স্বপন চন্দ্র দাস, সিরাজগঞ্জ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ এএম
প্রিন্ট সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আলমগীরের খবর রাখেনি কেউ

আলমগীরের খবর রাখেনি কেউ

শরীরের বিভিন্ন স্থানে বুলেটের যন্ত্রণায় বিছানায় শুয়ে ছটফট করছেন আলমগীর। পাশেই বসা মা রেবা খাতুন ছেলের কষ্টে গুমরে গুমরে কেঁদে ওঠেন। মাথায় হাত বুলিয়ে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করেন। কিন্তু প্রচণ্ড ব্যথায় কাতর আলমগীরের চোখে ঘুম নেই। স্বস্তি নেই বৃদ্ধ বাবা-মায়ের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ঝাউপাড়া গ্রামের কলেজছাত্র আলমগীর হোসনের (২৪) বাড়িতে এখনো চলে কান্নার রোল। গত সোমবার আলমগীরের বাড়িতে গিয়ে দেখা যায় কারও মুখে হাসি নেই। ছেলের বিছানার পাশে বসে আছেন বৃদ্ধ মা রেবা খাতুন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এনায়েতপুর মিটিংয়ে যাইয়্যা আমার ছওয়ালের গুলি লাইগা অজ্ঞান অইয়্যা পইড়্যা আচিল। মানুষে ধইরা হাসপাতালে নেয়, কয়ডা গুলি বাইর কইরচে আর বাইর কইরবার পারে নাই। ছওয়ালের চিকিৎসা কইরব্যার পারি না একটা পথ্য খাওয়াইতে পারি না।’

তিনি আরও বলে, ‘সারা রাইত গুলির যন্ত্রণায় ছেলেও ছটফট করে, সারা রাইত কান্দে, ছেলেও কান্দে আমিও কান্দি, ঘুমাইতে পারি না। কেউ আমার ছওয়ালের জন্য সহযোগিতা করে নাই। ট্যাহার জন্য ছওয়ালকে চিকিৎসা করতে পাইরলাম না।’

জানা যায়, শাহজাদপুরের ঘোড়শাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন ছাত্র আন্দোলনের শুরু থেকেই অংশগ্রহণ করেন। আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে গত ৪ আগস্ট এনায়েতপুর থানার সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল বিপুলসংখ্যক ছাত্র-জনতা। পুলিশ সেখানে আচমকা গুলিবর্ষণ শুরু করে। এতে পুলিশের ছররা বুলেট বিদ্ধ হয় আলমগীরের শরীরের বিভিন্ন অংশে। সেখানেই তিনি জ্ঞান হারিয়ে ফেললে ছাত্র-জনতা তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার শরীরে ৫৬টি গুলি বিদ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে অর্থাভাবে বন্ধ হয়ে আছে আলমগীরের চিকিৎসা। বাবা আবু হাসান বিশা এনায়েতপুরে একটি কাপড়ের আড়তে সামান্য বেতনে চাকরি করেন। যমুনার ভাঙনে হারিয়েছেন বাড়িঘর ও জমিজমাও। বড় ছেলে নুরুল আলম স্ত্রীকে নিয়ে ভিন্ন সংসার পেতেছেন। বড় ছেলের ছোট্ট বাড়িতেই স্ত্রী ও ছোট ছেলে আলমগীরকে নিয়ে থাকেন আবু হাসান বিশা।

গুলিবিদ্ধ আলমগীর বলেন, ‘প্রথম থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম। ঢাকাতেও আন্দোলনে অংশ নিই। ৪ আগস্ট এনায়েতপুর থানার সামনে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল। সেখানে হঠাৎ পুলিশ গুলিবর্ষণ শুরু করলে জ্ঞান হারিয়ে ফেলি। রাতে দেখি এনায়েতপুর হাসপাতালে ভর্তি। ডাক্তার জানিয়েছে, আমার শরীরে ৫৬টি গুলি লেগেছিল। ১৮টি বের করা হয়েছে। টাকার অভাবে আরও ৩৮টি গুলি বের করতে পারছি না। প্রতিদিন রাতে যন্ত্রণায় ভুগছি। সবচেয়ে বড় দুঃখ আমার, কেউ খবর নিচ্ছে না। প্রতি রাতে যন্ত্রণায় কাঁদি। আমার মতো আর কাউকে যেন শরীরে গুলি নিয়ে চলতে না হয়। সরকারের কাছে দাবি জানাই, আমরা যারা গুলিবিদ্ধ অবস্থায় আছি, তাদের দিকে যেন দৃষ্টি দেওয়া হয়।’

বাবা আবু হাসান বিশা বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখি ছেলের সারা শরীরে ছোপ ছোপ রক্ত। আর এখন টাকার জন্য চিকিৎসাও করতে পারছি না। দিনরাত ২৪ ঘণ্টা ছেলে চিৎকার করছে। এখন পর্যন্ত ছেলেকে কেউ দেখতেও আসেনি। কেউ সহযোগিতা করেনি।’

আলমগীরের প্রতিবেশী ও আত্মীয় গোলজার মোল্লা বলেন, ‘আলমগীর অত্যন্ত ভালো ছেলে। ছাত্র আন্দোলনে গিয়ে ছেলেটা গুলি খেয়ে আহত অবস্থায় পড়ে আছে। টাকার অভাবে পরিবার তার চিকিৎসা করাতে পারছে না।’

এসব বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আলমগীর আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানি। ঢাকাতেও সে আন্দোলনে অংশ নিয়েছিল। আমরা জেলার পক্ষ থেকে তাকে সহযোগিতা করতে পারিনি। স্থানীয় নেতারা সহযোগিতা করেছে কি না, জানা নেই। তবে এটা তাদের দায়িত্ব। সহযোগিতা না করে থাকলে সহযোগিতার ব্যবস্থা করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চালসহ কৃষকদল নেতা ধরা, দল থেকে বহিষ্কার

ঢাবি ছাত্রদল সভাপতির এই মানসিকতাকে স্বাগত জানাই : হাসনাত

জুলাই গণঅভ্যুত্থানকে ঢাবি ছাত্রদল সভাপতির ‘তথাকথিত আন্দোলন’ আখ্যা, শিবিরের নিন্দা 

‘মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ট্রেনিং-রিসার্চকে গুরুত্ব দিতে হবে’

কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর হত্যা মামলা

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তি

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিকশায় ঘোরানো ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

আ.লীগের হাতে গত ১৫ বছর আলেম সমাজ লাঞ্ছিত হয়েছে : রহমাতুল্লাহ

১১

চট্টগ্রামে পলিটেকনিকের শিক্ষার্থীরা এবার বসলেন আমরণ অনশনে

১২

বগুড়ায় ৫ ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

১৩

৩ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ফরিদপুর

১৪

ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন ‘প্ল্যান বি’

১৫

আ.লীগের মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতার ছেলে গ্রেপ্তার

১৬

১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচন চায় এনসিপি

১৭

সরিয়ে দেওয়া হলো স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও

১৮

রেকর্ড ভেঙে সোনার দামে নতুন ইতিহাস

১৯

আরেক দেশকে নিয়ে ‘বিশাল যুদ্ধ মহড়ায়’ যুক্তরাষ্ট্র

২০
X