শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
ডা. ফরিদুল আলম
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

হাইপোথাইরয়েডিজম: যে জ্ঞান প্রয়োজন

হাইপোথাইরয়েডিজম: যে জ্ঞান প্রয়োজন

থাইরয়েড গ্রন্থি হলো একটি প্রজাপতি আকৃতির অন্তঃস্রাবী গ্রন্থি যা সাধারণত ঘাড়ের সামনের দিকে থাকে। এটি থাইরয়েড হরমোন, টেট্রা-আয়োডো-থাইরোনিন (T4) এবং ট্রাই-আয়োডো-থাইরোনিন (T3) তৈরি করে। থাইরয়েড হরমোন শরীরকে শক্তি ব্যবহার করতে, উষ্ণ থাকতে এবং মস্তিষ্ক, হৃৎপিণ্ড, পেশি এবং অন্যান্য অঙ্গকে কাজ করতে সাহায্য করে। এটি মাতৃগর্ভে মস্তিষ্ক এবং শারীরিক গঠন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রোগী কীভাবে বুঝবেন যে তিনি হাইপোথাইরয়েড রোগে ভুগছেন : থাইরয়েড হরমোনের মাত্রা কম হলে, শরীরের কোষে পর্যাপ্ত থাইরয়েড হরমোন থাকে না এবং শরীরের বিপাকীয় কার্যকলাপও কম হয়। রোগীরা তখন ঠাণ্ডা ও ক্লান্তি অনুভব করেন। তাদের তন্দ্রাচ্ছন্নতা বৃদ্ধি পায়, কম ক্ষুধা, ত্বক শুষ্কতা, ভুলে যাওয়া, হতাশাগ্রস্ত এবং কোষ্ঠকাঠিন্য হতে শুরু করে। লক্ষণগুলো পৃথক পৃথক রোগীর জন্য আলাদা হতে পারে। হাইপোথাইরয়েডিজম-এ TSH সাধারণ রক্ত পরীক্ষা দ্বারা নিশ্চিত করা হয়। পরবর্তী সময়ে রোগীর আরও নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং পরিবারের সদস্যদের জানাতে হবে। যেহেতু থাইরয়েড রোগটি বংশ পরম্পরায় হয়, তাই আত্মীয়স্বজনদের হাইপোথাইরয়েডিজম ব্যাপারে ব্যাখ্যা করুন এবং পর্যায়ক্রমে TSH পরীক্ষা করতে উৎসাহিত করুন।

রোগের পরিণতি : হাইপোথাইরয়েডিজম সাধারণত নিরাময়যোগ্য নয়, বেশিরভাগ রোগীর সারা জীবনের জন্য এটি থাকে। ভাইরাল থাইরয়েডাইটিসে আক্রান্ত রোগীদের থাইরয়েডের কার্যকারিতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। গর্ভাবস্থার পর থাইরয়েডাইটিসে আক্রান্ত কিছু রোগীর ক্ষেত্রে এমন হতে পারে। নিয়মিত ওষুধ (থাইরক্সিন ট্যাবলেট) সেবন করে এবং ডাক্তারের পরামর্শ মেনে হাইপোথাইরয়েডিজমের মারাত্মক প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব এবং পরিবারের অন্য সদস্যদের মতো তার জীবনমান স্বাভাবিক থাকে।

কারণ : অটোইমিউন থাইরয়েড ডিজিজ (AIT) - ইমিউন সিস্টেম শরীরকে আক্রমণকারী থেকে রক্ষা করে, কিন্তু এটি কোনো সময় থাইরয়েড গ্রন্থি কোষ বা তাদের এনজাইমগুলোকে আক্রমণকারী হিসেবে ভুল করতে পারে এবং তাদের আক্রমণ করতে পারে। ফলস্বরূপ, থাইরয়েড কোষগুলো অসুস্থ হয়ে পড়ে এবং পর্যাপ্ত হরমোন তৈরি করতে পারে না। এআইডির সবচেয়ে সাধারণ রূপ হলো Hashimoto’s thyroiditis এবং atrophic thyroiditis। এই এআইডি হাইপোথাইরয়েডিজমের কারণ হতে পারে।

থাইরয়েড ক্যান্সার বা গ্রেভস রোগের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থির অংশ বা সব অস্ত্রোপচার মাধ্যমে অপসারণের প্রয়োজন হতে পারে। যদি পুরো থাইরয়েড অপসারণ করা হয়, তাহলে মানুষ অবশ্যই হাইপোথাইরয়েড হয়ে যাবে। যদি গ্রন্থিটির কিছু অংশ অবশিষ্ট থাকে, তবে এটি রক্তের মাত্রা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত থাইরয়েড হরমোন তৈরি করতে সক্ষম হতে পারে বা নাও পারে। সাধারণত গ্রেভস ডিজিজ, নোডুলার গলগণ্ড বা থাইরয়েড ক্যান্সারের জন্য বিকিরণ চিকিৎসার প্রয়োজন হয়। তেজস্ক্রিয় আয়োডিন (ও-১৩১) ব্যবহার করে থাইরয়েড গ্রন্থি ধ্বংস করা হয়।

জন্মগত হাইপোথাইরয়েডিজম (হাইপোথাইরয়েডিজম যা একটি শিশুর জন্মের সঙ্গে হয়)। কিছু শিশু থাইরয়েড ছাড়া বা আংশিকভাবে থাইরয়েড নিয়ে জন্মগ্রহণ করে। অ্যামিওডেরন, লিথিয়াম, ইন্টারফেরন আলফা এবং ইন্টারলিউকিন-২-এর মতো ওষুধগুলো থাইরয়েড গ্রন্থিকে স্বাভাবিকভাবে হরমোন তৈরি করতে সক্ষম হতে বাধা দিতে পারে। অতিরিক্ত আয়োডিন গ্রহণের ফলে হাইপোথাইরয়েডিজম হতে পারে। এমন ওষুধ গ্রহণ করলে চিকিৎসকে অবহিত করতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া ও পরিণতি : রোগী যদি ডোজ কম গ্রহণ করে তবে হাইপোথাইরয়েডিজম চলতে থাকবে। যদি খুব বেশি গ্রহণ করে তবে হাইপারথাইরয়েডিজমের লক্ষণগুলো বিকাশ করবে। অত্যধিক থাইরয়েড হরমোনের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো ক্লান্তি, ঘুমাতে না পারা, বেশি ক্ষুধা লাগা, নার্ভাসনেস, নড়বড়ে হওয়া, গরমবোধ করা এবং দুর্বল পেশির কারণে ব্যায়াম করতে সমস্যা, শ্বাসকষ্ট ও বুক ধড়ফড় করা। থাইরক্সিন রিপ্লেসমেন্ট থেরাপি চলাকালীন যে কোনো সময় হাইপারথাইরয়েডের লক্ষণ দেখা দিলে তাদের TSH পরীক্ষা করা উচিত। যদি TSH কম হয়, তা অত্যধিক থাইরয়েড হরমোন নির্দেশ করে, তাদের ডোজ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কম করা দরকার।

লেখক : উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের সুখবর পেলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা

ভয়াবহ পরিস্থিতি, বিশেষ দোয়া চাইলেন মুসলিম নেতা

সিরিয়ায় ইরানের সাম্রাজ্যবাদী পরিকল্পনা ব্যর্থ, গোপন নথি ফাঁস

শুধু ১০০ দিনেই ওলটপালট করেছেন সব

এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা

শ্বশুরবাড়ি থেকে সাবেক কৃষিমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে ধাক্কা

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ আজ

জুমার দিন দোয়া কবুলের উত্তম সময় কখন 

১০

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

১১

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

১২

আবারও বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা

১৩

ট্রাম্পের হুঁশিয়ারি / ইরানের তেল কিনলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বন্ধ

১৪

নতুন করে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র, অপ্রতিরোধ্য ইয়েমেন

১৫

রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু

১৬

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

১৭

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

১৯

০২ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X