মেহেদী সোহেল, ফরিদপুর
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ
ফরিদপুর

তিনটিতে বিএনপি এগিয়ে, একটিতে চতুর্মুখী লড়াই

তিনটিতে বিএনপি এগিয়ে, একটিতে চতুর্মুখী লড়াই

নয়টি উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসন। এখানকার চারটি আসনে বিভিন্ন দলের ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফরিদপুরের ভোটারদের, বিশেষ করে তরুণ ভোটারদের আগ্রহ বিএনপিকে ঘিরেই। শুধু ফরিদপুর-১ আসনে বিএনপি-জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেলেও বাকি তিনটিতে ধানের শীষকেই এগিয়ে রাখছেন এখানকার ভোটাররা।

ফরিদপুর-১: আলফাডাঙ্গা, মধুখালী ও বোয়ালমারী উপজেলার নিয়ে গঠিত এ আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এই আসনে বিএনপির পক্ষে একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী থাকলে শেষ মুহূর্তে তারা খন্দকার নাসিরুল ইসলামকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ কারণে ধানের শীষের এই প্রার্থীর অবস্থান বর্তমানে অনেকটা সুসংহত। তবে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত প্রার্থী অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেন বলে ধারণা স্থানীয় ভোটারদের। এ ছাড়া জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলনও এখানকার প্রভাশালী প্রার্থী। ১২ ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ে ফরিদপুর-১ আসনে এই তিন প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র শিল্পপতি মোহাম্মদ আবুল বাশার খান (ফুটবল), বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির মৃন্ময় কান্তি দাস (রকেট), স্বতন্ত্র মো. গোলাম কবির মিয়া (মোটরসাইকেল), স্বতন্ত্র মো. হাবিবুর রহমান (হরিণ) ও জাতীয় পার্টির সুলতান আহমেদ খান (লাঙ্গল)।

ফরিদপুর-২: নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত এ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তার বাবা বর্ষীয়ান রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী। এ ছাড়া তিনি ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। বাবার সুনামের পাশাপাশি দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নিজেকে জনগণের কাছে সমান জনপ্রিয় করে তুলেছেন শামা ওবায়েদ, যা তাকে নির্বাচনে অন্য সব প্রার্থী থেকে এগিয়ে রাখছে বলে মনে করছেন এই আসনের ভোটাররা।

এখান থেকে প্রবীণ আলেম মো. আকরাম আলী (ধলা হুজুর) বাংলাদেশ খেলাফত মজলিস থকে রিকশা প্রতীকে নির্বাচন করছেন। জামায়াতে ইসলাম তাকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী রাখেনি। তারপরও তরুণ ভোটারদের আগ্রহ কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদকে ঘিরেই।

এ ছাড়া এ আসনে আকরামুজ্জামান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতীকে, ফারুক ফকির গণধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে, মোহাম্মদ নাজমুল হাসান বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে, শাহ মো. জামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা ধানের শীষ ও রিকশা প্রতীকের মধ্যে হলেও ধানের শীষকেই এগিয়ে রাখছেন ভোটাররা।

ফরিদপুর-৩: সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে একসময় বিএনপির ঘাঁটি ছিল। সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ এ আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার তার জ্যেষ্ঠ কন্যা নায়াব ইউসুফ আহমেদ বিএনপির টিকিটে ধানের শীষ প্রতীকে প্রথমবার এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কেবল রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে নয়, নিজে দলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত। নায়াব ইউসুফ বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত এক দশকের বেশি সময়ের প্রতিকূল পরিস্থিতিতে, বিশেষ করে রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। যে কারণে তার বাবার মতো তাকেও এ আসনের সংসদ সদস্য হিসেবে প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। ফরিদুপর-৩ আসনে নায়াব ইউসুফের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আবদুত তাওয়াব। তিনি জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও ফরিদপুর অঞ্চলের টিম সদস্য। এ আসনে ধানের শীষ এগিয়ে থাকলেও দাঁড়িপাল্লা বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে অনেকের ধারণা। এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র মোরশেদুল ইসলাম আসিফ (হরিণ), সিপিবির মো. রফিকুজ্জামান মিয়া (কাস্তে), জাসদের আরিফা আক্তার বেবী (তারা) ও ইসলামী আন্দোলনের কে এম ছারোয়ার (হাতপাখা)।

ফরিদপুর-৪: চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত এ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। প্রায় এক বছর আগে তিনি দলটির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুর-২ ছেড়ে ফরিদপুর-৪ সংসদীয় আসনের জন্য কাজ শুরু করেন। এরপর থেকে এ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রথমদিকে দলটির মনোনয়নপ্রত্যাশী অন্য নেতাদের মধ্যে কিছুটা দূরত্ব থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কেটে যাওয়ায় এখানে ধানের শীষ সুবিধাজনক স্থানে আছে। এ ছাড়া নির্বাচন কমিশনের এ আসন থেকে দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনে কেটে নেওয়া নিয়ে ভাঙ্গায় ব্যাপক সংঘর্ষ, সড়ক অবরোধ, সরকারি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ইউনিয়ন দুটি ফরিদপুর-৪ আসনে ফেরত পেতে হাইকোর্টে রিট করেন বাবুল। সেই রিটের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন দুটি ফেরত পায় ফরিদপুর-৪ আসন। এ বিষয়টি বাবুলকে জনসমর্থন পেতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন এই আসনের ভোটাররা।

জামায়াতে ইসলামীর প্রার্থী ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সরোয়ার হোসাইন এ আসনে শহিদুল ইসলাম বাবুলের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও ভোটাররা ধানের শীষকেই এগিয়ে রাখছেন। এ ছাড়া ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টির রায়হান জামিল (লাঙ্গল) স্বতন্ত্র এ এ এম মুজাহিদ বেগ (ফুটবল), খেলাফত বাংলাদেশ মজলিশের মিজানুর রহমান (রিকশা), স্বতন্ত্র মো. মুজিবুর হোসাইন (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক চোকদার (হাতপাখা), সিপিবির আতাউর রহমান (কাস্তে) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন / পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে শিশুরা : বিএফইউজে মহাসচিব

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি হবে ভয়াবহ : ইসি সানাউল্লাহ

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

১০

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

১১

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

১২

শুভশ্রীর রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন রাজ

১৩

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

১৪

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

১৫

বৃদ্ধ দম্পতিকে হত্যা

১৬

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

১৭

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

১৮

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

১৯

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

২০
X