নানা শঙ্কা কাটিয়ে বিএনপিপন্থি চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার। ছয় বছরের বেশি সময় পর অনুষ্ঠেয় কাউন্সিলের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বহুপ্রতীক্ষিত ড্যাবের এবারের কাউন্সিলে সদ্য সাবেক সভাপতি ডা. হারুন-ডা. শাকিল এবং সাবেক সভাপতি ডা. আজিজ-ডা. শাকুরের নেতৃত্বে পৃথক প্যানেল ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ড্যাবের এবারের শীর্ষ পাঁচটি পদের বিপরীতে দুটি প্যানেলের মোট ১০ জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। উভয় প্যানেলই নির্বাচনী ইশতেহারে ফ্যাসিবাদমুক্ত ড্যাব গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রেখেছে। নির্বাচন ঘিরে এরই মধ্যে উভয় প্যানেলের প্রার্থীরা সারা দেশে পরিচিতি সভা ও ভোটের জমজমাট প্রচারণা শেষ করেছে। নির্বাচন উপলক্ষে রাজধানীর অলিগলি হাসপাতাল ঘিরে ব্যানার-ফ্যাস্টুনে ছেয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ, সাবেক পিজি) জাতীয়তাবাদী চিকিৎসকদের ব্যাপক সমাগমের মাধ্যমে হারুন-শাকিল প্যানেলে পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান হয়েছে। অন্যদিকে আজিজ-শাকুর প্যানেলও গতকাল বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিচিতি ও সংবাদ সম্মেলন করেছে। অর্থাৎ, ঐক্যবদ্ধ ও শক্তিশালী ড্যাব পুনর্গঠনের লক্ষ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন উভয় প্যানেলের প্রার্থীরা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ড্যাবের কাউন্সিলের ভোটগ্রহণ হবে। প্রায় ৩ হাজার ১৩১ জন ভোটার ড্যাবের কাউন্সিলে ভোট দেবেন বলে সংশ্লিষ্টরা জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, সর্বশেষ ২০১৯ সালের ২৪ মে কাউন্সিলরদের সরাসরি ভোটে অধ্যাপক ডা. হারুন আল রশীদ সভাপতি এবং ডা. মো. আব্দুস সালাম মহাসচিব নির্বাচিত হন। সেইসঙ্গে হারুন-
সালামের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়। ড্যাবের ২৭১ সদস্যের ওই কমিটিতে কোষাধ্যক্ষ পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সভাপতি পদে ডা. মো. আবদুস সেলিম ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন ডা. মো. মেহেদী হাসান।
২০২৪ সালের ২৫ মে কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ২৪ মার্চ পৃথক বিজ্ঞপ্তিতে ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার কথা জানায় বিএনপি। পাশাপাশি সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য ১২ সদস্যের সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটিও গঠন করা হয়। কমিটিকে ৪৫ দিনের মধ্যে ড্যাবের সম্মেলন আয়োজনের কথা বলা হলেও নানা কারণে সেটি সম্ভব হয়নি। এখন বেশকিছু প্রক্রিয়া শেষ করে আগামীকাল কাউন্সিল অনুষ্ঠানে সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন পরিচালনা কমিটি।
জানা যায়, গত ২৫ জুলাই ড্যাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী তপশিল ঘোষণা করা হয়। ঘোষিত তপশিল অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এখন ভোট গ্রহণের পালা। আগামীকাল শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভোট গ্রহণ হবে।
প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার বলেন, ড্যাবের কাউন্সিলে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি শেষ করা হয়েছে। ৯ আগস্ট উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট গ্রহণ সম্পন্ন হবে। এবারের কাউন্সিলে ড্যাবের প্রায় ৩ হাজার ১৫০ জনের মতো কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবারও ড্যাবের পাঁচটি শীর্ষ পদের জন্য ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে হারুন-শাকিল পরিষদের প্রার্থীরা হলেন সভাপতি পদে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব পদে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ড্যাবের সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব জনস্বাস্থ্য ও পুষ্টিবিদ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে অর্থোপেডিক সার্জারি অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু।
আজিজ-শাকুর পরিষদের প্রার্থীরা হলেন সভাপতি পদে বাংলাদেশ শিশু হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, মহাসচিব পদে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের রেসপিরেটরি বিভাগের অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধক্ষ্য পদে ইউরোলজিস্ট ডা. তৌহিদ উল ইসলাম জন ও সিনিয়র যুগ্ম মহাসচিব পদে বিএমইউর উপ-রেজিস্ট্রার ডা. আবু মো. আহসান ফিরোজ।
সভাপতি প্রার্থী সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, বিএনপির দুঃসময়ে আমরা চিকিৎসকদের সরাসরি ভোটে নির্বাচনের মাধ্যমে ড্যাবের দায়িত্ব গ্রহণ করি। যে সময় মহামারি করোনায় বিশ্ব বিপর্যস্ত ছিল, সে সময় দায়িত্ব নিয়েই ড্যাব নেতারা বিগত আন্দোলন-সংগ্রামে প্রতিটি কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রেখেছে। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি করোনাভাইরাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মাঠে নিরলসভাবে সক্রিয় ছিলাম। প্রান্তিক মানুষের মধ্যে ড্যাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, ত্রাণ ও ওষুধ বিতরণ করা হয়েছে। ৯ আগস্ট ড্যাবের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আমরা কাউন্সিল উপলক্ষে মতবিনিময় সভা ও পরিচিতি পর্ব শেষ করেছি।
জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আশা করি ড্যাবের নেতাকর্মী ও ভোটাররা আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করবেন। কেননা, সম্মেলনের মাধ্যমে কমিটি করলে গণতান্ত্রিক চর্চা বিকশিত ও সবার কাছে গ্রহণযোগ্য হয়। কাউন্সিলে প্রকৃত নেতাদের মূল্যায়নের সুযোগ থাকে। জয়ী এবং পরাজিত প্যানেলের লোকজন মিলেমিশে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়। এই চর্চা কেন্দ্র থেকে তৃণমূলে সর্বত্র অব্যাহত রাখলে দলের লাভ হবে।
এদিকে গতকাল সকালে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে আজিজ-শাকুর প্যানেলের পরিচিত উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটির কাছে সরবরাহ করা সদ্য বিলুপ্ত কমিটির তালিকায় অনেক অসংগতি রয়েছে বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পাঁচ দফা অঙ্গীকার সংবলিত ইশতিহারও ঘোষণা করা হয়। আজিজ-শাকুর প্যানেলে সভাপতি প্রার্থী ও সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক কালবেলাকে বলেন, আমরা আট দিনে প্রায় ৯০ ভাগ নির্বাচনী কার্যক্রম শেষ করেছি। দিনে চার থেকে পাঁচটি মেডিকেলে সভা করেছি। বহুদিন পর একটি কাউন্সিল হতে যাচ্ছে, আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
১৯৮৯ সালে অধ্যাপক ডা. জাকির হোসেনকে আহ্বায়ক এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে সদস্য সচিব করে ড্যাবের প্রথম কমিটি গঠন করা হয়। এরপর প্রথম ১০ বছরের মধ্যে চারটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সর্বশেষ ডা. হারুন-ডা. সালামের নেতৃত্বে চলছিল ড্যাব।
মন্তব্য করুন