শরীফ উদ্দিন বিশ্বাস, কুষ্টিয়া
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

রাজনীতিতে বিস্ময়কর উত্থান তুষারের

যুবকের ৯ টুকরা লাশ
ইয়াছির আরাফাত তুষার। ছবি: সংগৃহীত
ইয়াছির আরাফাত তুষার। ছবি: সংগৃহীত

রাজনীতিতে খুব একটা অভিজ্ঞ নন, ভালো বক্তৃতা দিতে পারেন না। অথচ এই ইয়াছির আরাফাত তুষারই অল্প বয়সে বাগিয়ে নিয়েছিলেন জেলা ছাত্রলীগের সভাপতির পদ। বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের মতো আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠনের শীর্ষ পদে আসীন তিনি। সভাপতির মতো এই গুরুত্বপূর্ণ পদ পুঁজি করে অল্প বয়সেই গড়েছেন টাকার পাহাড়। গাড়ি-বাড়ি থেকে শুরু করে বিপুল সম্পদের মালিক তিনি। বর্তমানে পদ্মার (কুষ্টিয়া অঞ্চল) অঘোষিত বালু সম্রাট বলা হয় তাকে। নৌপথে পদ্মায় অবৈধভাবে কোটি কোটি টাকার বালু লুটের যে মহোৎসব চলছে, তা তারই মদদে হয়ে থাকে।

দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৫ সালে শিলাইদহ কুঠিবাড়ী রক্ষাবাঁধ প্রকল্পে দরপত্রের বালু আত্মসাতের মধ্য দিয়ে ইয়াছির আরাফাত তুষারের অবৈধ কর্মকাণ্ডের সূত্রপাত। ওই সময় তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ওই পদ পুঁজি করে সরকারি নানা প্রকল্পে প্রভাব বিস্তার শুরু করেন। তখন শিলাইদহ কুঠিবাড়ী রক্ষাবাঁধ প্রকল্পে ৮ লাখ টাকার বালু সরবরাহের কাজ পান তিনি। ওই বালু প্রকল্পে সরবরাহ না করে স্থানীয় ইকবাল মাঝির কাছে বিক্রি করে দেন। ওই টাকায় কেনেন একটি ব্যক্তিগত গাড়ি। এরপর তার নজর পড়ে পদ্মার চরের বালুর দিকে। বিনা ইজারায় পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, নৌপথে চাঁদাবাজি শুরু করেন তুষার। তার পর থেকেই আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি।

জানা গেছে, প্রতিদিন তার আয় প্রায় ২ লাখ টাকা। যেখানে এক দিনেই তোলা হয় ২০ লাখ টাকার বালু। নিজের অর্থ-সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে নজর দেন পেশিশক্তির দিকে। নিজের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে হলেও ঘাঁটি গাড়েন কুষ্টিয়া শহরে। শহরের ছয়রাস্তার মোড় এলাকায় ২২ নম্বর ফয়সাল টাওয়ারে প্রায় কোটি টাকার একটি ফ্ল্যাট কিনে নেন। সেখান থেকেই তার সঙ্গে পরিচয় আলোচিত কিশোর গ্যাং লিডার এসকে সজীবের। যে সজীবের নেতৃত্বে গত ৩১ জানুয়ারি মিলন হোসেন নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয় এবং মরদেহ ৯ টুকরা করে কুষ্টিয়ার হাটশ হরিপুর এলাকার পদ্মার চরে পুঁতে রাখা হয়। কুষ্টিয়া শহরে দুই শতাধিক কিশোরের একটি গ্যাং পরিচালনা করেন সজীব। আর তার প্রধান পৃষ্ঠপোষক ইয়াছির আরাফাত তুষার।

যেভাবে রাজনীতিতে উত্থান তুষারের

২০০৯ সালে বাবা জামিল হোসেন বাচ্চু সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হলে দুই সন্তানকে নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন মা সাদিয়া জামিল কণা। ঢাকাতেই পড়ালেখা করতেন ইয়াছির আরাফাত তুষার ও তার বোন। সেখানে পড়াশোনা শেষ না করেই কুষ্টিয়ায় ফিরে আসেন সপরিবারে। স্থানীয় এক প্রভাবশালী নেতার স্নেহভাজন তুষার ২০১২ সালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে আসীন হন। ২০১৬ সালে এক লাফে জেলা ছাত্রলীগের সভাপতি এবং ২০২৩ সালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদও বাগিয়ে নেন। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সংগঠনের শীর্ষ পদে আসীন হওয়া অনেককেই বিস্মিত করেছে। অথচ দীর্ঘদিন রাজনীতি করেও অনেক নেতা কাঙ্ক্ষিত পদ পাননি।

কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক তুষার

স্থানীয়রা জানিয়েছেন, ২০১২ সালে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে আসীন হওয়ার পর থেকেই তুষার কুষ্টিয়া শহরের বিভিন্ন অলিগালিতে গজে ওঠা সমাজের বখে যাওয়া ছেলেদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেন। উদ্দেশ্য—নিজের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি। ওই সময়ই পরিচয় হয় কুষ্টিয়া শহরের কালিশংকরপুর বস্তিতে বেড়ে ওঠা এস কে সজীবের সঙ্গে। কিশোর গ্যাংকে পুঁজি করে ২০১৬ সালে জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তুষার। তার পর থেকেই নিজের দাপট দেখতে থাকে কুষ্টিয়া শহরবাসী। শুধু পদ্মার একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতেই তিনি কিশোর গ্যাংকে ব্যবহার করেন। কুষ্টিয়া শহরে যেসব কিশোর গ্যাং লিডার রয়েছে, তাদের সবার সঙ্গেই সুসম্পর্ক তুষারের। তাদের নিয়ে সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে তুষারকে। অস্ত্র নিয়ে এসব মহড়ার স্থির ও ভিডিওচিত্র দেখা গেছে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে।

তুষারের যত সম্পদ

অভিযোগের বিষয়ে যা বললেন তুষার

সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। কালবেলাকে ইয়াছির আরাফাত তুষার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়, কিশোর গ্যাংয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। পদ্মার চরে বালু উত্তোলনেও আমি যুক্ত নই। নদীতে বালুবাহী একটি কার্গো জাহাজ রয়েছে, সেটিরও মালিক আমার বাবা। এ ছাড়া আমার কোনো ফ্ল্যাট কিংবা গাড়ি নেই। আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে, সব অসত্য ও ভিত্তিহীন। ব্যক্তিগত আক্রোশ থেকে শত্রুতা করে কেউ কেউ আমার বিরুদ্ধে এ অপপ্রচার চালাতে পারে। মিলন হত্যাকাণ্ডের হোতা এস কে সজীবের সঙ্গে সম্পর্ক থাকার কথাও অস্বীকার করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবজাতিকে বিলুপ্ত করতে কতগুলো পরমাণু বোমা লাগবে?

নভেম্বরের মধ্যে ইকসু নির্বাচনের আশ্বাস উপাচার্যের

ঢাকায় এসেছেন বিএসএফ ডিজি দালজিৎ সিং চৌধুরী

৭৩৯ ওষুধের দাম নির্ধারণ সরকারের হাতে

পুলিশের এডিসিকে ছুরিকাঘাত করা সেই ছিনতাইকারী গ্রেপ্তার

সিজিএসের সংলাপ / দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর দাবি

সৌরভ গাঙ্গুলী কি আসলেও ভারতের কোচ হচ্ছেন?

এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার টাকায়

হাইকোর্ট বিভাগে ২৫ জন বিচারক নিয়োগ

শিক্ষা খাতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

১০

ইউনাইটেড ফাইন্যান্সের নতুন মোবাইল অ্যাপ ‘উমা’ উদ্বোধন

১১

আর্জেন্টাইন গায়িকার প্রেমে ভালোই মজেছেন ইয়ামাল

১২

বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে : ড. ফরিদুজ্জামান

১৩

রাকসু নির্বাচন / দ্বিতীয় দিনে মনোনয়ন তুলেছেন ১৬ প্রার্থী

১৪

দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

১৫

৭ জেলায় নতুন পুলিশ সুপার

১৬

ডাকসু নির্বাচন / লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলনের 

১৭

ট্রাম্পের ভুল সমীকরণ, চীনের ফাঁদেই ধরা যুক্তরাষ্ট্র!

১৮

নিজ সন্তানকে কোলে নিতে আদালত প্রাঙ্গণে বাবার কান্না

১৯

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কাজিকি’, সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ মানুষকে

২০
X