মাহমুদুল হাসান
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৩:৫৭ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৭:২৮ এএম
প্রিন্ট সংস্করণ
সরেজমিন

অঙ্গ হারানোদের আর্তনাদে ভারি নিটোরের আকাশ

সাম্প্রতিক সহিংসতা
অঙ্গ হারানোদের আর্তনাদে ভারি নিটোরের আকাশ

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ক্যাজুয়ালটি-১-এ চিকিৎসাধীন ট্রাকচালক মামুন মিয়া (৩১)। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে গত ১৯ জুলাই দুপুরে ভৈরবের নিউ টাউন এলাকায় মামুন ট্রাক পার্কিং করেছিলেন। এমন সময় তিনি আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে যান। তাকে আন্দোলনকারী মনে করে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কোপায়। এরপর মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এলোপাতাড়ি কোপে মামুনের হাতের শিরা-উপশিরা কেটে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় পচন ঠেকাতে তার একটি হাত কেটে ফেলতে হয়েছে। প্রচণ্ড যন্ত্রণায় মামুন প্রায়ই গগনবিদারী চিৎকার দিয়ে ওঠেন।

পাশেই ক্যাজুয়ালটি-২ নম্বর ওয়ার্ড। সেখানে ভর্তি সহিংসতায় আহত ৫৭ জন। তাদের একজন প্রাইভেটকার চালক আরাফাত হোসেন। তিনি রাজধানীর উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। ১৮ জুলাই আন্দোলন চলাকালে ডিউটি শেষ করে দক্ষিণখানের বাসায় ফিরছিলেন। এমন সময় তার বাঁ পায়ে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আরেক প্রাইভেটকার চালক তাকে উদ্ধার করে নিটোরে ভর্তি করেন। শেষ পর্যন্ত আরাফাতের সেই পা কেটে ফেলতে হয়েছে। হাত হারানো মামুন, পা হারানো আরাফাতের সংসারের কী হবে? তাদের চিৎকারে নিটোরের আকাশ ভারি হয়ে উঠেছে। শুধু এ দুজনই নন; নিটোরে এখনো গুলিতে আহত ৭৩ জন ভর্তি। তাদের মধ্যে ছয়জনের পা কেটে ফেলতে হয়েছে। তাদের সুস্থ হয়ে বাড়ি যেতে আরও অন্তত কয়েক মাস লেগে যাবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিটোর হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, ১৭ জুলাই সকাল ৭টা থেকে গতকাল সকাল ৭টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আসেন ১ হাজার ৬৯৩ রোগী। এর মধ্যে গুলিবিদ্ধ ২৪১ জন। তবে সবচেয়ে বেশি ২১৪ জন গুলিবিদ্ধ আহত আসেন ১৯ থেকে ২১ জুলাইয়ের মধ্যে। নিটোরে এখনো ক্যাজুয়ালটি-১ এ ১৩ জন, ক্যাজুয়ালটি দুইয়ে ৫৭ জন, ক্যাজুয়ালটি-৪ এ একজন, ইএফ ওয়ার্ডেও একজন এবং ২১৪ নম্বর কেবিনে আরও একজন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক সাবিত্রী রানী চক্রবর্তী বলেন, গুলিবিদ্ধ অনেক রোগী প্রথমে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর যখন আহত পায়ের অবস্থা খারাপ হতে থাকে, পা কেটে ফেলতে বলেন, তখন তারা নিটোরে ছুটে আসেন। এর মধ্যে কেটে গেছে গোল্ডেন পিরিয়ড। বন্ধ হয়ে গেছে অনেকের হাত ও পায়ের শিরা-উপশিরায় রক্ত চলাচল। পরে সেসব রোগীকে আমাদের চিকিৎসকরা নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর জীবন রক্ষার্থে হাত কিংবা পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। এমন অন্তত ছয়জনের পা কেটে ফেলতে হয়েছে।

তাদের মধ্যে কোনো কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন ছিল জানিয়ে সাবিত্রী রানী চক্রবর্তী বলেন, ভর্তি রোগীর সবারই জরুরিভিত্তিতে অপারেশন করতে হয়েছে। চিকিৎসক-নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা নিজেদের স্বজন মনে করে আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহানারার অভিযোগের প্রেক্ষিতে যেসব ব্যবস্থা নিচ্ছে বিসিবি

বিচ্ছেদের পথে নীল-ঐশ্বরিয়া

শিশু বারবার ঘামছে? চিন্তার কারণ নয়, তবে সতর্ক থাকা জরুরি

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না : নাহিদ ইসলাম

সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৬

বিমানবন্দরের সেই আনসার সদস্যকে স্থায়ী বহিষ্কার

সন্ধ্যার মধ্যে ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিক্ষার্থী নিহত

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

বিতর্কিত মন্তব্যের জেরে দেশত্যাগ করলেন পাকিস্তানি ইনফ্লুয়েনসার 

১০

ক্ষমা চাইলেন বিএনপি নেতা

১১

পবিপ্রবির কম্বাইন্ড ডিগ্রি চালু স্থগিত, হাইকোর্টের নিষেধাজ্ঞা

১২

জাটকায় সয়লাব মৎস্যবন্দর, অভিযান সড়কে

১৩

গরম না ঠান্ডা... কোন কফি শরীরের জন্য ভালো?

১৪

এখনও ভারতের কাছে সেই হার তাড়া করে ফিরছে হিলিকে

১৫

ভুয়া কাগজপত্রে টেন্ডার, পৌরসভায় দুদকের হানা

১৬

কেন রাজনীতিতে এসেছেন, জানালেন স্নিগ্ধ

১৭

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

১৮

মা হলেন ক্যাটরিনা কাইফ

১৯

ঐক্য ও দেশপ্রেমে জাতি সব বাধা অতিক্রম করতে পারে : চসিক মেয়র

২০
X