অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন এক বায়োনিক চোখ আবিষ্কার করেছেন, যা অন্ধত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখতে পারে। দীর্ঘ ১৪ বছরের গবেষণায় ‘জেনারিস বায়োনিক ভিসন সিস্টেম’ নামে এই প্রকল্পে সফলতা আসে। এই চোখের মাধ্যমে এমন সব অন্ধত্ব দূর করা সম্ভব হবে, যা আগে চিকিৎসাযোগ্য ছিল না।
জেনারিস বায়োনিক ভিসন সিস্টেম ক্ষতিগ্রস্ত অপটিক্যাল স্নায়ুর মধ্য দিয়ে সরাসরি মস্তিষ্কের ভিজুয়াল সেন্টারে সিগন্যাল পাঠায়, যা থেকে ইমেজ তৈরি হয়। এই চিকিৎসা প্রযুক্তি এরই মধ্যে ভেড়ার ওপর ব্যবহার করা হয়েছে, যেখানে ভালো ফল পাওয়া গেছে। মেলবোর্নে এই সফল পরীক্ষার পর মানুষের ওপর এই প্রযুক্তি ব্যবহারের তোড়জোড় শুরু হয়েছে।
মোনাশ বিশ্ববিদ্যালয় ২০১০ সালে আলফ্রেড হেলথ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে জেনারিস বায়োনিক ভিসন সিস্টেম প্রকল্প শুরু করে। মোনাশ ভিসন গ্রুপের আওয়াতাধীন এই প্রকল্পে তারবিহীন এমন এক প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে, যেখানে বায়োনিক চোখ ব্যবহারকারীর মস্তিষ্কে একটি ক্ষুদ্র আকৃতির চিপ বসানো হবে। বায়োনিক চোখ থেকে যে সিগন্যাল পাঠানো হবে, তা চবিতে পরিণত করবে মস্তিষ্কে বসানো ওই চিপ। সূত্র: নিউজ ১৮