বশির হোসেন, খুলনা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

সুন্দরবনের মন ভালো নেই!

চতুর্মুখী চাপ
সুন্দরবনের মন ভালো নেই!

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন বর্তমানে চতুর্মুখী সংকটে পড়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ, অনিয়ন্ত্রিত পর্যটন ও অবৈধ স্থাপনার ফলে বন ও এর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। অথচ দুর্যোগ ও বন্যা থেকে দক্ষিণাঞ্চলসহ সারা দেশকে রক্ষাকারী এই বন সংরক্ষণে কার্যকর উদ্যোগের অভাব প্রকট।

অবৈধ রিসোর্ট ও অনিয়ন্ত্রিত পর্যটন: খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে বন সংলগ্ন এলাকায় অনিয়ন্ত্রিত পর্যটন এবং অবৈধ রিসোর্ট নির্মাণের ফলে সুন্দরবনের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। ইকো কটেজ ও ইকো রিসোর্টের নামে গড়ে ওঠা এসব স্থাপনায় কংক্রিটের ভবন, এসি, জেনারেটর ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যা বনাঞ্চলের মাটি ও পানি দূষিত করছে। বন বিভাগের তথ্য মতে, সুন্দরবনের পাশে ইতোমধ্যে ২৩টি রিসোর্ট ও কটেজ নির্মিত হয়েছে, যা প্রতিনিয়ত বাড়ছে।

পরিবেশ বিজ্ঞানী ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী জানান, সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ ঘোষণা করা হয়েছে, যেখানে কোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ; কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করেই সেখানে পর্যটন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, যা বন ধ্বংসের কারণ হয়ে উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, সুন্দরবনে বর্তমানে সহস্রাধিক পর্যটক ঘোরাফেরা করছে, এবং বনের গহীনে ২৯টি বিলাসবহুল নৌযান সার্বক্ষণিক অবস্থান করছে। বন সংরক্ষণের নীতিমালা লঙ্ঘন করে এসব নৌযান বনজীব ও বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করছে। ইকোট্যুরিজমের নামে এসব নৌযানে বন ভ্রমণ নয়, বরং পিকনিক ও উচ্চশব্দে গান-বাজনার আয়োজন করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার প্রভাব: জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনে লবণাক্ততা দ্রুত বাড়ছে, যা বনাঞ্চলের বিস্তার কমিয়ে দিচ্ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, ১৯০৪ সালে সুন্দরবনের আয়তন ছিল ১১ হাজার ৯০৪ বর্গকিলোমিটার, যা ২০২৪ সালে এসে ১১ হাজার ৫০৬ বর্গকিলোমিটারে নেমে এসেছে।

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, বর্তমানে সুন্দরী গাছের ৪০ শতাংশ ‘আগা মরা রোগে’ আক্রান্ত। ২০১২ সালে বনের নদী ও খালগুলোর পানিতে লবণাক্ততা ছিল ৯.৩-১৮.৮ পিপিটি, যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ১২.৮-২৪.৫ পিপিটি। এর ফলে চারা গজানোর হার কমে গেছে, যা সুন্দরবনের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য বড় হুমকি।

হরিণ শিকারের মচ্ছব: সুন্দরবনে বর্তমানে হরিণ শিকারের হার ব্যাপকভাবে বেড়েছে। সুন্দরবন-সংলগ্ন এলাকাগুলোতে গরুর মাংসের চেয়ে কম দামে হরিণের মাংস বিক্রি হচ্ছে, যার ফলে চোরা শিকারিদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। বন বিভাগের তথ্যমতে, শুধু খুলনার কয়রা উপজেলায় ৩০টি এবং দাকোপে ১৫টি সক্রিয় শিকারি দল রয়েছে।

গত তিন মাসে পুলিশ, কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ৪৮০ কেজি হরিণের মাংস, পাঁচটি চামড়া ও বেশ কয়েকটি হরিণের মাথা জব্দ করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এটি সামগ্রিক শিকারের একটি ছোট অংশ মাত্র। অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, ‘হরিণ শিকার এখন একটি ব্যাধিতে পরিণত হয়েছে। শখের বসেও হরিণ শিকার করা হচ্ছে, যা সুন্দরবনের বাস্তুসংস্থান ধ্বংসের আশঙ্কা তৈরি করছে।’

সংরক্ষণের প্রয়োজনীয়তা: সুন্দরবন রক্ষায় বন বিভাগের টহল জোরদার করাসহ স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। বন সংরক্ষণ নীতিমালার কঠোর বাস্তবায়ন, অবৈধ পর্যটন ও রিসোর্ট নির্মাণ বন্ধ করা এবং চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া বনকে রক্ষা করা সম্ভব নয়।

পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, ‘বন্যপ্রাণী শিকার এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে বন রেঞ্জাররা ঝুঁকি নিয়ে কাজ করছে। তবে স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এটি সফল হবে না।’

সুন্দরবনে পর্যটনের প্রভাব নিয়ে গবেষণা করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালমা বেগম। তিনি বলেন, সুন্দরবনে একটি জটিল ও সংবেদনশীল বাস্তুতন্ত্র রয়েছে। যেখানে কোনো উপাদানের সামান্যতম তারতম্য হলে ওই প্রক্রিয়ায় বিরূপ প্রভাব পড়ে। বর্তমানে সুন্দরবনে যে পর্যটন ব্যবস্থা চলছে, তা কোনোভাবেই পরিবেশসম্মত নয়।

সুন্দরবন আমাদের প্রাকৃতিক রক্ষাকবচ, যা দেশের জলবায়ুর ভারসাম্য রক্ষা করে এবং দুর্যোগ প্রতিরোধে ভূমিকা রাখে। এর সংরক্ষণে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এর অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলার বিষয়ে জুলকারনাইন সায়েরের পোস্ট 

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যোগ দিতে বাধা

এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ

নিয়ম পরিবর্তন করে নির্বাচন দেন, আপত্তি থাকবে না : হাসনাত

তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

মানুষ ঘুমের মধ্যে কেন হাসে, কী করণীয়

জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে : মেঘমল্লার বসু

১০

বাড়ি বেচে দিলেন সোনু সুদ

১১

বাইচের নৌকা ডুবে নিহত ২

১২

মার্কিন আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষিত

১৩

বায়ুদূষণে চ্যাম্পিয়ন কামপালা, ঢাকার অবস্থান কত

১৪

সব সময় ক্লান্ত লাগার ৫ সাধারণ কারণ

১৫

পরীক্ষামূলকভাবে আজ শুরু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

১৬

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

১৭

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৮

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

১৯

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

২০
X