কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

পাকিস্তানের জামায়াত নেতা ও সাবেক সিনেটর মুশতাক আহমদ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের জামায়াত নেতা ও সাবেক সিনেটর মুশতাক আহমদ। ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর মুক্তি পেয়েছেন পাকিস্তানের জামায়াত নেতা ও সাবেক সিনেটর মুশতাক আহমদ। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বর্তমানে তিনি নিরাপদে আছেন এবং জর্ডানের রাজধানী আম্মানে পাকিস্তান দূতাবাসে অবস্থান করছেন।

ইসহাক দার এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাবেক সিনেটর মুশতাক আহমদকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এখন নিরাপদে পাকিস্তান দূতাবাসের তত্ত্বাবধানে আছেন। তার শারীরিক অবস্থা ভালো এবং তিনি মনোবল ধরে রেখেছেন। দূতাবাস তার ইচ্ছা ও সুবিধামতো দেশে ফেরার ব্যবস্থা করবে।’

তিনি আরও জানান, মুশতাক আহমদের মুক্তি নিশ্চিত করতে যেসব বন্ধুত্বপূর্ণ দেশ সহায়তা করেছে, পাকিস্তান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

গাজামুখী মানবিক ফ্লোটিলায় ছিলেন মুশতাক আহমদ

সাবেক এই সিনেটর ছিলেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্যদের একজন, যা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করেছিল। ৪৫টি জাহাজে গঠিত এই বহরটিতে বিভিন্ন দেশের কর্মী, রাজনীতিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। তবে ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলাটিকে আটকে দেয় ও অংশগ্রহণকারীদের আটক করে।

জাতিসংঘ ইতোমধ্যেই সতর্ক করেছে, গাজায় খাদ্যসংকট ও দুর্ভিক্ষের আশঙ্কা দিন দিন তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে মানবিক কর্মীরা অবরোধ ভাঙতে এই ফ্লোটিলায় অংশ নেন।

ইসরায়েলি কারাগারে নির্যাতনের অভিযোগ

মুক্তির পর এক ভিডিওবার্তায় মুশতাক আহমদ জানান, আটক অবস্থায় তাকে নির্যাতনের মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, ‘আমাদের চোখ বেঁধে রাখা হয়েছিল, বন্দুক তাক করা হয়েছিল মাথায়। আমি অনশন ধর্মঘটে গিয়েছিলাম। ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদের ভালো পরিবেশ, বিশুদ্ধ পানি কিংবা ওষুধ কিছুই দেয়নি।’

তিনি জানান, তাকে রাখা হয়েছিল নেগেভ মরুভূমির উচ্চ নিরাপত্তার কারাগার কেটজিওট (আনসার–৩)-এ, যেখানে অধিকাংশ ফিলিস্তিনিকে বন্দি রাখা হয়।

মুশতাক আহমদ আরও বলেন, আমি শিগগিরই পাকিস্তানে ফিরে যাব এবং বন্দিত্বের বিস্তারিত অভিজ্ঞতা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেব। ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম আমরা অব্যাহত রাখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১০

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১১

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১২

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

১৩

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

১৪

ফুটবলকে বিদায় বললেন মেসির আরও এক সতীর্থ

১৫

প্রথমবারের মতো ইউনেস্কোর সভাপতি বাংলাদেশ

১৬

ভারতীয়দের জন্য সংকুচিত হচ্ছে মার্কিন দরজা

১৭

‘সোলজার’র প্রথম ঝলকে কী বার্তা দিলেন শাকিব খান?

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / সেই রাশিদার চিকিৎসার দায়িত্ব নিল খুলনা মেডিকেল

১৯

টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারওয়ারের হুঁশিয়ারি

২০
X