মোহাম্মদ আনোয়ার
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

তিনি আজও ঐক্যের পথ দেখাচ্ছেন

তিনি আজও ঐক্যের পথ দেখাচ্ছেন

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যে দৃশ্যটি সবচেয়ে বেশি দৃষ্টিগোচর, তা হলো—দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে সাধারণ মানুষের গভীর মনোযোগ ও আবেগ। তিনি সক্রিয় রাজনীতিতে থাকুন বা না থাকুন, আজকের বাংলাদেশে তার শয্যাপাশে যে মানবিক সহমর্মিতার স্রোত বইছে, তা দলমত-নির্বিশেষে একটি বিরল সামষ্টিক অনুভূতির বহিঃপ্রকাশ। এই মুহূর্তে রাজনীতির তীব্র বিভাজনের মাঝেও তার সুস্থতার জন্য মানুষের প্রার্থনা যেন এক অপ্রকাশিত ঐক্যের ভাষা।

রাজনীতির ভাষা সাধারণত তীক্ষ্ণ—কখনো বিভক্ত, কখনো সংঘাতময়। কিন্তু এই কঠিন রাজনৈতিক পরিবেশেও বেগম জিয়ার প্রতি মানুষের মানবিক উদ্বেগ একটি মৌলিক সত্যকে স্মরণ করিয়ে দেয়—

বাংলাদেশ মানসিকভাবে কখনোই নিজের নেতাদের পুরোপুরি প্রত্যাখ্যান করে না; বরং সংকটে মানবিকতার মূল্যবোধই শেষ পর্যন্ত বড় হয়ে ওঠে।

ঠিক একই আবেগের অনুরণন সাড়া দেখা যাচ্ছে দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাজ্য, উত্তর আমেরিকা কিংবা মালয়েশিয়া—যেখানেই থাকুন না কেন, প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন, অনেকে স্থানীয় মসজিদে দোয়ার আয়োজন করেছেন। রাজনীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও, দেশের বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতি তাদের আবেগ সাধারণত দ্রুত প্রতিক্রিয়া তৈরি করে। খালেদা জিয়ার বর্তমান অবস্থা সেই আবেগকে নতুন করে নাড়া দিয়েছে।

অনেক প্রবাসীর কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন; বাংলাদেশের রাজনৈতিক স্মৃতির এক দীর্ঘ অধ্যায়। তাই অসুস্থতার মুহূর্তে তাদের উদ্বেগ স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব পেয়েছে। দেশে ফিরতে না পারা, দূর থেকে খবর জানতে থাকা—এই দূরত্ব তাদের অনুভূতিকে আরও প্রগাঢ় করে তুলেছে।

দেশে যেমন তাকে ঘিরে এক ধরনের মানবিক ঐক্য গড়ে উঠছে, প্রবাসেও তেমন এক নীরব সংহতি দেখা যাচ্ছে—যেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরাও একই উদ্বেগে বাঁধা এক অদৃশ্য সুতোয়।

এ মানবিক প্রতিক্রিয়াই মনে করিয়ে দেয় প্রবাসে থাকলেও বাংলাদেশের রাজনীতি, ইতিহাস এবং নেতৃত্ব—স্মৃতির সঙ্গে মানুষের আবেগী সংযোগ কখনো বিচ্ছিন্ন হয় না।

খালেদা জিয়া চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাষ্ট্ররাজনীতির কেন্দ্রে রয়েছেন। তার রাজনৈতিক যাত্রা ক্ষমতা, বিরোধিতা, আন্দোলন, কারাবাস ও দৃঢ়তার সমষ্টি। তবে আজ যেটি বেশি দৃশ্যমান—তা হলো, তার রাজনৈতিক পরিচয়ের সীমা পেরিয়ে মানুষের সহজাত সহানুভূতি।

রাজনীতির হিসাব-নিকাশে মতপার্থক্য থাকতেই পারে, মতাদর্শের সংঘর্ষও অনিবার্য। কিন্তু যখন একজন উচ্চঝুঁকির রোগী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ান, তখন সমাজের মানুষের প্রতিক্রিয়া রাজনীতির গণ্ডি ছাড়িয়ে যায়। দেশের মসজিদ, মন্দির, গির্জা—সবখানেই তার রোগমুক্তির জন্য যে প্রার্থনার স্রোত দেখা যাচ্ছে, তা একটি বৃহত্তর সামাজিক সত্যের দিকে ইঙ্গিত করে—মানুষ কখনো শুধু রাজনীতিককে দেখে না—মানুষ মানুষকেই দেখে।

এ আবেগের স্রোত শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের শ্রমনগরী থেকে ইউরোপের অভিবাসী সমাজ, উত্তর আমেরিকার প্রবাসী সংগঠন থেকে অস্ট্রেলিয়ার ডায়াসপোরা—সবখানেই একই সুর—দেশনেত্রীর সুস্থতা কামনা।

সব মিলিয়ে মানবিকতার পুনর্জাগরণের এ চিত্রটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় দেশে হোক বা হাজার মাইল দূরের প্রবাসে, খালেদা জিয়ার সুস্থতার জন্য মানুষের সমবেত প্রার্থনা বাংলাদেশের মানবিকতার গভীর শিকড়কে নতুন করে দৃশ্যমান করেছে।

ব্যক্তিগত ক্ষতি, কঠিন রাজনৈতিক সময়, আন্দোলন, কারাবাস—সব মিলিয়ে খালেদা জিয়ার চার দশকের রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের সামগ্রিক রাজনীতিরই প্রতিচ্ছবি। তাকে সমর্থন করা বা না করা সম্পূর্ণ আলাদা বিষয়; তবুও যে রাজনৈতিক মূল্য ও অভিজ্ঞতা তিনি বহন করেন, তা বাংলাদেশের ইতিহাসে এক পূর্ণাঙ্গ অধ্যায়। এ দুরবস্থায় তাকে ঘিরে মানুষের প্রতিক্রিয়া দেখায়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চরিত্ররা সময়ের একপর্যায়ে দলীয় সীমা পেরিয়ে জাতীয় স্মৃতির অংশ হয়ে যান। লক্ষণীয় বিষয়, রাজনৈতিক বিভাজনের মাঝেও এ এক বিরল ঐক্য। গত এক দশকে বাংলাদেশের রাজনীতিতে অবিশ্বাস প্রায় প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। দলগুলোর মুখোমুখি অবস্থান, প্রতিযোগিতার বাইরে থাকা নির্বাচন, রাষ্ট্রীয় কাঠামোর প্রতি আস্থাহীনতা সব মিলিয়ে একটি বিভক্ত সামাজিক পরিবেশ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে বেগম জিয়ার অসুস্থতার মুহূর্তে মানুষের বিস্তৃত উদ্বেগ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়— মানুষ রাজনীতিতে যত বিভক্ত, মানবিকতায় ততটা নয়। যাদের মধ্যে কঠোর রাজনৈতিক বিরোধ আছে, তাদের মধ্যেও সংযত ভাষায় সুস্থতা কামনা দেখা গেছে। এটাই বলে—মানুষের কাছে মানবিক আবেগ রাজনৈতিক অবস্থানের চেয়েও বড় হয়ে উঠতে পারে।

দেশপ্রেমিক রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আলেম, শিল্পী, প্রকৌশলীসহ দেশের সর্বশ্রেণির মানুষ শেষ প্রহরে এক মানবিক আবেদনে একত্রিত হয়েছেন। আমরা কেউ এ পৃথিবীতে চিরকাল থাকব না। এ সীমিত সময়ে, আসুন দেশনেত্রীর জীবনের শেষ প্রহরে দলবিরোধ ও বিভাজনের রাজনীতি দূরে সরিয়ে, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

বর্তমান পরিস্থিতি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সংকেত নয়; বরং লক্ষ করা প্রয়োজন, বাংলাদেশের রাজনীতি, যা দীর্ঘদিন ধরে কঠোর মেরূকরণের মধ্যে রয়েছে—মানবিকতার সাধারণ জায়গায় এখনো মিল খুঁজে পাচ্ছে কি না। খালেদা জিয়াকে ঘিরে যে বহুমাত্রিক মানবিক সাড়া তৈরি হয়েছে, তা আমাদের মনে করিয়ে দেয়, মানবিকতা ও ঐক্যই দেশের প্রকৃত শক্তি।

রাজনীতির কড়া বাস্তবতার মাঝেও কিছু মুহূর্ত সমাজকে মনে করিয়ে দেয়—মানুষ মানুষকে ভুলে যায় না। বেগম জিয়ার বর্তমান অবস্থা সেই স্মরণীয় মুহূর্তগুলোর একটি, যখন রাজনৈতিক বিভাজন ছাপিয়ে মানুষের হৃদয়ের কথাই বড় হয়ে ওঠে। দেশজুড়ে এবং প্রবাসে তার সুস্থতা কামনায় যে দোয়া ও প্রার্থনার ধারা তৈরি হয়েছে, তা বাংলাদেশের মানবিক চেতনাকে আরও উজ্জ্বল করে তোলে। এ কঠিন সময়ে সবার একটাই প্রার্থনা—আল্লাহ যেন খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করেন এবং তাকে এ সংকট থেকে মুক্ত করেন।

লেখক: কালবেলার দুবাই প্রতিনিধি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমানিয়ার ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

হঠাৎ রেলক্রসিংয়ে ব্যারিকেড, দ্রুত সমাধান চান স্থানীয়রা

মধ্যযুগীয় কায়দায় যুবককে হত্যা

শুরু হচ্ছে ‘MyNumberMyStory’ ক্যাম্পেইন

রাজনৈতিক মিম-সংস্কৃতি, জনমতের যুদ্ধক্ষেত্র 

নির্বাচনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান ঢাকা ডিসির

গুগল ক্রোমে অটোফিল এখন আরও সহজ

ভিড়ের মাঝেও আলাদা ‘স্পর্শিয়া’

যুদ্ধবিমানে রাডার লক, চীনের রাষ্ট্রদূতকে তলব করল জাপান

জামায়াত আমির / নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসা করে

১০

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সন্দেহ গৃহকর্মীকে

১১

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

১২

পথেই থেমে গেল নৌবাহিনী সদস্যের জীবন

১৩

দাফনের ২ মাস পর কবর থেকে প্রবাসীর লাশ উত্তোলন

১৪

একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে : সালাউদ্দিন

১৫

মঞ্চে নেচে বিতর্কে নেহা

১৬

যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কালাম আজাদের নতুন বই ‘নির্বিকার নৃশংসতা’

১৭

গ্ল্যামারের খোলস ভেঙে অভিনয়েই এখন যার মনোযোগ

১৮

পরোক্ষ ধূমপান শিশুদের জন্য কতটা ভয়াবহ জানাচ্ছে গবেষণা

১৯

গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ৭

২০
X