অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে এবার টান পড়েছে সেনাবাহিনীর জ্বালানিতে। এমন পরিস্থিতিতে চলতি বছর ডিসেম্বর পর্যন্ত সব ধরনের সামরিক অনুশীলন স্থগিত ঘোষণা করেছে তারা। দেশটির সেনাবাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে ইউরেশিয়ান টাইমস এ কথা জানায়।
খবরে বলা হয়, সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরে ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ট্রেইনিংয়ের কার্যালয় থেকে তাদের সব আঞ্চলিক দপ্তর এবং অন্যান্য ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়। এতে বলা হয়েছে, ডিসেম্বর পর্যন্ত সব ধরনের যুদ্ধ প্রস্তুতি এবং অনুশীলন বাতিল করা হয়েছে। এর প্রাথমিক কারণ হিসেবে ‘রিজার্ভ জ্বালানি’ এবং প্রয়োজনীয় লুব্রিকেন্টের অভাবকে উল্লেখ করা হয়েছে। এদিকে গত শুক্রবার ৩ বিলিয়ন ডলার ঋণের জন্য আইএমএফের সঙ্গে প্রাথমিক চুক্তি করেছে পাকিস্তান। এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান আইএমএফ থেকে শিগগির চুক্তির আনুষ্ঠানিক নথি পাবে।
মন্তব্য করুন