কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০২:২৭ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৭:৫০ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

অনিয়ম

অনিয়ম

সরকারি প্রতিষ্ঠানে কেনাকাটায় অনিয়মের বিষয় নতুন কিছু নয়। দুঃখজনক হলেও সত্য যে, সরকারের বিভিন্ন বিভাগে এই প্রবণতা এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। বিশেষ করে দেশের স্বাস্থ্য বিভাগের এ বিষয়ে ‘বালিশ কাণ্ড’, ‘পর্দা কাণ্ড’সহ অতীতের যেসব কাণ্ড রয়েছে, সেই রেকর্ড ভাঙে কে, কবে ভাঙবে কিংবা আদৌ কেউ ভাঙতে পারবে কি না, তা আমরা জানি না। তবে রেকর্ড বিষয়ে একটি কথা প্রচলিত রয়েছে যে, রেকর্ড হয়ই ভাঙার জন্য। অর্থাৎ একদিন রেকর্ড কেউ না কেউ ভাঙবেই। রেকর্ড ভাঙার বিষয়টি কিন্তু অতীতে হওয়া ইতিবাচক কোনো কিছুর রেকর্ড ভাঙাকে নির্দেশ করে থাকে। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, সরকারের কিছু কিছু বিভাগের অনিয়ম বা নেতিবাচক রেকর্ড ভাঙার প্রতিযোগিতায়ই বেশি শামিল হতে দেখা যায়। এবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পে যে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, তা অতীতে এই বিভাগের রেকর্ড ভাঙতে সক্ষম না হলেও অতীতের নানা ‘কাণ্ডে’ যে তারা উৎসাহিতই হয়েছেন, কোনো লজ্জা বা শাস্তির তোয়াক্কা যে নেই তাদের আচরণে, তার প্রমাণ নিঃসন্দেহে মেলে।

শনিবার কালবেলায় প্রকাশিত ‘স্বামী-স্ত্রীর প্রকল্পে’ যোগ্য হয়েছে অযোগ্য ঠিকাদার—শীর্ষক শিরোনামে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পের কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, প্রতিষ্ঠানটি স্থাপন প্রকল্পে ৯টি দরপত্রে প্রায় শতকোটি টাকার জীবনরক্ষাকারী সরঞ্জাম কেনার উদ্যোগ নেয় সরকার। সেই লক্ষ্যে গত ২৪ ডিসেম্বর দরপত্র আহ্বান করা হয়। এতে অংশ নেয় এগারোটির অধিক ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এসব কেনাকাটায় সর্বনিম্ন দরদাতা না হয়েও ৬৪ কোটি টাকার বেশি ৫টি কাজ পেয়েছে বাংলাদেশ সায়েন্স হাউস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি চারটি কাজও এই প্রতিষ্ঠানকে দেওয়ার পরিকল্পনা করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। একাধিক দরদাতা অভিযোগ তুলেছেন, বাংলাদেশ সায়েন্স হাউস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের কাজ পাইয়ে দিতে সব অনিয়মের আশ্রয় নিয়েছেন প্রকল্প পরিচালক (পিডি) ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা। আরও চারটি দরপত্রের কাজ পাইয়ে দিতে সব আয়োজন শেষ করেছেন। এ ছাড়া পিডির স্বামী ও একই মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মশিউর রহমান যন্ত্রপাতি ক্রয়ে কারিগরি কমিটি বা মূল্যায়ন কমিটিতে না থেকেও পছন্দের কোম্পানিকে কাজ পাইয়ে দিতে পেছন থেকে কলকাঠি নেড়েছেন। এই দম্পতি ছাড়াও এ কাজে আরও জড়িত ছিলেন বেশ কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি। কালবেলার অনুসন্ধানে দেখা যায়, প্রকল্পের ৯২৭৬১০, ৯২৭৬১২, ৯২৭৬১৩, ৯২৭৬১৫ ও ৯২৭৬১৪ আইডির সর্বনিম্ন দরদাতা না হয়েও প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্টদের যোগসাজশে এই বিশাল পরিমাণের টাকার কাজ বাগিয়ে নেয় বাংলাদেশ সায়েন্স হাউস।

আমরা মনে করি, রাষ্ট্র অর্থাৎ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র পরিচালকদের। কোনোভাবেই যেন রাষ্ট্রের অর্থ তছরুপ বা নয়ছয় না হয়, সেদিকটা সর্বাগ্রে বিবেচনায় রাখা জরুরি। উন্মুক্ত দরপত্রের নামে এই প্রকল্পের আওতায় কারসাজির মাধ্যমে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে এ প্রক্রিয়াটির শর্ত লঙ্ঘিত এবং প্রশ্নবিদ্ধ হয়েছে স্বচ্ছতা। আমাদের চাওয়া, এখানে সংঘটিত অনিয়ম ও পক্ষপাতিত্বের যে অভিযোগ, তা তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজলুম থেকে জালিম হইয়েন না : আসিফ মাহমুদ

ইসলামিসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমিনুল হক

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা দল

দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল / খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’

বিএনপির আরেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় বিশ্বকাপ ড্র বয়কট করছে ইরান

আরাকান আর্মির মাদক সন্ত্রাসে বিপর্যস্ত দেশ

বিমানবন্দরে যাত্রীর লাগেজ চুরি, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

যুবদল নেতার শতাধিক ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

প্রশিক্ষিত ২ কুকুর নিলামে বিক্রি

১০

শিশুর মায়ের কোলে থাকার মতোই সনাতনীরা নিরাপদ থাকবে : কাজী আলাউদ্দীন

১১

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১২

দুই আইন পাসের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে : বিএনপি

১৩

মনোনয়ন নিয়ে যে কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

১৪

হোয়াটসঅ্যাপে এই ৪ ভুল করছেন? স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট

১৫

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প।

১৬

পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৩০

১৭

বাংলাদেশের অনাগ্রহ, পেঁয়াজ নিয়ে বিপাকে ভারতের রপ্তানিকারকরা

১৮

নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার অগ্রাধিকার দেওয়ার দাবিতে সংলাপ

১৯

কাজেই আসছে না ৫৭ লাখ টাকার সেতু

২০
X