আমেনা হীরা
প্রকাশ : ২০ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৭:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ
কোরবানি বন্ধের নির্দেশ

কলকাতার ডেপুটি হাইকমিশনারের বিরুদ্ধে ব্যবস্থার কথা ভাবছে সরকার

কলকাতায় নবনিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ। ছবি : সংগৃহীত
কলকাতায় নবনিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ। ছবি : সংগৃহীত

ঈদুল আজহায় ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে কোরবানি দেওয়ার রীতি দীর্ঘদিনের। সেই রীতি ভেঙে ডেপুটি হাইকমিশনে এবার কোরবানি বন্ধের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ। তার এ পদক্ষেপের ফলে কলকাতায় বাংলাদেশ মিশনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় উচ্চ পর্যায় থেকে জরুরি ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মিশন সূত্রে জানা গেছে। অন্যদিকে, একটি নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে, নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনারের এমন নির্দেশে অন্তর্বর্তী সরকারও বেশ বিব্রত। ফলে তার তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার।

জানা গেছে, শাবাব বিন আহমেদ কলকাতা মিশনে যোগদানের আগেই কোরবানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন, যদিও কলকাতা মিশনে কোরবানি করার রেওয়াজ দীর্ঘদিনের। ৪০ বছরেরও বেশি সময় ধরে সেখানে

ঈদুল আজহায় কোরবানি হয়ে আসছে। প্রতি বছর সেখানে পাঁচ থেকে সাতটি গরু ও ছাগল কোরবানি করা হয় এবং এর একটি বড় অংশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় পাঠানো হয়। তাছাড়া মিশনের আশপাশে বসবাসকারী প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলিম হওয়ায় নবনিযুক্ত মিশনপ্রধানের নির্দেশনাকে ভালোভাবে নেয়নি মিশনের কর্মকর্তা-কর্মচারীরাও। সরকারও বিষয়টিকে নেতিবাচকভাবে নেওয়ায় এ বিষয়ে শাবাব বিন আহমেদের বক্তব্য জানতে তাকে ঢাকায় তলব করা হতে পারে।

কলকাতায় নতুন মিশনপ্রধান শাবাব বর্তমানে হেগে মিনিস্টার (রাজনৈতিক) হিসেবে কর্মরত। আগামী জুনের প্রথম সপ্তাহের মধ্যে তার কলকাতা মিশনের দায়িত্ব নেওয়ার কথা।

সংশ্লিষ্ট সূত্র বলছে, কলকাতার নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার যখন কোরবানি বন্ধের নির্দেশ দেন, তখন দূতাবাসের কর্মকর্তারা তাকে মিশনের দীর্ঘদিনের কোরবানির ঐতিহ্য এবং এর স্পর্শকাতরতার কথা বারবার তুলে ধরেন এবং এ ধরনের পদক্ষেপ নিতে অপারগতা জানান। কিন্তু নতুন মিশনপ্রধান তাদের কোনো যুক্তিই মানতে রাজি হননি। একপর্যায়ে দূতাবাসের কর্মকর্তারা নতুন মিশনপ্রধানকে প্রয়োজনে কোরবানির পর দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান। তবে শাবাব সাফ জানিয়ে দেন, তিনি ঈদের আগেই দায়িত্ব নেবেন এবং কোরবানির সব ধরনের প্রস্তুতিও বন্ধের নির্দেশ দেন তিনি। এতে মিশনের কর্মীরাও তার ওপর ক্ষুব্ধ।

এ নিয়ে শাবাব বিন আহমেদ বিভিন্ন স্থানে বলেছেন, কলকাতা ছাড়া আর কোনো মিশনে কোরবানি হয় না। আমি এর আগে আরও পাঁচটি মিশনে দায়িত্ব পালন করেছি। কোথাও কোরবানি করা হয় না। আমরা কূটনীতিকরা দেশের জন্য কাজ করি। আমরা যেখানে কাজ করব, সেখানকার পরিবেশ-পরিস্থিতির কথা আমাদের মাথায় রাখা দরকার।

তিনি আরও বলেছেন, আমাদের স্বাগতিক দেশের রীতিনীতি মেনে চলা উচিত। কূটনীতিক হিসেবে হোস্ট কান্ট্রির আস্থা অর্জন করা জরুরি। আমাদের কলকাতা মিশনের নিরাপত্তায় ২৫ জনের মতো নিরাপত্তাকর্মী থাকে। তারা তো গরুকে পূজা করে। একবার ভেবে দেখেছেন, তারা যাকে পূজা করে, যখন আমরা সেটাকে জবাই করি, তাদের মনের অবস্থা কী হয়? এগুলো আমাদের মাথায় রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ রক্ষায় রাষ্ট্রনায়ক জিয়ার পদক্ষেপ ছিল যুগান্তকারী : মিফতাহ সিদ্দিকী

স্বাস্থ্য পরামর্শ / রক্তদাতার যত্ন: সজীব শরীর, সচেতন জীবন

‘আমি যেন বার বার ফিরে আসতে পারি আপনাদের হৃদয়ে’

‘টাঙ্গুয়ার হাওরে টুরিস্ট পুলিশের তথ্যসেবা কেন্দ্র করা হবে’

বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

চবিসাসের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক কালবেলার জাহিদুল

প্রশিক্ষণার্থী নারীকে অপদস্থের পর ক্ষমা চাইলেন সেই কৃষি কর্মকর্তা

জাবি শিক্ষার্থীদের তথ্য ফাঁস; নেপথ্যে জাতীয়তাবাদী শিক্ষক

‘ফটোগ্রাফার রাফিদের স্মরণে ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করা হবে’

তেলের ডিপোর ট্যাংকে আটকে শ্রমিকের মৃত্যু

১০

অনির্বাচিত সরকার সব কিছুর সমাধান করতে পারে না : যুবদল সভাপতি

১১

ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সচেষ্ট সরকার : আইসিটি সচিব

১২

রাজউকের সার্ভারে ঢুকে ভবনের অনুমোদন করিয়ে নিয়েছিল হ্যাকার নিজেই

১৩

সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্রাইব্যুনালের প্রসিকিউট ও তদন্তকারী কর্মকর্তারা

১৪

জুলাই ঐক্যের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

১৫

অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ : নাহিদ ইসলাম

১৬

এবার আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

১৭

শীতের শুরুতে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন

১৮

ডাকসুর রোডম্যাপ দাবিতে ৩২ ঘণ্টা ধরে অনশনে বিন ইয়ামিন

১৯

বই চুরির মামলায় অ্যাকাডেমিক সুপারভাইজার গ্রেপ্তার

২০
X