কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৩:১১ এএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৮:০০ এএম
প্রিন্ট সংস্করণ

থাইরয়েড সমস্যায় ভুগছে দেশের ৫ কোটি মানুষ

বিশ্ব থাইরয়েড দিবস আজ
থাইরয়েড সমস্যায় ভুগছে দেশের ৫ কোটি মানুষ

দেশের বিপুল জনগোষ্ঠী থাইরয়েড রোগে আক্রান্ত। এদের ৬০ শতাংশের বেশিই জানে না যে, তারা থাইরয়েড সমস্যায় ভুগছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, থাইরয়েড রোগ বিস্তারে বংশগতির প্রভাব রয়েছে। বিশেষ করে দাদি, নানি বা মায়েদের থাইরয়েডের সমস্যা থাকলে শিশুরও এ সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশে প্রায় ৫ কোটির বেশি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছে, যা মোট জনসংখ্যার ৩০ শতাংশের বেশি। প্রাপ্তবয়স্ক নারীদের প্রায় ২ শতাংশ এবং পুরুষদের প্রায় শূন্য দশমিক ২ শতাংশ হাইপারথাইরয়েডিজম (থাইরয়েড হরমোনের বৃদ্ধিজনিত সমস্যা) রোগে ভুগছেন। ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

এমন বাস্তবতায় আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব থাইরয়েড দিবস। ২০০৯ সাল থেকে ২৫ মে সারা বিশ্বে এ দিবসটি পালিত হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য ‘থাইরয়েড রোগ অসংক্রামক রোগ’। থায়রয়েড টাস্কফোর্স ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি জাতীয় প্রেস ক্লাবে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে থাইরয়েডের তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলেনে জানানো হয়, বাংলাদেশের প্রায় ৫ কোটির বেশি মানুষ বিভিন্ন ধরনের থাইরয়েড সমস্যায় ভুগছে। কিন্তু এদের সিংহভাগেরও বেশি মানুষ জানে না তারা এ সমস্যায় আক্রান্ত। থাইরয়েড গ্রন্থিটি মূলত গলার সামনের দিকের উঁচু হাড়ের নিচে অবস্থিত। গ্রন্থিটি দেখতে প্রজাপতিসদৃশ এবং এটি ট্রাকিয়া বা শ্বাসনালিকে পেঁচিয়ে থাকে। যদিও এটি একটি ছোট গ্রন্থি, কিন্তু এর কার্যকারিতা ব্যাপক। থাইরয়েড গ্রন্থি কর্তৃক নিঃসৃত হরমোন মানব পরিপাক প্রক্রিয়ার অন্যতম ভূমিকা পালন করে। ভ্রূণ অবস্থা থেকে আমৃত্যু থাইরয়েড হরমোনের প্রয়োজন অপরিহার্য। এ হরমোনের তারতম্যের জন্য শারীরিক ও মানসিক বৃদ্ধি, শরীর মোটা হওয়া, ক্ষয় হওয়া, মাসিকের বিভিন্ন সমস্যা, ত্বকের বিভিন্ন সমস্যা, হার্টের সমস্যা এবং চোখ ভয়ংকরভাবে বড় হয়ে যেতে পারে। বন্ধ্যত্বের অন্যতম কারণ হিসেবে থাইরয়েড হরমোনের তারতম্যকে দায়ী করা হয়। শারীরিক কার্যক্ষমতা সঠিক রাখার জন্য নির্দিষ্ট মাত্রায় এ হরমোন শরীরে থাকা জরুরি। হরমোন স্বাভাবিক থেকেও থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে। সাধারণত আয়োডিনের অভাবে গলাফোলা রোগ হয়ে থাকে, যাকে সাধারণ ভাষায় ঘ্যাগ রোগ বলা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশে যদিও আয়োডিনযুক্ত লবণ খাওয়া হচ্ছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডায়াবেটিস ও হরমোন বিভাগের উদ্যোগে পরিচালিত সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এদেশের বেশিরভাগ স্কুলগামী শিশু এবং অন্তঃসত্ত্বা মায়েদের আয়োডিনের অভাব রয়ে গেছে। এ আয়োডিন শরীরে অতিপ্রয়োজনীয় থাইরয়েড হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। থাইরয়েড হরমোনের সব ধরনের চিকিৎসা এ দেশে হয়। গত ৩০ বছরে বিএসএমএমইউর থাইরয়েড ক্লিনিকের মাধ্যমে হাজার হাজার মানুষ সুচিকিৎসা পেয়েছেন। ক্লিনিকটি দেশের একমাত্র সমন্বিত থাইরয়েড ক্লিনিক, যা নিউক্লিয়ার মেডিসিন এবং সার্জারি বিভাগের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে আসছে। এ ছাড়াও বারডেম হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের প্রায় প্রতিটি মেডিকেল কলেজের হরমোন বিভাগ ও পরমাণু চিকিৎসাকেন্দ্রে থাইরয়েডের চিকিৎসা চলছে।

থাইরয়েড রোগ প্রতিরোধে চিকিৎসকরা পরামর্শ দিয়ে বলেন, আয়োডিনযুক্ত লবণ খাওয়া ও রেডিয়েশন থেকে মুক্ত থাকা উচিত, বিশেষ করে গর্ভাবস্থায়। হাইপার, হাইপো বা থাইরয়েড প্রদাহজনিত কোনো লক্ষণ দেখা দিলে শিগগিরই রোগ নির্ণয় করে চিকিৎসা নেওয়া উচিত। ঘ্যাগ বা অন্য কোনো কারণে থাইরয়েড বড় হয়ে গেলে বা ক্যান্সার হলে সার্জারির মাধ্যমে কেটে ফেলা উচিত। যাদের বংশগত থাইরয়েড সমস্যার ইতিহাস আছে, তাদের চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা উচিত। কোনো শিশুর বা বয়স্কদের অবর্ধন শারীরিক ও মানসিক, ঠান্ডা বা গরম সহ্য করতে না পারা, বুক ধড়ফড় করা, খাওয়া ও রুচির সঙ্গে ওজন কমা ইত্যাদি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোলজার’র প্রথম ঝলকে কী বার্তা দিলেন শাকিব খান?

কালবেলায় সংবাদ প্রকাশ / ক্যানসার আক্রান্ত সেই রাশিদার চিকিৎসার দায়িত্ব নিল খুলনা মেডিকেল

টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারোয়ারের হুঁশিয়ারি

আবরার ফাহাদ স্মরণে ৮ স্তম্ভ নির্মাণ, ব্যয় কত

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে হজযাত্রী নিবন্ধনের বিষয়ে যা জানা গেল

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন : এম এ মালিক

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা

এবার আরেক অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান

১০

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

১১

মেঘনায় অভিযানিক দল ও জেলেদের সংঘর্ষ

১২

হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হামজা

১৩

যে ৬ সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না

১৪

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১৫

চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে : কফিল উদ্দিন

১৬

ডাকসুর জিএস ফরহাদ হোসেনকে রাঙামাটিতে সংবর্ধনা

১৭

পুলিশ সদস্যদের হামলা ও অপদস্তের প্রতিবাদ দুই সংগঠনের 

১৮

ফুটপাতে পাওয়া সেই নবজাতককে নিতে চান ২৩ দম্পতি

১৯

আগামী বছর থেকে ফুটবল ক্যালেন্ডারে আসছে বড় পরিবর্তন

২০
X