কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৭:২৯ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

গাজার শিশুদের বাঁচান

গাজার শিশুদের বাঁচান

ফিলিস্তিনির গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। নারী-শিশু-চিকিৎসক ও গণমাধ্যমকর্মীসহ বেসামরিক সব শ্রেণির মানুষ শিকার হচ্ছে এ আগ্রাসনের। ৯ সপ্তাহ ধরে সর্বাত্মক অবরোধ বহাল রেখেছে ইসরায়েল। তাদের বাধায় কোনো ধরনের ত্রাণ-ওষুধ ঢুকতে পারছে না সেখানে। নিষ্পাপ শিশুরা প্রতিনিয়ত অনাহার-অপুষ্টিতে যেমন মারা যাচ্ছে; আবার মরতে হচ্ছে ইসরায়েলি সেনার বন্দুকের গুলি ও বোমার আঘাতে। অপুষ্টিতে ভোগা হাজার হাজার শিশু হাসপাতালে ভর্তি। এই মুহূর্তে ২ লাখ ৯০ হাজার শিশু খাদ্যাভাবে মৃত্যুঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিদিন স্থল অভিযান আর বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। আধুনিক সভ্য দুনিয়ায় মানবতার চরম বিপর্যয় নিঃসন্দেহে এক ন্যক্কারজনক ও কলঙ্কিত অধ্যায়।

ফিলিস্তিনির গাজায় পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে। মানবতার এ চরম বিপর্যয়ে বিশ্ববিবেক আজ চরমভাবে প্রশ্নবিদ্ধ। এ বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে সাধারণ মানুষের বিবেককে নাড়া দিয়েছে, মানুষের কণ্ঠে উঠছে আওয়াজ। তারপরও বেপরোয়া ইসরায়েল যেন থামার নয়! থামানো যে যাচ্ছে না, তার বাস্তব প্রমাণ তো দৃশ্যমান। সোমবারও ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত এবং ১২৫ জন আহত হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার বাহিনীর অভিযানে ৫২ হাজার ৫৩৫ জন নিহত এবং আহত হয় ১ লাখ ১৮ হাজার ৪৯১ ফিলিস্তিনি। পরিস্থিতি কল্পনাতীত বলে বর্ণনা করছেন সেখানকার হাসপাতালগুলোর চিকিৎসক ও জাতিসংঘ কর্মকর্তারা। বিশ্ব সংস্থাটির ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ বলছে, এ মানবিক বিপর্যয় ঠেকাতে এখনই সমন্বিত বিশ্ব উদ্যোগ জরুরি।

আমরা জানি, যে কোনো বিপর্যয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয় দুর্বলরা। অর্থাৎ শিশু-বৃদ্ধ-নারীরাই সবার আগে আক্রান্ত ও অসহায় অবস্থায় পতিত হয়। গাজায় শিশুদের অবস্থাও অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় শিশুখাদ্য, পুষ্টিকর খাবার ও মানবিক সহায়তা প্রবেশ না করায় পাঁচ বছরের কমবয়সী অন্তত সাড়ে তিন হাজার শিশু খাদ্যাভাবে আসন্ন মৃত্যুর ঝুঁকিতে। প্রায় তিন লাখ মৃত্যুর দ্বারপ্রান্তে। প্রয়োজনীয় খাবারের অভাবে শিশুমৃত্যুর হার বাড়ছে প্রতিনিয়ত। এখন পর্যন্ত অপুষ্টির কারণে ৫৭ শিশু মারা গেছে। চলছে তীব্র খাদ্যসংকট। হাসপাতালগুলোয় বর্তমানে জীবনরক্ষাকারী ওষুধের ব্যাপক সংকট। ফুরিয়ে যাচ্ছে জ্বালানিও। অভুক্ত, জীর্ণ ও আহত শিশুদের এমন দৃশ্য সত্যিই কল্পনা করা কঠিন। এমন মানবেতর পরিস্থিতিতে গাজার জন্য সেসব সহায়তা সরবরাহ মিশর ও জর্ডানে আটকে আছে, সেগুলোকেও পৌঁছতে দেওয়া হচ্ছে না। স্বভাবতই এ সরবরাহ সেখানে নিশ্চিত করা না গেলে মানবিক বিপর্যয়ের আরও অবনতি ঘটবে। এ ভয়াবহ পরিস্থিতিতে যারা ত্রাণসামগ্রী যেতে দিচ্ছে না, তারা কোন পর্যায়ের পাষণ্ড হতে পারে—তা ভাবা কঠিন। যুদ্ধজয়, ক্ষমতা, স্বার্থ কি এমনই এক রোগ যেখানে মানুষের মূল্য নেই, মানবতার মূল্য নেই, নিষ্পাপ লাখ লাখ শিশুর অনাহার অপুষ্ট অবস্থায় নিদারুণ মৃত্যুর কোনোই মূল্য নেই!

গভীর পরিতাপের বিষয়, পুরো পৃথিবী মানবতার বিরুদ্ধে এ অপরাধ দেখছে দর্শকের ভূমিকায়! আমরা মনে করি, গাজায় ইসরায়েলি বাহিনী মানবতার বিরুদ্ধে যা করছে, তা আধুনিক সভ্যতার এক নগ্নরূপ। মানবতার সঙ্গে এক পৈশাচিক তামাশা। এর দায় এড়াতে পারে না বিশ্বনেতৃত্ব। আমাদের প্রত্যাশা, দখলদারদের আগ্রাসন বন্ধে বিশ্ববিবেক জাগ্রত হবে। মনে রাখতে হবে, এ আগ্রাসন শুধু ফিলিস্তিনি নয়, বিশ্বমানবতার জন্যই হুমকির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুণ্ডরীক ধামে ফরহাদ মজহার, চিন্ময় দাসের মাকে দিলেন সান্ত্বনা

পাওনা টাকার জেরে ভ্যানচালককে হত্যা

চাঁদপুর শহরে মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে ভাতা আত্মসাৎ করছেন স্ত্রী

নাটোরের প্রবীণ সাংবাদিক পিপলু মারা গেছেন

রাবি অ্যালামনাই নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি বিএনপি-জামায়াত

ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

বিশেষ অভিযানে মোহাম্মদপুর থেকে ২০ জনকে গ্রেপ্তার

উল্টো পথে চলাচলে ডিএমপির দেড় শতাধিক মামলা

সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

অনুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার না করার সুপারিশ

১০

সিলেটে আরও এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

১১

পাকিস্তানকে চোখ রাঙিয়ে ভারতের বিশাল সামরিক মহড়া

১২

রাজধানীর নগর সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার আহ্বান

১৩

মাদকাসক্ত তরুণের হাতে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

তদন্ত কমিটির প্রতিবেদন / বিদেশমুখী শ্রমিকদের পকেট কেটেছে টিকিট সিন্ডিকেট

১৫

দেড় লাখে শিশুকন্যাকে বিক্রি করলেন বাবা

১৬

নারীবিষয়ক সংস্কার কমিশনের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান ৪৯ বিশিষ্ট নাগরিক 

১৭

কুমিল্লায় ডোবা থেকে অনুর মরদেহ উদ্ধার

১৮

চরমোনাই পীরের দলে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি

১৯

জামায়াতের নায়েবে আমির ডা. তাহের ও চীনের রাষ্ট্রদূতের মতবিনিময়

২০
X