ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

এখানে অনেক নো বল হয়ে গেছে: বুলবুল

এখানে অনেক নো বল হয়ে গেছে: বুলবুল

চার মাস আগে স্বল্প সময়ের জন্য বিসিবি প্রেসিডেন্টের চেয়ারে বসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। চার মাস যেতেই এবার লম্বা সময়ের জন্য বিসিবি প্রধানের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হবে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। সেখানে নির্বাচিত পরিচালকদের ভোটে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বুলবুল—সেটা অনুমেয়ই। কিন্তু স্বল্প সময়ের প্রেসিডেন্ট থেকে যেভাবে লম্বা সময়ের দায়িত্বে যাচ্ছেন তিনি, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবও দেখছেন ক্রীড়াঙ্গনের অনেকেই। অনেক প্রার্থী সরকারি হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন থেকেও সরে দাঁড়িয়েছিলেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন বুলবুল। উল্টো সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ব্যাপারেও খোলামেলা উত্তর দিয়েছেন সাবেক এ ক্রিকেটার। মাঠের ক্রিকেটের চেয়ে বোর্ড চালানো যে কঠিন, সেটাও অনুধাবন করেছেন তিনি। আর সেজন্যই বললেন, এখানে অনেক নো বল হয়ে গেছে।

বিসিবি প্রেসিডেন্ট হিসেবে গতকাল শেষদিন ছিল বুলবুলের। অফিসের ফাঁকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমও। তিনিও ৫ আগস্ট-পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদে মনোনীত হয়ে বিসিবিতে এসেছিলেন। দুজনই আবার নির্বাচন করছেন ঢাকার জেলা ও বিভাগ থেকে। সেখানে থাকা তিনজন প্রার্থী থেকে পরিচালক হবেন দুজন। এরই মধ্যে একজন নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় পরিচালক নিশ্চিত আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন। ভোট নিয়েও চিন্তা ছিল না তাদের। কেননা, পছন্দ অনুযায়ী তৃতীয় ধাপে কাউন্সিলর পেয়েছিলেন তারা। তার পরও সরকারের কোনো প্রভাব নেই উল্লেখ করে বুলবুল বলেন, ‘এখানে আমার কাছে (সরকারের) প্রভাব কিছু মনে হয়নি।’ চার মাসের জন্য এসে কেন এখন চার বছর থাকতে চান বুলবুল। ১০ হাজার ডলারের চাকরি রেখে বিনা বেতনে বিসিবির পরিচালক হতে যাওয়ার কারণ কী! বুলবুল অবশ্য ব্যাখ্যাটা দিলেন এভাবে, ‘আমার মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার (বিসিবিতে) চালিয়ে যাওয়া দরকার। আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দেবেন না অথবা আপনারা (সাংবাদিক) যারা আছেন, যদি মনে করেন আমি যথেষ্ট ভালো নই, আমি চলে যেতে আগ্রহী আছি যে কোনো সময়। একই সঙ্গে এটাও বলতে চাই, আমার একটাই লক্ষ্য—বাংলাদেশ ক্রিকেট।’

বিসিবি নির্বাচন ঘিরে এবার প্রচুর নাটকীয়তা দেখা গেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য বলছে, নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন প্রার্থীর সঙ্গে বসেছিলেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমনকি প্রার্থীদের মধ্যে একটা সমঝোতার চেষ্টাও করে গেছেন তিনি। অর্থাৎ নির্বাচন ঘিরে সরকারের একটা প্রভাব ছিল আড়াল থেকেই। তবে বুলবুল সেখানে নিজের লাভ দেখেন না, ‘গত মেয়াদে (সর্বশেষ চার মাস) ক্রীড়া উপদেষ্টা আমাকে সহযোগিতা করেছেন। তাকে ধন্যবাদ দিতে চাই—তিনি মন্ত্রী পদমর্যাদার মানুষ। আপনি বলছিলেন বয়কটকারীদের কথা। আমি নিজে জানি, তিনি (ক্রীড়া উপদেষ্টা) রাত-দিন কাজ করেছেন—শুধু সুষ্ঠু নির্বাচন নয়, একটি ভালো বোর্ড গঠনের জন্যও।’ বুলবুলের কথায়ও পরিষ্কার, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে প্রার্থীদের বিভিন্ন সময়ে সমঝোতার বৈঠকের কথা। তবে বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, এভাবে নির্বাচন হলে ৪৩টির মতো ক্লাব ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। প্রেসিডেন্ট নির্বাচিত হলে এমন কঠিন চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবেন বুলবুল! উত্তরে তিনি বলেন, ‘এ মুহূর্তে ক্লাবের বিকল্প নেই। ক্রিকেটে তাদের অবিশ্বাস্য অবদান আছে। তাদের ভূমিকা, প্রয়োজনীয়তা, অবদান—সবকিছুই আমরা তুলে ধরব। চেষ্টা করব তাদের ম্যানেজ করতে। ঘুরেফিরে আমরা তো একই সমাজের মানুষ, হয়তো পারব।’ একই সঙ্গে নির্বাচনের আগে তার করা চার মাসের অর্জনগুলোও তুলে ধরেন তিনি। জাতীয় দলের সাফল্যকেও বোর্ডের অর্জন বলে মনে করেন বুলবুল।

খেলোয়াড় হিসেবে অনেক বোলারের বাউন্সার সামলেছিলেন বুলবুল। দেশের প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবার নির্বাচনে কেমন মোকাবিলা করলেন, তাও জানালেন তিনি—‘ওখানে (মাঠে) তো একটা টেকনিক থাকে। আপনি একটার বেশি বাউন্সার দিতে পারবেন না, নো বল করতে পারবেন না। এখানে অনেক নো বল হয়ে গেছে। এখানে অনেক বিমার এসেছে, নো বল দেওয়া হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোলজার’র প্রথম ঝলকে কি বার্তা দিলেন শাকিব খান?

কালবেলায় সংবাদ প্রকাশ / ক্যানসার আক্রান্ত সেই রাশিদার চিকিৎসার দায়িত্ব নিল খুলনা মেডিকেল

টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারোয়ারের হুঁশিয়ারি

আবরার ফাহাদ স্মরণে ৮ স্তম্ভ নির্মাণ, ব্যয় কত

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে হজযাত্রী নিবন্ধনের বিষয়ে যা জানা গেল

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন : এম এ মালিক

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা

এবার আরেক অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান

১০

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

১১

মেঘনায় অভিযানিক দল ও জেলেদের সংঘর্ষ

১২

হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হামজা

১৩

যে ৬ সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না

১৪

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১৫

চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে : কফিল উদ্দিন

১৬

ডাকসুর জিএস ফরহাদ হোসেনকে রাঙামাটিতে সংবর্ধনা

১৭

পুলিশ সদস্যদের হামলা ও অপদস্তের প্রতিবাদ দুই সংগঠনের 

১৮

ফুটপাতে পাওয়া সেই নবজাতককে নিতে চান ২৩ দম্পতি

১৯

আগামী বছর থেকে ফুটবল ক্যালেন্ডারে আসছে বড় পরিবর্তন

২০
X