শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
মাহমুদুল হাসান
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৩:৫৭ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৭:২৮ এএম
প্রিন্ট সংস্করণ
সরেজমিন

অঙ্গ হারানোদের আর্তনাদে ভারি নিটোরের আকাশ

সাম্প্রতিক সহিংসতা
অঙ্গ হারানোদের আর্তনাদে ভারি নিটোরের আকাশ

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ক্যাজুয়ালটি-১-এ চিকিৎসাধীন ট্রাকচালক মামুন মিয়া (৩১)। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে গত ১৯ জুলাই দুপুরে ভৈরবের নিউ টাউন এলাকায় মামুন ট্রাক পার্কিং করেছিলেন। এমন সময় তিনি আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে যান। তাকে আন্দোলনকারী মনে করে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কোপায়। এরপর মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এলোপাতাড়ি কোপে মামুনের হাতের শিরা-উপশিরা কেটে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় পচন ঠেকাতে তার একটি হাত কেটে ফেলতে হয়েছে। প্রচণ্ড যন্ত্রণায় মামুন প্রায়ই গগনবিদারী চিৎকার দিয়ে ওঠেন।

পাশেই ক্যাজুয়ালটি-২ নম্বর ওয়ার্ড। সেখানে ভর্তি সহিংসতায় আহত ৫৭ জন। তাদের একজন প্রাইভেটকার চালক আরাফাত হোসেন। তিনি রাজধানীর উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। ১৮ জুলাই আন্দোলন চলাকালে ডিউটি শেষ করে দক্ষিণখানের বাসায় ফিরছিলেন। এমন সময় তার বাঁ পায়ে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আরেক প্রাইভেটকার চালক তাকে উদ্ধার করে নিটোরে ভর্তি করেন। শেষ পর্যন্ত আরাফাতের সেই পা কেটে ফেলতে হয়েছে। হাত হারানো মামুন, পা হারানো আরাফাতের সংসারের কী হবে? তাদের চিৎকারে নিটোরের আকাশ ভারি হয়ে উঠেছে। শুধু এ দুজনই নন; নিটোরে এখনো গুলিতে আহত ৭৩ জন ভর্তি। তাদের মধ্যে ছয়জনের পা কেটে ফেলতে হয়েছে। তাদের সুস্থ হয়ে বাড়ি যেতে আরও অন্তত কয়েক মাস লেগে যাবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিটোর হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, ১৭ জুলাই সকাল ৭টা থেকে গতকাল সকাল ৭টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আসেন ১ হাজার ৬৯৩ রোগী। এর মধ্যে গুলিবিদ্ধ ২৪১ জন। তবে সবচেয়ে বেশি ২১৪ জন গুলিবিদ্ধ আহত আসেন ১৯ থেকে ২১ জুলাইয়ের মধ্যে। নিটোরে এখনো ক্যাজুয়ালটি-১ এ ১৩ জন, ক্যাজুয়ালটি দুইয়ে ৫৭ জন, ক্যাজুয়ালটি-৪ এ একজন, ইএফ ওয়ার্ডেও একজন এবং ২১৪ নম্বর কেবিনে আরও একজন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক সাবিত্রী রানী চক্রবর্তী বলেন, গুলিবিদ্ধ অনেক রোগী প্রথমে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর যখন আহত পায়ের অবস্থা খারাপ হতে থাকে, পা কেটে ফেলতে বলেন, তখন তারা নিটোরে ছুটে আসেন। এর মধ্যে কেটে গেছে গোল্ডেন পিরিয়ড। বন্ধ হয়ে গেছে অনেকের হাত ও পায়ের শিরা-উপশিরায় রক্ত চলাচল। পরে সেসব রোগীকে আমাদের চিকিৎসকরা নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর জীবন রক্ষার্থে হাত কিংবা পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। এমন অন্তত ছয়জনের পা কেটে ফেলতে হয়েছে।

তাদের মধ্যে কোনো কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন ছিল জানিয়ে সাবিত্রী রানী চক্রবর্তী বলেন, ভর্তি রোগীর সবারই জরুরিভিত্তিতে অপারেশন করতে হয়েছে। চিকিৎসক-নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা নিজেদের স্বজন মনে করে আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমে হামলা ও আগুন: যা বললেন ভিপি সাদিক কায়েম

কারও উসকানিতে পা না দিতে আহ্বান সংস্কৃতি উপদেষ্টার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ ‘ছাত্র জনতার’ অবস্থান

হাদির খুনিদের হস্তান্তর না হলে আন্দোলন থামবে না: আসিফ মাহমুদ

ওসমান হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ

হাদির জানাজা কখন, জানাল ইনকিলাব মঞ্চ

শুক্রবার দেশে পৌঁছাবে হাদির মরদেহ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল জাবি 

‘আগুন সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়’

হাদির মৃত্যু: ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

১০

হাদি হত্যার বিচারের দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ মিছিল

১১

শাহবাগে অবস্থান নিলেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা

১২

শরিফ ওসমান হাদি এক অবিচল সাহসের নাম: নাছির উদ্দীন নাছির

১৩

হাদি হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

১৪

হাদির মৃত্যুর ঘটনায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

ওসমান হাদির মৃত্যুতে নাহিদ ইসলামের আবেগঘন প্রতিক্রিয়া

১৬

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর

১৭

ওসমান হাদিকে ‘বাংলার বীর’ হিসেবে স্বীকৃতির দাবি

১৮

হাদির মৃত্যুতে এনসিপির শোক

১৯

আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম

২০
X