

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। খুলনা ছাড়াও ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম কেন্দ্রে পরীক্ষায় দিতে পারবেন শিক্ষার্থীরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ১ হাজার ১০৯টি। এর বিপরীতে আবেদন করেছে ১ লাখ ৮ হাজার ২৬৬ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৯৭ জন।
আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা। এ পরীক্ষা শুধু খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন।
একই দিন দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) ভর্তি পরীক্ষা। এই পরীক্ষা খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী—চারটি কেন্দ্রেই অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট পরীক্ষার্থী ৩৬ হাজার ৭৩৪ জন।
অপরদিকে, আগামী ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটে পরীক্ষার্থী সংখ্যা ৩৮ হাজার ৯৬১ জন। পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে।
এদিনই দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটে মোট পরীক্ষার্থী রয়েছে ২৮ হাজার ৯৬৮ জন।
ভর্তি পরীক্ষার বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে এবারও আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছি। খুলনার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা ভর্তি-ইচ্ছুকদের জন্য আরও সহজতর ও সুলভ হয়েছে।
প্রসঙ্গত, খুবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ৩০ ডিসেম্বর। চূড়ান্ত ভর্তি শেষে ২০২৬ সালের ২৫ জানুয়ারি ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে।
মন্তব্য করুন