এস কে সাহেদ, লালমনিরহাট
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ
ইতিহাস

প্রাচীন নিদর্শন সাহাবা আমলের মসজিদ

প্রাচীন নিদর্শন সাহাবা আমলের মসজিদ

বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীনতম নিদর্শন ৬৯ হিজরিতে সাহাবা আমলে তৈরি ‘হারানো মসজিদ’। রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের প্রায় ১ কিলোমিটার দক্ষিণে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে মসজিদটি অবস্থিত। পরে এটি ‘সাহাবায়ে কেরাম মসজিদ’ নামে নামকরণ করা হয়েছে।

জানা গেছে, পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজার ওই স্থানটি বহুদিন ধরে ছিল পতিত জঙ্গল। হিংস্র জীবজন্তু, সাপ-বিচ্ছুর ভয়ে কেউ ওই স্থানে যেতে সাহস পেত না। পরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে প্রাচীনকালের তৈরি ইট। যার মধ্যে ছিল ফুল অঙ্কিত। মাটি ও ইট সরাতে গিয়ে একটি পূর্ণ মসজিদের ভিত বেরিয়ে আসে। এ সময় একটি শিলালিপি পাওয়া যায়। যার মধ্যে স্পষ্ট অক্ষরে আরবিতে লেখা ছিল ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ হিজরি সন ৬৯। তখনই স্থানীয়রা বুঝতে পারেন, এটি একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ। পরে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়, যার নামকরণ করা হয় ‘সাহাবায়ে কেরাম মসজিদ’।

সদর থেকে মাইক্রোবাস, বাস কিংবা রিকশা নিয়ে হারানো মসজিদে যাতায়াত করা যায়। বর্তমানে ঐতিহাসিক এ মসজিদটি পুনরায় সংস্কারের মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।

প্রাচীন এই মসজিদটি দেখার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। তারা মসজিদে এসে নামাজ আদায় করেন। আবার অনেকে বিভিন্ন উদ্দেশ্যে মানত করেন। মসজিদ ঘিরে তৈরি হয়েছে

হাফেজিয়া মাদ্রাসা। সেখানে রয়েছে দোকানপাট।

হারানো মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. জাকারিয়া বলেন, প্রাচীন এই মসজিদের নিদর্শন হিসেবে এখনো বেশ কিছু ইট রয়েছে। রয়েছে প্রাচীন কারুকাজে তৈরি ইমাম সাহেবের খুতবা পড়ার মেহরাব। মসজিদের ভেতরে এখনো রয়েছে প্রাচীনকালে এই মসজিদে প্রবেশের গলি, যা কাচ দিয়ে ঢেকে সংরক্ষণ করে রাখা হয়েছে।

প্রত্নতাত্ত্বিকদের দাবি, প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার দজলা ও ফোরাতের মতো ব্রহ্মপুত্র-তিস্তা অববাহিকাকে পৃথিবীর প্রাচীনতম অববাহিকাগুলোর একটি গণ্য করা হয়। রোমান ও জার্মান ইতিহাসবিদদের লেখায় আরব ও রোমান বণিকদের ব্রহ্মপুত্র অববাহিকাকে বাণিজ্যিক পথ হিসেবে ব্যবহারের কথা লিপিবদ্ধ আছে। ব্রহ্মপুত্র-তিস্তা অববাহিকাকে পৃথিবীর সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহৃত হতো।

ধারণা করা হয়, খ্রিষ্টপূর্ব থেকে ব্রহ্মপুত্র ও তিস্তার পাড় ধরে সিকিম হয়ে চীনের মধ্য দিয়ে আরব ও রোমান বণিকদের যাতায়াত ছিল। হারানো মসজিদটি সাহাবি আবু ওয়াক্কাস (রা.) নির্মাণ করেছেন বলে জনশ্রুতি রয়েছে।

একটি কমপ্লেক্সসহ ঐতিহাসিক প্রাচীন এই মসজিদটি আরও সুন্দর করে তৈরির পরিকল্পনা করছে একটি দাতা সংস্থা। এটি নির্মাণ হলে হলে প্রাচীন হারানো মসজিদ হবে মুসলমানদের জন্য একটি দর্শনীয় স্থান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত

সিলেটে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার

১০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ৪০ গোল দূরে রোনালদো

নাটোর-২ আসনের জনগণ বিপুল ভোটে বিজয়ী করবে: দুলু

পাকিস্তানে মার্কেটে আগুন, এক দোকানেই মিলল ৩০ মরদেহ

পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ 

৬০ পেরিয়ে নতুন প্রেমিকা নিয়ে মুখ খুললেন আমির

ভাইবোনের উপহারে ছাড় দিলেও শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর

১০

কানায় কানায় পূর্ণ আলিয়া মাদ্রাসার মাঠ

১১

৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ

১২

জব্দকৃত ১০৩ মণ জাটকা গেল এতিমখানায়

১৩

ক্লাস চলাকালীন জবি ক্যাম্পাসে মাইক ও খেলাধুলা নিষিদ্ধ

১৪

রক্তচাপ কমাতে সাহায্য করে যে ৮ খাবার

১৫

বিয়ে করেছেন শাকিব-মান্নার নায়িকা

১৬

আপনার শিশুকে সবজি খাওয়ানোর সহজ কিছু উপায়

১৭

‘সব প্রশ্নের উত্তর দিতে নেই’—মা হওয়ার গুঞ্জনে কি শাকিবের পথেই হাঁটছেন বুবলী

১৮

নিজেকে ‘এমএলএ ফাটাকেষ্ট’ বললেন এমপি প্রার্থী

১৯

স্বতন্ত্রে দাঁড়িয়ে বিপদে বিএনপি নেতা

২০
X