কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৩:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে সুষ্ঠু ভোটে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান : জন কিরবি

জন কিরবি। ছবি: সংগৃহীত
জন কিরবি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত সোমবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সমন্বয়কারী (স্ট্র্যাটেজিক কমিউনিকেশন) জন কিরবি তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে ছয় কংগ্রেস সদস্যের চিঠি দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে

জন কিরবি বলেন, ওই চিঠির বিষয়ে তারা অবগত। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়ে তাদের অবস্থান দৃঢ়।

তিনি আরও বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে সম্প্রতি থ্রি সি ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের ভিসা দেওয়া হবে না।

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে যা বললেন বেদান্ত প্যাটেল : স্থানীয় সময় গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত সংবাদ সম্মেলনে সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, “আমি অন্য কোনো দেশের নির্বাচনের ফলাফল নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলব না। আমি শুধু বলব, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্রের প্রচার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং গণমাধ্যম সবাই আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। সেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সমর্থনে যুক্তরাষ্ট্র একটি নতুন নীতি ঘোষণা করেছে, যার অধীনে বাংলাদেশের বর্তমান বা সাবেক কর্মকর্তা, সরকারপন্থি বা বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং বাংলাদেশে ‘গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার’ জন্য দায়ী বা জড়িত বলে মনে করা হয়—এমন ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু করতেই নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। এ নীতি নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির জন্য নয়।

এ সময় বেদান্ত প্যাটেলের কাছে জানতে চাওয়া হয়, ছয় কংগ্রেসম্যানের চিঠি ও ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে এর প্রভাব নিয়ে। জবাবে প্যাটেল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করতে চাওয়ার ব্যাপারে বাইডেন প্রশাসনের আগ্রহের কথা বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখের বেশি ওয়ার্ক পারমিট দিয়েছে ক্রোয়েশিয়া

বছিলা অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মের মশা নিধন কার্যক্রম শুরু

আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিলের আহ্বান টিআইবির

সেই পাইক্রফটই পাকিস্তান ম্যাচের রেফারি

এবারের দুর্গাপূজা আরও উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র

দুর্গাপূজা উপলক্ষে বিএনপি মহাসচিবের বিবৃতি

চট্টগ্রামে অগ্নিদগ্ধদের শ্বাসনালি পুড়ে গেছে, ৪ জনকে পাঠানো হলো ঢাকায়

চাকসু ও হল সংসদ নির্বাচন / ২৩২ পদে মনোনয়নপত্র নিলেন ১১৬২ প্রার্থী

অবশেষে কমলো স্বর্ণের দাম

১০

জবানবন্দিতে নাহিদ ইসলাম / রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অপমানজনক 

১১

রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

১২

ব্যবহারকারীদের ক্ষতিপূরণের অর্থ দিচ্ছে ফেসবুক, কারা পাবেন?

১৩

অবশেষে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

১৪

চাকসু নির্বাচনে লড়বেন ভিপি সাদিক কায়েমের ছোট ভাই

১৫

ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করার ১০ কৌশল

১৬

শিক্ষার্থীদের সঙ্গে ইজিবাইক চালকদের সংঘর্ষ

১৭

খুলনায় বিএনপি নেতার বাড়িতে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি পারভেজ মল্লিকের

১৮

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

মোদি কি এবার রাজনীতি থেকে অবসর নেবেন? 

২০
X