বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান আবারও আলোচনায়। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ করেছে এসকে ফিল্মস। ৩৩ সেকেন্ডের এই ভিডিও প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।
পোস্টটির ক্যাপশনে এসকে ফিল্মস লিখেছে, ‘রিচার্জ অ্যান্ড রেডি, হেয়ার কামস দ্য ফার্স্ট গ্লিম্পস অফ সোলজার।’
ভিডিওর শুরুতেই দেখা যায় লেখা ‘এ ফিল্ম বাই সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার লি.’ এর পর পরই পর্দায় ভেসে ওঠে একের পর এক শব্দ ‘দুর্নীতি’, ‘সিন্ডিকেট’, ‘বাংলাদেশ’ এবং তার নিচে ছোট করে ‘রাজনীতি’। দৃশ্যগুলোতে যেন ফুটে উঠছে ক্ষমতার দুনিয়ার গোপন খেলা ও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি।
এরপর পর্দায় আসে ‘মেগাস্টার শাকিব খান’, তার সঙ্গে দেখা যায় স্মৃতিসৌধ, শাপলা চত্বর, সংসদ ভবনসহ কিছু দাবার গুটি ও স্ট্যাম্পের প্রতীকী ব্যবহার। এরপরই স্ক্রিনে উঠে আসে ‘রিভেঞ্জ’। তার পরেই শুরুর হয় উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। সেই দৃশ্যের শেষে দেখা যায় লেখা ‘এগেইনস্ট করাপশন সিস্টেম’, পাশে বাংলাদেশের মানচিত্রের মনোগ্রাম।
শেষ অংশে শোনা যায় এক তীব্র চিৎকারধ্বনি, সঙ্গে স্ক্রিনে ভেসে ওঠে শাকিব খানের তীক্ষ্ণ দৃষ্টির ছবি। ধারণা করা হচ্ছে, সেই চিৎকারের কণ্ঠটিও শাকিবেরই। এই মুহূর্তে স্ক্রিনে দেখা লেখা ‘ওয়ান কমন ম্যান’, পেছনে শোনা যায় সংলাপ : ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?’
এই সংলাপ এবং দৃশ্যই যেন ভিডিওটির প্রাণ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
এক ভক্ত লিখেছেন, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি—অসাধারণ একটি সিনেমা হবে আশা করছি।’ আরেকজনের মন্তব্য, “এটা কি সত্যি শাকিব খান? মানেই নতুন কিছু আসছে। অপেক্ষার অবসান ঘটিয়ে ‘সোলজার’-এর মাধ্যমে আবার নতুন রূপে ফিরছেন মেগাস্টার।” আরেক ভক্তের ভাষায়, “বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেবে ‘সোলজার’। শুভকামনা পুরো টিমকে।”
‘সোলজার’-এর প্রথম লুক দেখে বোঝা যাচ্ছে—এটি কেবল একটি অ্যাকশন সিনেমা নয়, বরং দুর্নীতি ও রাজনীতির অন্ধকারের বিরুদ্ধে এক সাধারণ মানুষের প্রতিরোধের গল্প হতে যাচ্ছে। দর্শক এখন অপেক্ষায়—কবে দেখা যাবে শাকিব খানের এই নতুন রূপে পূর্ণদৈর্ঘ্য ঝলক।
মন্তব্য করুন