠহার। সম্রাট নেপোলিয়ন তার স্ত্রীকে এটি উপহার দিয়েছিলেন। আছে তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সাম্রাজ্ঞী উজিনির একটি টিয়ারা। চুরি যাওয়া আরও কয়েকটি অলংকারের মধ্যে আছে রানি মেরি-অ্যামেলির মালিকানায় থাকা একাধিক অলংকার।

চোরেরা যে পথে পালিয়ে গেছে, সেখানে তদন্ত কর্মকর্তারা একটি মুকুট পড়ে থাকা অবস্থায় পেয়েছেন। খুব সম্ভবত চোরেরা তাড়াহুড়া করে পালিয়ে যাওয়ার সময় সেটি পড়ে যায়। মুকুটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখোশ পরা চারজন চোর জাদুঘরের অ্যাপোলো গ্যালারির সিন নদীর দিকে মুখ করা একটি বারান্দা দিয়ে ভেতরে ঢোকে। এজন্য তারা ট্রাকের ওপর থাকা মেকানিক্যাল লিফট (ভাঁজ করা যায়—এমন একধরনের মই) ব্যবহার করে।

চার চোরের মধ্যে দুজন ভবনের প্রথম তলার একটি কাচের জানালা ব্যাটারিচালিত ডিস্ক কাটার দিয়ে কেটে জাদুঘরে প্রবেশ করে। এরপর তারা ভেতরে থাকা নিরাপত্তারক্ষীদের হুমকি দিয়ে বের করে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিভার ক্যানসারে ভুগছেন দীপিকা

অবসর নিয়ে এবার বিস্ফোরক তথ্য জানালেন সাকিব!

যে দেশে প্রথমবার ধরা পড়ল মশা

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

৩১ দফা দেশের জনগণের মুক্তির রূপরেখা : রাশেদ

মা হারালেন শাওন

দাদিকে গলা কেটে হত্যা করল নাতি

জাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

আফ্রিকান বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, সেরা দশে আছেন যারা

আ.লীগ নেতা তুহিন গ্রেপ্তার

১০

স্কুইড গেম অভিনেতার নাম ভাঙিয়ে ৪ কোটি টাকার প্রতারণা

১১

খুচরা দলের হিসাব করার সময় বিএনপির নেই : শাহ্ নাওয়াজ

১২

জাদুঘর থেকে কোটি টাকার স্বর্ণ চুরি, নারী গ্রেপ্তার

১৩

সিরিজ জিতলে বা হারলে র‌্যাংকিংয়ে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের

১৪

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ হচ্ছে আজ

১৫

বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেল ২ জনের

১৬

শিঙাড়া নিয়ে ঝগড়া, তলোয়ারের কোপে কৃষকের মৃত্যু

১৭

হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাগর গ্রেপ্তার

১৮

সিরিজ নির্ধারণী ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

১৯

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

২০
X