অধিনায়কত্ব পাওয়ার পর থেকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে খেলা ৯ ম্যাচের ৮টিতেই হেরেছে দল। পরপর দুই সিরিজ হারের পর এবার হোয়াইটওয়াশের সামনে তারা। আফগানিস্তানের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরে পিছিয়ে তারা। আজ সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে হবে তাদের। বাংলাদেশ সময়
সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা ভালো যাচ্ছে না বাংলাদেশের ব্যাটারদের। টপ অর্ডার থেকে মিডল অর্ডার সবাই ব্যর্থতাকে সঙ্গী করে ফিরছেন। দুই ম্যাচেই দায়িত্ব নিতে পারেননি তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্তরা। তবে বোলাররা তাদের দায়িত্ব ঠিকই পালন করে গেছেন। প্রতিপক্ষকে যথেষ্ট চাপে রেখে বড় পুঁজি গড়তে বাধা দিয়েছেন। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেননি ব্যাটাররা। উল্টো ব্যর্থতাই যেন প্রতি ম্যাচে দলের প্রতিচ্ছবি। তার পরও ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডেতে হারের পর অধিনায়ক মিরাজ বলেছিলেন, ‘আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। ওয়ানডেতে যদি আমরা রান না করি, তাহলে টিকে থাকতে পারব না।’
মন্তব্য করুন