কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

তিস্তা-পদ্মার পানি বেড়ে ডুবছে নিম্নাঞ্চল

বন্যা পরিস্থিতি
তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  ছবি : সংগৃহীত
তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি : সংগৃহীত

উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী অঞ্চল প্লাবিত হয়ে ২০ সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং বিস্তীর্ণ এলাকার ফসলি মাঠ তলিয়ে গেছে। একই কারণে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার নদীতীরবর্তী ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে রাজশাহীর বাঘা ও গোদাগাড়ী উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকেছে।

গতকাল ভোর থেকে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সকালে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে ১৫ হাজারের বেশি মানুষ। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের ৮ থেকে ১০টি চর, পাটগ্রাম উপজেলা দহগ্রাম, আদিতমারী উপজেলা চর গোবর্ধন, মহিষখোঁচা এবং সদর উপজেলা খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের চর এবং নিম্নাঞ্চলের এলাকাগুলো তলিয়ে গেছে। এ ছাড়া নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছচাপানী ইউনিয়নের ১৫টি গ্রাম ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে বিস্তীর্ণ এলাকার আমন ধানের ক্ষেত ও সবজি বাগান।

ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘তিস্তার পানি বৃদ্ধিতে ইউনিয়নের ঝাড় সিংহেরশ্বর, পূর্ব ছাতনাই গ্রামের বোল্ডারেরচর, খোকারচর, খাড়াপাড়া, ফ্লাটপাড়াসহ তিস্তাপাড়ের বিভিন্ন চরের প্রায় ১২০০ পরিবার পানিবন্দি। অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে। গত কয়েকদিন ধরে ফসলি জমি ডুবে আছে।’

টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, তিস্তায় পানি আবারও বৃদ্ধি পেয়েছে এবং তা অব্যাহত আছে। এতে ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি ও দক্ষিণ খড়িবাড়ি গ্রামের আংশিক এলাকা বন্যাকবলিত হয়ে ছয় শতাধিক পরিবার পানিবন্দি হয়েছে। নদীর কয়েকটি চ্যানেল বের হয়ে আবাদি জমি তলিয়ে গেছে। অনেকে গো-খাদ্য সংকটে পড়ায় গবাদি পশু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, ‘বন্যায় কয়েকটি ইউনিয়নের কৃষি জমি ও বসতভিটায় ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে। কৃষি দপ্তরের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পূর্ণ সহযোগিতা দেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘পানি বৃদ্ধি অব্যাহত আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটের সব খুলে রাখা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

কুড়িগ্রাম পাউবো কার্যালয় জানিয়েছে, গতকাল সকাল ৯টায় ভূরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারী, নুনখাওয়া,হাতিয়া ও সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

নাগেশ্বরীর ইউএনও সিব্বির আহমেদ বলেন, ‘দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করছে। আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।’

ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার জানান, যে হারে দুধকুমার নদের পানি বাড়ছে, তাতে রাতেই কিছু এলাকা প্লাবিত হতে পারে। এরই মধ্যে নদী তীরবর্তী এলাকার বেশ কিছু ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে।

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। এতে প্রায় ৬০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা ও নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে বহু বাড়িঘর। ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা কাঁচা ধান গরুর খাবার হিসেবে কেটে নিচ্ছেন। এ ছাড়া গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ, পবার চর মাজারদিয়া এবং নগরের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে।

রংপুরে তিস্তা সেতুর সুরক্ষা বাঁধে ধস: পরপর দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তার দ্বিতীয় সংযোগ সেতুর পশ্চিম পাশে সুরক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার অংশ ধসে পড়েছে। এতে তৈরি হয়েছে প্রায় ৭০ ফুট গভীর গর্ত। ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে লালমনিরহাট-রংপুর আঞ্চলিক সড়ক এবং আশপাশের তিনটি গ্রাম।

সরেজমিন দেখা গেছে, ভারতের পাহাড়ি ঢল কমে যাওয়ায় তিস্তার পানি কিছুটা নামলেও স্রোতের তীব্রতা বাঁধের গায়ে সরাসরি আঘাত করছে। এতে নিচের মাটি সরে গিয়ে ব্লকগুলো ধসে পড়ছে।

লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, আগে দুই বার বন্যায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন আমরা সংশ্লিষ্টদের জানিয়েছিলাম, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন যেমন স্রোত, উজানে সামান্য বৃষ্টি হলেই বাঁধ ভেঙে যাবে। তিনি দ্রুত বাঁধ মেরামতের দাবি জানান।

গঙ্গাচড়ার ইউএনও মাহমুদ হাসান মৃধা জানান, মহিপুরে তিস্তা সেতুর পশ্চিমাংশের বাঁধে ফের ভাঙন শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিন মাস আগে রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী পরিদর্শন করেছিলেন। এরপর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা কথা বলে জানাব।

রাঙ্গুনিয়ায় ইছামতীর ভাঙনে বিলীন হচ্ছে তীর: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীতে মিলিত হওয়া ৩৭ কিলোমিটার দৈর্ঘ্যের (২৩ মাইল) ইছামতী নদীর বিভিন্ন স্পটে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

স্থানীয় পাউবোর নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানান, ইছামতীর ভাঙন থেকে রক্ষায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন পাঠিয়েছেন রাজশাহী ব্যুরো, রংপুর, লালমনিরহাট, ডিমলা, হাতীবান্ধা, কুড়িগ্রাম, ভূরুঙ্গামারী ও রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিরো আলমের ওপর হামলা

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

বিদেশে পাঠানোর ফাঁদে মানুষকে ‘পথে বসানো’ সেলিম গ্রেপ্তার

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস

সারা দেশে বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

‘ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প’ সম্পন্ন

ক্যাম্পাসে চাকসু নির্বাচনের উন্মাদনা, ১ মাস ধরে হাসপাতালে ইমতিয়াজ-মামুন

ঘরের চারদিকে দুর্গন্ধ, দরজা খুলতেই দেখা গেল মর্মান্তিক দৃশ্য

১০

ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ৪৯৭১ জনকে ওএসডি

১১

করোনা পরবর্তী সময়ে যুবকদের মধ্যে হৃদরোগ বাড়ছে

১২

হংকং ম্যাচ নিয়ে যা বললেন জামাল

১৩

তারেক রহমানের পক্ষে ৪৫টি মণ্ডপে সহায়তা দিলেন সেলিম

১৪

ব্র্যাক ব্যাংকের নীলফামারী অঞ্চলে এজেন্ট মিট আয়োজন

১৫

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, মঙ্গলবার থেকে কার্যকর

১৬

প্রবাসীর দেওয়া পাথরে নতুন পথ নোয়াপাড়ার মানুষের

১৭

ভারতে ঢুকতে বিদেশিদের জন্য নতুন নিয়ম

১৮

স্মারক রৌপ্যমুদ্রার নতুন দাম নির্ধারণ

১৯

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

২০
X