কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

মুক্ত পরিবেশে ‘ফুরফুরে’ বিএনপি

মুক্ত পরিবেশে ‘ফুরফুরে’ বিএনপি

‘ফ্যাসিবাদী’ আওয়ামী লীগ সরকারের পতনে গত ১৫ থেকে ১৬ বছর ধরে রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছিল বিএনপি। ২০২৩ সালের ২৮ অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল দলটি। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ থাকলেও সরকারের দমন-পীড়নের কারণে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। তবে বিএনপির দীর্ঘ আন্দোলনের পটভূমিতেই এ বছর কোটাবিরোধী ইস্যুতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতন ঘটে। যে অভ্যুত্থানে বিএনপির সমর্থনসহ ছাত্রদল ও অন্য অঙ্গসহযোগী সংগঠনের ব্যাপক অংশগ্রহণও ছিল। এই আন্দোলনে বিএনপির ৪২২ জন শহীদও হন। সব মিলিয়ে সরকারের বিদায়ের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক পর রাজনীতিতে মুক্ত পরিবেশ পেয়েছে বিএনপি। খালেদা জিয়াসহ পর্যায়ক্রমে কারামুক্ত হয়েছেন দলের প্রায় সব নেতাকর্মী। বলতে গেলে বাধাহীন পরিবেশে রাজনীতিতে ফিরতে পেরেছে দলটি। তাই বিএনপির জন্য ২০২৪ সাল ছিল জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে মুক্তির বছর। একই সঙ্গে ফ্যাসিবাদের বিদায় জানিয়ে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোরও বছর বলছে দলটি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘স্বৈরাচার তকমা’ নিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় রাতারাতি পাল্টায় বিএনপির ভাগ্য। ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে কারামুক্ত হন দলটির কয়েক হাজার নেতাকর্মী। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত কিংবা সরকারি নির্যাতন-নিপীড়নে নির্বাসিত নেতাকর্মীরাও দেশে ফিরতে থাকেন। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথও প্রশস্ত হচ্ছে। পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্য ও ভিডিও গুরুত্ব সহকারে প্রচার শুরু করে। প্রায় ১০ বছর পর গণমাধ্যমে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাই বলা যায়, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ অস্তিত্বের সংকটে থাকায় আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপি। সব মিলিয়ে অসাধারণ ও অকল্পনীয় একটি বছর পার করছে দলটি। স্বাভাবিকভাবে নেতাকর্মীরা রয়েছেন ফুরফুরে মেজাজে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৫ থেকে ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের পরিসমাপ্তি ঘটেছে বিএনপির। সারা দেশে এখন বাধাহীন পরিবেশে কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতারা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হচ্ছে কর্মিসভা। বলা যায়, দলটির পালে এখন হাওয়া লেগেছে। ঘুরে দাঁড়িয়েছে মাঠের রাজনীতিতে। তবে রাষ্ট্র পুনর্গঠনে দলটির সামনে এখনো রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে ২০২৫ সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, এই সময়কে যৌক্তিক মনে করছে দলটি। যদিও সরকারের পক্ষ থেকে ২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচনের ধারণা দেওয়া হয়েছে। তা ছাড়া উপদেষ্টাদের নানা রকম বক্তব্যেও দ্বিধায় পড়েছে দলটি। তাই সুনির্দিষ্ট রোডম্যাপ ও যৌক্তিক সময়ে নির্বাচন দাবিতে বিএনপি রাজপথে নামার ইঙ্গিতও দিয়ে রেখেছে। দলটির দাবি, নির্বাচন যত বিলম্ব হবে, সংকট তত ঘনীভূত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের অভিমত, এবারের নির্বাচনে সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতায় নামতে হতে পারে বিএনপিকে। বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী বিভিন্ন দলকে নিয়ে সম্ভাব্য ইসলামী ফ্রন্ট এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলটিকে। একই সঙ্গে বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে যৌক্তিক সময়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে দেশকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন সংগ্রামী শতবর্ষী বৃদ্ধার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের ডিসি

নির্বাচন ফেব্রুয়ারিতেই, অন্য দেশের থাবার সুযোগ যেন না থাকে : প্রধান উপদেষ্টা

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম

হঠাৎ তেঁতুলিয়ার আকাশে ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!

শিবিরের বিরুদ্ধে ‘সিন্ডিকেটেড প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে : সাদিক কায়েম

২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত

চবিতে সংঘর্ষ : জরুরি সিন্ডিকেট সভায় ১২ সিদ্ধান্ত

ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কর্মচারীকে রক্তাক্ত করল মালিকের ছেলে

ভয়াবহতার রেশ না কাটতেই ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চট্টগ্রামে

১০

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

১১

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

১২

বিরোধীরা আমার মৃত মাকে গালিগালাজ করেছে : মোদি

১৩

মাসোহারা দিয়ে মুক্তিযোদ্ধাদের মুখ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা : টুকু

১৪

সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শঙ্কা কাটবে না : মঞ্জু

১৫

স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত

১৬

নীলফামারীতে শ্রমিক হত্যায় জামায়াতের বিবৃতি

১৭

টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ইনিংস : পূর্ণ মেয়াদে বিসিবি চালাতে চান বুলবুল

১৮

ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না : ফিরোজ

১৯

ব্যাংক এশিয়ার পাওনা পরিশোধ এক্সিম ব্যাংকের

২০
X