

ছয় দিনের জন্য তুরস্ক ও লেবানন সফরে যাবেন ভ্যাটিকান সিটিতে সদ্য নির্বাচিত পোপ লিও চতুর্দশ। এ পদে আসীন হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। আজ থেকে ছয় দিনের বিদেশ সফরে ঐক্য ও শান্তির বার্তা প্রচার করবেন ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ এ ধর্মীয় নেতা। তুরস্ক মুসলিমপ্রধান দেশ হলেও লিও ইস্তানবুল সফরে গিয়েছেন ভিন্ন কারণে। দেশটিতে আছেন অর্থডক্স চার্চের আধ্যাত্মিক নেতা ইকিউমেনিক্যাল প্যাট্রিয়ার্ক বার্থলোমিউ। খ্রিষ্টান ধর্মের পূর্ব ও পশ্চিম শাখার বিচ্ছেদ হয়েছিল ১০৫৪ সালে। এর ক্ষত মেটাতে গত কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে পোপদের তুরস্ক সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরপর রোববার যাবেন লেবানন।
মন্তব্য করুন