ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আন্তর্জাতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাশিয়াকে চাপ দিয়ে যেতে হবে বিশ্বের। রাশিয়ায় ওয়াগনারের বিদ্রোহ নিয়ে জেলেনস্কি-বাইডেনের ফোনালাপের সময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে এ কথা বলেন। গত রোববার তাদের মধ্যে এ ফোনালাপ হয়। ফোনালাপ নিয়ে পরে টুইট করে জেলেনস্কি বলেন, ‘আমি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছি। ইতিবাচক ও অনুপ্রেরণামূলক আলোচনা হয়েছে।’ ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরও সহায়তা নিয়েও এ সময় বাইডেনের সঙ্গে আলোচনা হয় বলে জানান তিনি।
মন্তব্য করুন