জাকির হোসেন লিটন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

বেপরোয়াদের প্রার্থিতা বাতিলের পথে ইসি

সুষ্ঠু ভোটের স্বার্থে কঠোর হওয়ার সিদ্ধান্ত
নির্বাচন কমিশন ভবন।
নির্বাচন কমিশন ভবন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ব্যাপক তৎপরতা চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ। কারণ দর্শাও নোটিশের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থীকে তলব করা হয়েছে। শুরুতে শুধু সতর্ক করা হলেও পর্যায়ক্রমে বেড়েছে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রবণতা। মাঠ পর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে কোনো কোনো প্রার্থীর বিরুদ্ধে মামলাও করছে কমিশন। তবে এত কিছুর পরও থামছে না আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা। একাধিকবার সতর্ক করার পরও কেউ কেউ তা গায়ে মাখছে না। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো উপায়ে তাদের থামাতে চায় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে প্রথমবারের মতো প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি। অতি বেপরোয়া কয়েকজনের প্রার্থিতা বাতিলের বিষয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে বলে একাধিক সূত্রে আভাস পাওয়া গেছে।

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা চৌধুরী বলেছেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে নির্বাচন কমিশন জরিমানা ও প্রার্থিতা বাতিল করতে পারে। যারা অস্থিতিশীল অবস্থা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন করবেন, তাদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। গতকাল শনিবার সিরাজগঞ্জে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সূত্র জানায়, দেশের বিভিন্ন জায়গায় দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সহিংস হয়ে উঠেছে ভোটের পরিবেশ। এসব ঘটনায় ইতিমধ্যেই দুজন নিহত ও বহুসংখ্যক আহত হয়েছেন। এ পরিস্থিতিতে চরম উদ্বিগ্ন নির্বাচন কমিশন। ভোটের দিন পর্যন্ত সহিংসতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। এ প্রেক্ষাপটে কমিশনের করণীয় নিয়ে গতকাল শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে তিনজন কমিশনারের উপস্থিতিতে অনির্ধারিত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান এতে অংশ নেন। আর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও কমিশনার রাশেদা বেগম ঢাকার বাইরে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশনারদের ওই বৈঠকে নির্বাচনী পরিবেশ নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর করণীয় নিয়ে আলোচনা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেপরোয়া প্রার্থীদের লাগাম টানতে কয়েকজনের প্রার্থিতা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এই তালিকায় রয়েছেন বরগুনা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি আব্দুল হাই, চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার ও মাদারীপুর-৩ আসনের প্রার্থী আব্দুস সোবহান গোলাপসহ কয়েকজন। মাঠ পর্যায়ে আরও কিছু তথ্য-উপাত্ত সংগ্রহের পরই তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে যাবে কমিশন। কয়েক জনের বিরুদ্ধে ইতোমধ্যেই কয়েক দফা শোকজ ও মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘হেভিওয়েট-লাইটওয়েট বলে কেউ নেই। বিধি লঙ্ঘন ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আজকের (গতকাল) বৈঠকে আমরা কিছু কঠোর সিদ্ধান্তের আলোচনা করেছি। আরও কিছু তথ্য চেয়েছি। তথ্য পেলেই প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্তে চলে যাব আমরা।’

সূত্র জানায়, বৈঠকে সারা দেশে নির্বাচন পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনে সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কমিশনাররা। বিশেষ করে নির্বাচন কমিশন ও অনুসন্ধান কমিটির সিদ্ধান্তকে বারবার বৃদ্ধাঙ্গলি দেখানো কয়েকজন প্রার্থী সম্পর্কে বিশদ আলোচনা হয়। মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় কি হতে পার—তা নিয়ে কমিশনাররা তাদের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। এ সময় প্রত্যেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ অস্ত্র হিসেবে প্রার্থিতা বাতিলের ক্ষমতা ব্যবহারের পক্ষে মত দেন। অতি বেপরোয়াদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হলে এলাকায় প্রভাব বিস্তার ও আইন অমান্য করা এবং ভোটের পরিবেশ নষ্ট করা অন্য প্রার্থীরাও নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবেন বলে তাদের মত। প্রধান নির্বাচন কমিশনার ঢাকায় ফিরলে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরুর আগেই সারা দেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের হিড়িক পড়ে প্রার্থীদের। শুরুতে কমিশন এ ব্যাপারে নীরবতা পালন করলেও নানা মহলে সমালোচনার মুখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে ইসি। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ইতিমধ্যেই বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি গতকাল পর্যন্ত অন্তত ২১৫ জন প্রার্থী ও তাদের সমর্থককে শোকজ করেছে। কারণ দর্শানোর জন্য তলব করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র অনেক হেভিওয়েট প্রার্থীকে। এর মধ্যে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং প্রার্থীদের অনুসারীরাও রয়েছেন। এরপরও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকায় নির্বাচন কমিশন ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাই ও চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ আরও কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় কমিশন।

ঝিনাইদহ-১ আসনের প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে ইতোমধ্যেই দুটি মামলা হয়েছে। আরও চারটি মামলা করার সুপারিশ রয়েছে তার বিরুদ্ধে। ওই আসনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় শৈলকূপা ও হরিণাকুণ্ড থানার ওসিকে প্রত্যাহার করেছে ইসি। এরপরও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ওপর আব্দুল হাইয়ের সমর্থকদের নৃশংসতা অব্যাহত রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে শোকজ, তলব ও জরিমানার পরও থামানো যাচ্ছে না। বারবার অনুসন্ধান কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাব বিস্তার অব্যাহত রেখেছেন তিনি। তার বিরুদ্ধে তিনটি মামলার প্রক্রিয়া চলমান। এরপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ক্ষমতাসীন দলের এই প্রার্থীকে।

চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান গত ৩০ নভেম্বর শোডাউন করে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের গালাগাল ও মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে নির্দেশ দেয় ইসি।

সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরসহ ভোটারদের হুমকি-ধমকির ঘটনায় কুমিল্লা-৬ আসনের এমপি ও আওয়ামী লীগ প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহারকে তিন দফা শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এরপরও তিনি এলাকায় ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আচরণবিধি লঙ্ঘের অভিযোগে মাদারীপুর-৩ আসনের প্রার্থী আব্দুস সোবহান গোলাপকে ডেকে সতর্ক করে অনুসন্ধান কমিটি। গতকাল তার কর্মীদের হামলায় এসকেন্দার খাঁ নামে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক কর্মী নিহত হন।

জানা গেছে, বাগে আনতে না পারা এসব প্রার্থীদের মধ্যে কারও কারও প্রার্থিতা বাতিল করার মতো বড় ধরনের সিদ্ধান্তের দিকে যেতে পারে নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

১১

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

১২

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

১৩

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

১৪

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

১৫

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৬

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

১৭

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

১৮

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

১৯

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

২০
X