বশির হোসেন, খুলনা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

খুলনায় ডেঙ্গু মোকাবিলায় উদ্যোগ নেই

শঙ্কায় নগরবাসী
খুলনায় ডেঙ্গু মোকাবিলায় উদ্যোগ নেই

খুলনায় মশাবাহিত রোগ ডেঙ্গু মোকাবিলায় তেমন কোনো উদ্যোগ নেই স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়নি আলাদা কোনো ওয়ার্ড। উল্টো স্থবিরতা দেখা দিয়েছে মশা নিধন কার্যক্রমে। নগরীতে এডিস মশার লার্ভা শনাক্তের উদ্যোগ নেয়নি সিটি করপোরেশনও। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ে শঙ্কিত নগরবাসী।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুধু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই গত এক মাসে ১৩৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। যেখানে চলতি বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা নিয়েছে মাত্র ২৩৫ জন। আর মৃত্যু হয়েছে পাঁচজনের। এদিকে খুলনা জেলায় গত এক মাসে ডেঙ্গু রোগীর চিকিৎসা নিয়েছে ১৭৫ জন।

খুলনার ডেঙ্গু রোগীদের প্রধান চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে আলাদা কোনো ডেঙ্গু ওয়ার্ড নেই। মেডিসিনের প্রতিটি ওয়ার্ডে দুটি সংরক্ষিত বেডের মাধ্যমে তাদের সেবা দেওয়া হয়। এ ছাড়া সরেজমিন হাসপাতালটিতে ঘুরে বারান্দা ও মেঝেতে অনেক ডেঙ্গু রোগী দেখা যায়।

রোগী ও তাদের স্বজনরা জানান, আলাদা ওয়ার্ড চালু না করায় অন্য রোগীদের সঙ্গেই ডেঙ্গু রোগীদের রাখা হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। কারণ আক্রান্ত কাউকে কামড়ানোর পর সেই মশা কোনো সুস্থ মানুষকে কামড়ালে কিছু ক্ষেত্রে তারও ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে হাসপাতালটিতে এক সপ্তাহের বেশি সময় ধরে ডেঙ্গু পরীক্ষার প্রাথমিক কিট নেই। কবে আসবে তা-ও নিশ্চিত করে বলতে পারছে না। এতে হাসপাতাল থেকে ডেঙ্গু পরীক্ষা ব্যাহত হচ্ছে।

সুহাস রঞ্জন হালদার বলেন, রোগীর চাপ এখনো সহনশীল আছে, সে কারণে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করার বিষয়ে পরিকল্পনা নেই। ডেঙ্গু পরীক্ষার কিট নেই বর্তমানে। চাহিদা দেওয়া আছে। আশা করি, শিগগিরই চলে আসবে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে বারবার এডিস মশার বংশ বিস্তার রোধকে গুরুত্ব দেওয়া হলেও খুলনার স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের কার্যক্রমে ধীরগতি ও ক্ষেত্রবিশেষ স্থবিরতা চলছে। এ কারণে মশার প্রজনন বেড়েছে। এ ছাড়া নগরীতে এডিস মশার লার্ভা শনাক্তের কোনো উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। কোনো এলাকায় মশার বংশ বিস্তার কেমন কিংবা লার্ভা বেশি কি না, সে বিষয়ে ধারণা নেই সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের।

এ ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বৃষ্টির কারণে এখন মশা নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড ওষুধ দেওয়া হচ্ছে না। কারণ, এগুলো দিলে তা বৃষ্টির পানিতে ধুয়ে যাবে। তবে এখন ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা মারা হচ্ছে। বৃষ্টি কমলে লার্ভিসাইড ও এডাল্টিসাইড দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম পানি নাকি ঠান্ডা পানি, কোনটা খাবেন

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন চলছে

৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

সরকারি আবাসন পরিদপ্তরে বড় নিয়োগ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

আজ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী

খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক : কবীর ভূইয়া

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

১০

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

১১

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

১২

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

১৩

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

১৪

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

১৫

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

১৬

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

১৭

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১৮

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১৯

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

২০
X