ওমর ফারুক, ভোলা
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

৩০ বছরেও সংস্কার হয়নি রাস্তাটি

ভোলার লালমোহন
৩০ বছরেও সংস্কার হয়নি রাস্তাটি

শত উন্নয়নের মাঝেও ৩০ বছরে একমুঠো মাটি পড়েনি রাস্তায়। ভাঙা আর খানাখন্দে ভরা এ মাটির রাস্তায় চলাচলে দুর্ভোগ যেন নিত্যসঙ্গী। প্রায়ই ঘটে দুর্ঘটনা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থীসহ আশপাশের হাজারো বাসিন্দাকে। বারবার রাস্তাটি সংস্কারের দাবি জানালেও টনক নড়েনি স্থানীয় জনপ্রতিনিধিসহ কর্তৃপক্ষের। এমনটাই জানালেন ভোলার লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের শিমুলতলা গ্রামের বাসিন্দারা। শিমুলতলা গ্রামের এ রাস্তাটি বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম।

স্থানীয় নাসিরুদ্দিন মোল্লা জানান, ১৯৯৬ সালে একবার সংস্কার করা হয়েছিল এ রাস্তাটি। তারপর দীর্ঘ ৩০ বছর পার হয়ে গেলেও একমুঠো মাটি পড়েনি এ রাস্তায়। বড় বড় গর্তের কারণে যানবাহন বিকল হয়ে যায়। দুর্ঘটনাও ঘটছে হরহামেশা। যানবাহন চলাচল এখন বন্ধ। আমরা চলাচলে ভোগান্তি পোহাচ্ছি।

সরফুদ্দিন হাওলাদার নামে আরেকজন বলেন, রাস্তাটির বিভিন্ন স্থান ভেঙে সরু হয়ে গেছে। কোথাও কোথাও রাস্তা মাটির সঙ্গে মিশে গেছে। শুস্ক মৌসুমে উড়ে ধুলাবালি, আর বর্ষায় বড় বড় গর্তে পানি জমে হাঁটু পরিমাণ কাদা হয়ে যায়। কর্দমাক্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির সময় রাস্তা থেকে ছিটকানো কাদাপানি শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়ে যায়, তারা স্কুলে যেতে পারে না। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানাই।

গৃহবধূ রিনা রানী বলেন, বর্ষায় চলাচল করতে অনেক কষ্ট হয়। বাড়ি থেকে কোথাও যেতে পারি না। অসুখ-বিসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারি না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের। অন্তঃসত্ত্বাদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না। শুধু তাই নয়, রিকশা-ভ্যান চলাচলেরও অযোগ্য রাস্তাটি।

এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলে, বর্ষায় কাদামাটিতে জামাকাপড় নষ্ট হয়ে যায়। বইখাতাও নষ্ট হয়ে যায়। সময়মতো স্কুলে যেতে পারি না। ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে বিলম্ব হয়। আমাদের দাবি, রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।

শিক্ষক ফরিদ উদ্দিন ও বিথীকা দাস বলেন, শিমুলতলা থেকে প্রায় আড়াই কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষার সময় স্কুল, মাদ্রাসায় পড়ুয়া শিশুশিক্ষার্থীসহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরীক্ষা থাকলেও কাদামাটির কারণে অনেক শিক্ষার্থী আসতে পারে না। রাস্তাটি সংস্কার করা জরুরি।

ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. রাসেল বলেন, ৩০ বছর রাস্তায় কোনো কাজ হয়নি। রাস্তার কারণে অটোরিকশা চালাতে পারি না। যাত্রীদের সঙ্গে আমাদেরও দুর্ভোগ পোহাতে হয়। আমরা দ্রুত রাস্তাটির সংস্কার চাই।

পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু ইউসুফ বলেন, এ রাস্তাটি স্থানীয়দের চলাচলের একমাত্র পথ। এমন অনেক কাঁচারাস্তা আছে, যেগুলো পাকা হয়নি। কাঁচারাস্তা বর্ষায় মাটির সঙ্গে মিশে যায়। রাস্তাটির আইডি নম্বর হয়েছে। পাকা করার জন্য প্রস্তাব দেওয়া আছে। প্রস্তাব পাস হলে কাজ শুরু হবে।

লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, সামনে বরাদ্দ এলে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারকাজ করা হবে। তবে একসঙ্গে কার্পেটিং রাস্তা করা যাবে না। আগে মাটি ও ইটের সোলিং করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে এসে দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন

রচনার বিদায়, এবার দিদিদের সামলাবেন মীর

পদ ফিরে পেলেন বিএনপি-যুবদলের ৩ নেতা

কালবেলার হাতে কলরেকর্ড, সেই খণ্ডিত মরদেহ নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য 

কালবেলায় সংবাদ প্রকাশ / ডাস্টার দিয়ে ছাত্রীর মাথা ফাটানো সেই প্রধান শিক্ষক বরখাস্ত 

ফেসবুক মনিটাইজেশন হারানো এড়ানোর সহজ কিছু টিপস

১০৩ রানে পিছিয়ে আয়ারল্যান্ড, বাংলাদেশের দরকার ৩ উইকেট

দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়াল এনসিপি

পিপলস চয়েসে শীর্ষে মিথিলা

১০

বিশ্বকাপের টিকিট পেতে যে সমীকরণের সামনে দাঁড়িয়ে পর্তুগাল

১১

চা বিক্রির সময় ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

১২

৩ দেশের ৪ সংগঠনকে ‘সন্ত্রাসী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৩

নগদে প্লে প্রোটেক্ট সতর্কবার্তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৫

‘রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হলো’

১৬

চাঁদপুর-২ আসনের জন্য এনসিপির মনোনয়ন কিনলেন মিরাজ

১৭

পায়ে যেসব লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত

১৮

মরিচ গাছ চুরি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

১৯

পাবলিক ওয়াইফাই ব্যবহার নিয়ে সতর্কতা গুগলের

২০
X