ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০১:৪৪ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১০:৩১ এএম
প্রিন্ট সংস্করণ
সমাবেশে কাদের

ভারতে আওয়ামী লীগ প্রতিনিধিদল যাওয়ায় বিএনপির ঘুম নেই

ভারতে আওয়ামী লীগ প্রতিনিধিদল যাওয়ায় বিএনপির ঘুম নেই

আওয়ামী লীগের প্রতিনিধিদল ভারতে যাওয়ায় বিএনপি নেতাদের ঘুম নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, চার-পাঁচ দিন ধরে দেখছি সুর নরম হয়ে আসছে। একদফারও বেলা শেষ। দম ফুরিয়ে আসছে। চোখে-মুখে অন্ধকার দেখছে তারা। শুকিয়ে গেছে চোখ-মুখ। আমাদের প্রতিনিধিদল ভারত যাওয়ায় বিএনপি নেতাদের ঘুম নেই। বিদেশে আমাদের বন্ধু আছে। প্রভু নেই। ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, চীনের সঙ্গেও বৈঠক হয়েছে। এর আগে আওয়ামী লীগের এক সভাপতিমণ্ডলীর সদস্যের নেতৃত্বে কানাডায় গেছে প্রতিনিধিদল। এবার একটি প্রতিনিধিদল ভারতে গেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ১৫ আগস্ট ও ৩ নভেম্বর জেলহত্যার মাস্টারমাইন্ড উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান ১৫ আগস্টের মাস্টারমাইন্ড। প্রমাণ রয়েছে খুনিদের জবানবন্দিতে। তিনি ৩ নভেম্বরের মাস্টারমাইন্ড। তাদের ছেলে যুবরাজ মুচলেকা দিয়ে বিদেশে পলায়ন করেছে আর রাজনীতি করবে না। চলে গেছে লন্ডনে। এখন রাজনীতি শুধু করে না, প্রতিদিনই বক্তব্য, পরামর্শ দেয়। আদালত বলেছেন, সে দণ্ডিত, তার বক্তব্য কোনো প্রচার যন্ত্রে প্রচার হবে না। তার পরও সে কেন করে যাচ্ছে। এটা তো আদালতেরও দেখার ব্যাপার আছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বঙ্গমাতার শুভ জন্মদিনে আমি একটি বিষয়ে ফখরুল সাহেবের (বিএনপি মহাসচিব) কাছে আবারও জানতে চাই, একজন মানুষের কয়টা জন্মদিন থাকে? মির্জা ফখরুল, আপনি মাঝে মাঝে এমন ভাব দেখান আপনার মতো গণতান্ত্রিক ও মানবতাসম্পন্ন মানব আর বোধ হয় একটিও নেই। আপনি এমন সুন্দর করে মিথ্যা কথাকে সত্য বলে বয়ান করেন। আপনার নেত্রীর ছয়টা জন্মদিন কেন, আমি সে জবাব পাইনি। আপনারা আবারও ১৫ আগস্টে জন্ম দিবস পালন করবেন। আর কত।

আমেরিকা প্রসঙ্গে তিনি বলেন, যারা আমাদের গণতন্ত্রের ছবক দেয়, গণতন্ত্রের শিক্ষা দেয় আমি অবাক হলাম সেই দেশে নারী কেলেঙ্কারিসহ এমন কোনো কেলেঙ্কারি নেই, যে অভিযোগে অভিযুক্ত নয়। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যত অভিযোগ বাড়ছে, ততই তার পক্ষে জনমত বৃদ্ধি পাচ্ছে। জরিপে দেখেছি, ২০২৪-এ নির্বাচন সামনে রেখে এই মুহূর্তে বাইডেন ও ট্রাম্পের জনপ্রিয়তা সমান সমান। এ বিষয়গুলো দেখে মাঝে মাঝে ভাবি বিশ্ব রাজনীতিতে যারা গণতন্ত্র ও মানবাধিকারের মোড়ল-মাতব্বর তাদের নিজেদের দেশে গণতন্ত্র কেমন আছে।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে। সিদ্ধান্তটা সঠিক কী বেঠিক, তা জনগণের কাছে শুনব। আইনে যদি কোনো কারেকশনের দরকার হয়, সেটা আমরা করব।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১০

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১১

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১২

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৩

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

১৪

‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৫

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

১৬

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’

১৭

উৎসবের আবহে উদযাপিত হলো টাইমস স্কয়ার দুর্গা উৎসব

১৮

অবশেষে মুখ খুললেন আরিয়ান খান

১৯

৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে কী বলছে মাউশি

২০
X